Mutual Funds Loan – আপনার টাকার দরকার হলে পার্সোনাল লোন থেকে মিউচ্যুয়াল ফান্ড লোনে বেশি লাভ হবে

Personal loan vs Mutual funds loan

পার্সোনাল লোনের বিষয়ে ধারণা থাকলেও বহু মানুষ কিন্তু জানেন না মিউচুয়াল ফান্ড লোন (Mutual Funds Loan) সম্পর্কে। আসলে এই মিউচুয়াল ফান্ড লোন আপনার দরকারের সময় টাকার প্রয়োজন মেটাবে। কিন্তু আপনি যদি না জেনে থাকেন কিভাবে মিউচুয়াল ফান্ড লোন নেবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই আজকের প্রতিবেদন আপনার জন্য। আসুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে মিউচুয়াল ফান্ড লোন নিতে পারেন। আর কিভাবে আপনি উপকার পাবেন।

Mutual Funds Loan | মিউচুয়াল ফান্ড লোন

এখনো পর্যন্ত এটা অনেকেই জানেন না যে যদি আপনি টাকা বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনার দরকারের সময়ে আপনি সেখান থেকে আপনি লোন নিতে পারেন। সাধারণত পার্সোনাল লোনের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন থাকে ও জটিলতা থাকে। কিন্তু পার্সোনাল লোন (Personal Loan) নয় মিউচুয়াল ফান্ড লোনের ক্ষেত্রে বিষয়টি কিন্তু অনেক বেশি সহজতর। অর্থাৎ এই লোন আপনার পার্সোনাল লোন থেকে অনেক বেশি সহজ হয়ে থাকে। প্রধান বিষয়টি হল সুদের হার। মিউচুয়াল ফান্ড থেকে আপনি যদি লোন নেন তাহলে তার সুদের হার কম হবে।

লক্ষ্মীর ভান্ডারের মতো প্রতিমাসে 2100 টাকা দেবে। মহিলারা এই সরকারি প্রকল্পে আবেদন করুন

পার্সোনাল লোন না মিউচুয়াল ফান্ড লোন সুবিধাজনক?

এখন যদি আপনি বাজারের দিকে খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন, মিউচুয়াল ফান্ড অনেক বেশি নিরাপদ বিনিয়োগের জায়গা। অল্প সময়ে টাকা দ্বিগুণ করার জন্য অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। তাই আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে লোন নিয়ে থাকেন তাহলে বিনিয়োগকারী হিসেবে আপনি বিশেষ সুবিধাও পাবেন। মনে রাখবেন, সরকারি বা বেসরকারি, মিউচুয়াল ফান্ড থেকে লোন নেওয়া কিন্তু অনেক বেশি সুবিধাজনক হয়ে থাকে। আপনি এখানে দ্রুত নিজের প্রয়োজন অনুসারে টাকা ঋণ পেতে পারেন। যেহেতু মিউচুয়াল ফান্ডে এই আপনি বিনিয়োগ করছেন তাই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আপনি সামান্য কিছু নিয়ম মেনেই সেখান থেকে সহজে ও তুলনামূলক কম সুদের হারে লোন নিতে পারেন।

মিউচুয়াল ফান্ড টাকা বিনিয়োগ ছাড়াও লোন দেওয়ার সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে এটা মনে রাখবেন, আপনি যত টাকার মিউচুয়াল ফান্ড করে থাকবেন সেদিকে নজর রেখে আপনার লোনের পরিমানটিও ঠিক করা হবে। এখন যদি আপনার টাকা বিনিয়োগের পরিমান বেশি থেকে থাকে তবে আপনি বেশি টাকার লোন নিতে পারবেন, আর যদি আপনার বিনিয়োগের পরিমাণ কম হয়ে থাকে তাহলে আপনার লোনের পরিমানও কম হবে।

500 টাকা রাখলে হাতে পাবেন 1 লাখ। পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে বছরের সেরা অফার। বিস্তারিত জানুন

আরো একটি বিষয় আপনার জেনে রাখা জরুরী, যদি এই লোন নেওয়া টাকা দ্রুত ফেরত দিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি মিউচুয়াল ফান্ড থেকে আপনাকে লোন গ্রহণের সময় সুবিধা পাবেন। মোট কথা আপনি যদি সঠিক নিয়মকানুন মেনে মিউচুয়াল ফান্ড থেকে লোন নিয়ে তারপর সেই লোন সঠিক সময়ে রিটার্ন করে দেন তাহলে একবার নয় প্রয়োজনে একের বেশি বার ঋণ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ সবদিক থেকে আপনার সুবিধা হবে।

Related Articles

Back to top button