Bike Loan: পার্সোনাল লোন নাকি টু-হুইলার লোন বাইক কিনতে হলে কোন ধরনের লোনে সুবিধা সবথেকে বেশি? দেখে নিন

Personal loan vs Two wo wheeler loan

বাইক কিনবেন এমন স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু বাইক কেনার স্বপ্নপূরণ করতেও লোনের (Bike Loan) আবেদন করতে হয়। কারণ হঠাৎ করে এতগুলো টাকা দিয়ে বাইক কেনা সত্যি বলতে মুখের কথা নয়। তবে বাইকের জন্য লোন নিতে হলে কিছু বিষয় আপনাকে আগের থেকে জেনে নিতে হবে।

বিশেষ করে বাইক লোনের জন্য কোন ধরনের লোন সবথেকে বেশি সুবিধাজনক সেটাও আপনাকে জেনে নিতে হবে। আজকের প্রতিবেদন আপনার জন্য সুবিধা জনক হতে চলেছে। কারণ আজকের প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে বাইক লোন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।

Bike Loan 2025 | বাইক লোন ২০২৫

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির নানান দামের বাইক রয়েছে। আপনার যদি দু-চাকা কেনার শখ থাকে, তাহলে আপনাকে বুঝে শুনে বাইক কিনতে হবে। আসলে অনেকেই আছেন যারা চার চাকা না কিনে বাইক কিনতে পছন্দ করেন। বাইক সম্পর্কে তথ্য জানার জন্য আজকের এই প্রতিবেদন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। আর এখান থেকেই জেনে নিন যদি আপনি বাইক কিনতে চান আর টাকা-পয়সার বন্দোবস্ত করতে হবে। আর তার জন্য ঠিক কোন ধরনের লোন সুবিধাজনক হবে জেনে রাখাও খুব জরুরী।

আসলে টু-হুইলার কেনার জন্য খুব সহজ শর্তেই লোন পাওয়া যায়। আপনি বাইক কেনার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারেন। তবে একজন ব্যক্তি যদি বাইক কেনার জন্য পার্সোনাল লোন নিতে চান, তাহলে সেটি কেমন হবে, তার ধারণা অনেকের কাছেই থাকে না।

আসুন তাহলে সেই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। যদি আপনি পার্সোনাল লোন (Personal Loan) নিতে চান তাহলে বিভিন্ন ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন। প্রত্যেকটি ব্যাংক বিভিন্ন শর্তে ও ভিন্ন ভিন্ন সুদের হারে লোন দিয়ে থাকে। আপনার সুবিধা জনক সুদের হার বিবেচনা করে লোনের আবেদন করতে পারেন।

হঠাৎ টাকার দরকার হলে কোথায় আবেদন করবেন? সহজ শর্তে ব্যাংক ঋণ কোথায় পাবেন?

পার্সোনাল লোন নিয়ে বাইক কেনা!

আপনি বাইক কিনতে হলে পার্সোনাল লোনই নিতে পারেন। একজন ব্যক্তির ক্রেডিট স্কোর ও আয়ের প্রমাণপত্র দেখালেই সেখান থেকে পার্সোনাল লোন নেওয়ার আবেদন করা অনেক বেশি সহজ হয়ে যায়। আর পার্সোনাল লোন নিতে হলেও কোনও আলাদা করে কোনো গ্যারান্টির দরকার হয় না। বেশিরভাগ ব্যাংক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে শুরু করে ২৪ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে।

তবে যদি কেউ টু হুইলার কেনার জন্য লোন (Two Wheeler loan) নিয়ে থাকেন তাহলে তাঁর জন্য বিষয়টি অনেক বেশি করে সহজ হয়ে যায়। কারণ, এই ধরনের লোন মূলত বাইক কেনার জন্যই তৈরি করা হয়েছে। আপনিও এখানে সহজ শর্তে সুবিধা জনক লোন পেতে পারেন। আর এটাও মনে রাখা জরুরি যে পার্সোনাল লোনের তুলনায় টু হুইলার লোনের সুদের হার অনেক কম থাকে। তবে এই ধরনের লোন নিতে হলে ব্যাঙ্ক আপনার ক্রেডিট স্কোর ও আয়ের প্রমাণপত্র দেখবে।

টাকার দরকার হলেই পাবেন! ব্যাক্তিগত ঋণ দিচ্ছে এই ব্যাঙ্ক

তবে বিশেষজ্ঞরা মনে করেন বাইক কেনার জন্য পার্সোনাল লোন ও টু-হুইলার লোনের মধ্যে বেশি স্বস্তিদায়ক হল টু-হুইলার লোন। পার্সোনাল লোনে বাইকের ইনসুরেন্স-সহ অন্য কভারেজ থাকে তবে টু হুইলার লোনে কিন্তু সেই সুযোগ থাকে না। আবার এও মনে রাখা দরকার যে, টু হুইলার লোনে সময় অনেক কম থাকে। আপনাকে তার মধ্যেই টাকা ফেরত দিতে হবে।

Related Articles

Back to top button