SBI Scheme: স্টেট ব্যাংকের নতুন স্কিমে মাত্র 591 টাকা জমা করলেই মিলবে 1 লাখ টাকা। জেনে নিন বিস্তারিত

SBI Scheme Investment 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য নতুন স্কিম (SBI Scheme) অফার করে। একাধিক প্রকল্পে মেলে একাধিক লাভ। সম্প্রতি স্টেট ব্যাংকের তরফে একটি নতুন প্রকল্প আনা হয়েছে। যেখানে কোন গ্রাহক ৫৯১ টাকা রাখলেই পাবেন ১ লাখ টাকা। ভাবতে অবাক লাগছে? আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরো ডিটেলসে জেনে নেওয়া যাক।

SBI Scheme Benefits 2025

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI). বছরের বিভিন্ন সময়ে স্টেট ব্যাংক গ্রাহকদের বিভিন্ন প্রকল্প অফার করে থাকে। তার মধ্যে রেকারিং ডিপোজিট (RD) স্কিম ও রয়েছে। সম্প্রতি এই ব্যাংকে চালু হয়েছে ‘হর ঘর লাখপতি’ নামে একটি নতুন স্কিম। প্রকল্পটি সকল ব্যক্তিদের প্রতি মাসে অল্প পরিমাণে সঞ্চয় করতে সাহায্য করে এবং ১ লক্ষ টাকা বা তার বেশি আয় করতে সহায়তা করে।

অল্প সময়ে টাকা জমিয়ে বড়লোক হতে চান? রইল সেরা 4 বিনিয়োগ বিকল্পের হদিস। রাতারাতি হবেন কোটিপতি

এখন প্রশ্ন হলো, এই প্রকল্পের জন্য সুবিধা পাবেন কারা? স্টেট ব্যাংকের এই প্রকল্পটি সকলের জন্য উন্মুক্ত। একজন ১০ বছরের বেশি বয়সী শিশুরাও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। শিশুদের ক্ষেত্রে যারা স্বাক্ষর করতে পারে না তাদের বাবা-মা অথবা কোনো আইনী অভিভাবক তাদের পক্ষে থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। ৫৯১ টাকা রেখে কিভাবে ১ লাখ টাকা পাবেন?

মনে করুন, আপনি যদি ৩ বছরের জন্য প্রত্যেক মাসে মোট ২,৫০০ টাকা করে জমা করেন, তবে শেষে গিয়ে আপনি পাবেন মোট ১ লক্ষ টাকা। আর যদি আপনি ১০ বছরের দীর্ঘ মেয়াদে টাকা জমা করবেন বলে বিকল্প নির্বাচন করেন, তাহলে আপনাকে মাসিক আমানত হিসেবে ৫৯১ টাকা দিতে হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সময় সুদের হারের উপর মাসিক কিস্তি নির্ধারিত হবে।

শেয়ার বাজারে বিনিয়োগ কিভাবে করবেন? নতুন বিনিয়োগকারীদের জন্য সহজ পরামর্শ।

এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে?

যদি আপনিও স্টেট ব্যাংকের ‘হর ঘর লাখপতি’ স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে নিকটতম এসবিআই শাখায় ভিজিট করতে হবে। তারপর আপনাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আপনাকে নির্বাচন করে নিতে হবে মেয়াদপূর্তির পরিমাণ এবং মেয়াদ। ব্যাঙ্ক মাসিক কিস্তি গণনা করবে। আপনি সেখানে টাকা জমা করে লাভবান হতে পারবেন।

Related Articles

Back to top button