Passport – পাসপোর্ট-ভিসা ছাড়া করতে পারবেন ভ্রমন! জেনে নিন কারা এই ব্যাক্তি।
এখন Passport বা পাসপোর্ট ভিসা ছাড়াই সারা বিশ্ব ভ্রমণ করতে পারবেন এই ৩ ব্যাক্তি। বিদেশে ভ্রমণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নথি হলো পাস-পোর্ট। তাহলে প্রথমেই জানা যাক পাসপোর্ট আসলে কি? পাস-পোর্ট হলো একটি সরকারি নথি যা আন্তর্জাতিক ভ্রমণে ভ্রমণকারীর কাজে লাগে। পাসপোর্ট কি নিজ জেলায় করতে হয়? এর উত্তর হবে “না “। পাস-পোর্ট শুধু মাত্রই এক দেশ থেকে আরেক দেশের ভ্রমণ কালে কাজে লাগে। এর মধ্যে ব্যাক্তির নাম, ছবি, স্থান ও জন্ম তারিখ, স্বাক্ষর, পাস-পোর্ট ইস্যুর ডেট এবং মেয়াদ শেষের ডেট এই ধরনের তথ্য থাকে।
Persons Who Can Visit Without Passport
১৯২০ সালে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে অধিবাসীদের প্রবেশ ঠেকাতে পাস-পোর্টের মতো ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিলেন। এরপর ১৯২৪ সালে লীগ অফ নেশনস এ আলোচলার পর মার্কিন যুক্ত রাষ্ট্র নতুন সিস্টেম চালু করেন। কিছু কিছু দেশের Passport বায়োমেট্রিক রয়েছে এবং পাসপোর্ট অনেকটা স্মার্ট কার্ডের মতো করে কাজ করে। এর মাধ্যমে কোনো দেশে অবাধে প্রবেশাধিকার রোধ করা যায়।
দেশের সুরক্ষার জন্য এটি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কিছু কিছু দেশ রয়েছে যারা বিশেষ কয়েকটি দেশের মানুষদের তাদের দেশে পাস-পোর্ট ও ভিসা ছাড়া প্রবেশের অধিকার দেয়। এটা সম্পূর্ণ চুক্তি এবং রাজনৈতিক কূটনীতির পরিপ্রেক্ষিতে। তবে এর মাধ্যমে আপনারা কোনো ভাবেই সারা বিশ্ব পাস-পোর্ট ভিসা ছাড়া ঘুরতে পারবেন না। পৃথিবীতে এমন তিন বিশেষ ব্যাক্তি রয়েছেন যারা পাস-পোর্ট ভিসা ছাড়াই বিভিন্ন দেশে যেতে পারেন।
এই তালিকার মধ্যে প্রথমেই যিনি আছেন তিনি হলেন ব্রিটেনের রাজা। ব্রিটেনের রাখা চার্লস ব্রিটেন হওয়ার আগে রানী এলিজাবেথের কাছেও এই বিশেষ সুবিধা ছিল। তবে রানী এলিজাবেথের পর এই সুবিধা আর কেউ পাননি। এখন ব্রিটেনের রাজাই শুধুমাত্র এই সুবিধার অধিকারী। রাজার স্ত্রীকেও যদি রাজার সাথে ভ্রমণে যেতে হয় তাকেও অবশ্যই ডেমোক্রেটিক Passport সাথে নিতে হবে।
ই শ্রম কার্ড অনলাইনে আবেদন কিভাবে করবেন? ই শ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা জেনে নিন।
ব্রিটেনের রাজার পর এই সুবিধা ভোগের খাতায় রয়েছেন জাপানের রাজা এবং রানী। জাপানের রাজা আকিহাতো এবং তার স্ত্রী মাসাকো ওওয়াটা যখন তারা সম্রাট সম্রাজ্ঞী ছিলেন তাদের পাস-পোর্ট রাখার প্রয়োজন ছিলনা। এরপর ২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করার পর এখন তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাস-পোর্ট প্রয়োজন হয়।
এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় যত গুণ্য মান্য ব্যাক্তি, দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকেরই Passport প্রয়োজন হয়। তবে এই ৩ ব্যাক্তি ছিলেন এদের মধ্যে ব্যতিক্রম। পাস-পোর্ট বিভিন্ন প্রকার হতে পারে। কাজ বিশেষ এক এক ব্যাক্তি এক এক ধরনের পাসপোর্ট বানায়। এর জন্য তাদের আলাদা আলাদা চার্জেসও দিতে হয়।
আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে আপনি আপ্লিকেশন করলেই পাস-পোর্ট পেয়ে যাবেন। এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনদের ওয়েবসাইটে চোখ রাখুন। তার সাথে এই তথ্যটি আপনাদের কেমন লাগলো না নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Written by Sathi Roy.