PM Awas Yojana – প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট পশ্চিমবঙ্গ। জানুন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন পদ্ধতি।

সম্প্রতি শুরু পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 বা PM Awas Yojana কার্যকলাপ। প্রধানমন্ত্রীর প্রকল্প গুলির মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল আবাস-যোজনা প্রকল্প। ২০১৫ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বাড়িবিহীন পরিবারকে বাড়ি বানিয়ে দিচ্ছেন। ২০২৪ লোকসভা ভোটে তিনি তৃতীয় বারের মতো জেতার পর প্রায় ৩ কোটি পরিবারকে পাকা বাড়ি দেওয়ার অঙ্গীকার করেছেন। যেখানে ২ কোটি বাড়ি তৈরি হবে গ্রামীণ অঞ্ছলে এবং বাকি ১ কোটি বাড়ি তৈরি হবে শহরাঞ্চলে।

Advertisement

PM Awas Yojana 2024 Apply Online

২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রী ১,২০,০০০ টাকা দিয়ে এই প্রকল্প চালু করেছিলেন। প্রকল্পের সম্পূর্ণ টাকাটি একেবারে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। প্রথমে ৫০,০০০ টাকা, দ্বিতীয় বারে ৬০,০০০ টাকা এবং অন্তিম পর্যায়ে ১০,০০০ টাকা বাড়ি নির্মাণের জন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এর পাশাপাশি আবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লোনও আপনারা পেতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ম

১) প্রথমেই প্রকল্পে আবেদনকারী ব্যাক্তিদের ভারতীয় নাগরিক হতে হবে।
২) শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই হবেনা সেই ব্যাক্তিকে ১৮ বছর বা তার ঊর্ধ্বতন ব্যাক্তি হতে হবে।
৩) পাকা বাড়ির মালিক এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
৪) এছাড়া পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তাহলেও আবাস যোজনায় তারা নাম নথিভুক্ত করতে পারবেনা।

Ads

আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা! আয়ুষ্মান প্রকল্পে বিরাট বদল আনল কেন্দ্র সরকার।

৫) পারিবারিক বার্ষিক আয় ১৮ লাখ টাকার ওপরে হলে আবেদন জানানো যাবেনা।
৬) এমন ব্যাক্তি যাদের জমি রয়েছে বা জমি কেনা রয়েছে অথচ বাড়ি বানাতে পারছেন না তাদেরকেও সহায়তা করবে সরকার।

Advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রয়োজনীয় ডকুমেন্টস

প্রধানমন্ত্রী আবাস যোজনায় শুধুমাত্র বাড়ি নয়। বাড়ির পাশাপাশি আবেদনকারীদের বাড়ি সম্পর্কিত যেকোনো আক্সেসও প্রদান করা হয়। যেমন পানীয় জলের আক্সেস, বিদ্যুৎ, টয়লেট নির্মাণ ইত্যাদি। প্রকল্পের আয়তাভুক্ত হওয়ার জন্য ব্যাক্তিদের খুব বেশি ডকুমেন্টস এর প্রয়োজন নেই। বেসিক কিছু ডকুমেন্টস এর ভিত্তিতে তারা আবেদন জানাতে পারবেন।

Advertisement

এর মধ্যে প্রথমেই লাগবে আবেদনকারীর পরিচয়পত্র। যেখানে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়া লাগছে ইনকাম সার্টিফিকেট, আইটি রিটার্ন স্টেটমেন্ট, সমস্ত দলিল দস্তাবেজ, ব্যাংক ডকুমেন্টস, আর ব্যাক্তির পাকা বাড়ি নেই তার প্রমানপত্র।

Ads

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের পদ্ধতি

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই। অফলাইনে আবেদনের জন্য নিকটতম কমন সার্ভিস সেন্টার বা ব্যাংকে যোগাযোগ করতে হবে। তবে আজ আমরা আপনাদের অনলাইনে আবেদনের পদ্ধতি ডিটেলসে জানাবো।

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন
১) অনলাইনে আবেদনের জন্য প্রথমেই আপনাদের এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) পরবর্তী পর্যায়ে Citizen Assement অপশনে ক্লিক করুন, তারপরে আবার For Slum Dwellers বা Benefit Under Other 3 অপশনে ক্লিক করুন।
৩) এরপর আধার কার্ডের ডিটেলস জমা করুন।
৪) এরপর ব্যাংক অ্যাকাউন্ট এবং আরও যাবতীয় ডিটেলস সহ ক্যাপচা কোড লিখে Save অপশনে ক্লিক করুন।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment

Advertisement