PM AC Yojana: মধ্যবিত্তের এসি কেনার জন্য নতুন প্রকল্প আনলো কেন্দ্রীয় সরকার। কারা পাবেন? কিভাবে আবেদন করবেন? জানুন
PM AC Yojana 2025
প্রচন্ড গরমে হাঁসফাঁস দশা। ভাবছেন এসি কিনবেন? প্রধানমন্ত্রী আনলেন নতুন প্রকল্প (PM AC Yojana). যারা এবছর গরমে এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই প্রকল্পটি দারুন লাভজনক হবে। এখন প্রশ্ন হল, কিভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন? এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন জমা করবেন?আসুন আজকের প্রতিবেদন থেকে জানা যাক।
Central Government PM AC Yojana
গরম থেকে বাঁচার জন্য এসি কেনা এখন আর বিলাসিতা নয়। বরং প্রয়োজনীয়তা বলা যায়। তবে শুধু এসি কিনে নিলেই তো হল না, এসির ব্যবহারের সঙ্গে জড়িয়ে আছে বিদ্যুতের চাহিদা। এখনও ভারতের বেশিরভাগ বাড়িতে ৩ স্টারের নীচের রেটিংয়ের এসি ব্যবহার করা হয়৷ তবে কেন্দ্রীয় সরকারের (Central Government) এসি প্রকল্পের মূল উদ্দেশ্যই হল বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে রাখা সঙ্গে এসির খরচ কমানো৷ তাই সম্প্রতি কেন্দ্রের Power and the Bureau of Energy Efficiency (BEE) মন্ত্রক একটি বিশেষ প্রকল্প চালু করেছে৷ যার নাম হল PM Modi’s AC Yojana.
আরও পড়ুন: বিশেষ প্রকল্পে মাসে 8000 টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রশিক্ষণ শেষে মিলবে চাকরি।
এই প্রকল্পের দ্বারা কী কী সুবিধা পাবেন?
প্রকল্পের আওতায় আপনি যেসব সুবিধা পাবেন সেগুলি হল-
- একজন ব্যক্তি তাঁর পুরনো এসি রিসাইকেল করলে বা এসি হস্তান্তরিত করলে তার বদলে মিলবে একটি সার্টিফিকেট পাবেন। আর এটি দেখিয়ে একটি নতুন এসি কেনার উপর ছাড় পেতে পারেন।
- এছাড়াও এয়ার কন্ডিশনারে ৪০% থেকে ৬০% পর্যন্ত ভর্তুকি সহ ছাড় মিলতে পারে।
- EMI বা কিস্তি-ভিত্তিক পেমেন্ট প্ল্যান পাচ্ছেন৷
- যার মধ্যে ইনস্টলেশন এবং মৌলিক পরিষেবা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারকে ছাপিয়ে নতুন বীমা সখী যোজনা! মহিলাদের জন্য প্রতি মাসে ৭০০০ টাকা
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
- এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- উক্ত ব্যক্তির বার্ষিক পারিবারিক আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। অন্ততপক্ষে প্রতি বছর ₹২.৫ লক্ষ থেকে ₹৫ লক্ষের মধ্যে।
- আবেদনকারীর বাড়িতে কোনও এয়ার কন্ডিশনার থাকলে সুবিধা পাবেন না।
- পরিবারের বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
- বয়স্ক সদস্য, শিশু অথবা যারা তাপপ্রবণ এলাকায় বসবাসকারী সেই সকল পরিবার গুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
প্রকল্পে আবেদন করবেন কিভাবে?
- এই প্রকল্পে আবেদন জন্য আপনাকে সরকারি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেই ওয়েবসাইট হল https://www.india.gov.in/topics/power-energy, অথবা আপনি রাজ্য-নির্দিষ্ট পোর্টালে যান।
- এবার নিজের আধার কার্ড ব্যবহার করে সেখানে নিবন্ধন করুন।
- এবার আবেদনপত্র পূরণ করুন।
- আপলোড করুন প্রয়োজনীয় নথিগুলি।
- এবার অনুমোদনের জন্য অপেক্ষা করুন।
- আপনার আবেদন অনুমোদিত হলে, আপনিও প্রকল্পের সুবিধা পাবেন।
উপসংহার: মধ্যবিত্তের এসি কেনার স্বপ্ন পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন জমা করার জন্য অবশ্যই নিয়মাবলী দেখে নেবেন। আপনি যদি যোগ্য হন আপনিও এই প্রকল্পের সুবিধা পাবেন।