Pan Card থাকলেই পাবেন 50,000 টাকা। কী কী শর্ত আছে? কিভাবে আবেদন করবেন? জেনে রাখুন

Pan Card Loan Application

বর্তমান সময়ে প্যান কার্ড (Pan Card) ও আধার কার্ড সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়েছে। প্রত্যেকের কাছেই থাকে এই দুটি নথি। এর আগে আমরা জেনেছিলাম আধার কার্ড থাকলে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন। আর আজকে আমরা জেনে নেব সঙ্গে প্যান কার্ড থাকলেই আপনি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা। কিভাবে? আসুন দেখে নেওয়া যাক।

Pan Card Loan Application

বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই হঠাৎ করে টাকার দরকার হয়ে পড়ে। আর টাকার দরকার হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোনের জন্য আবেদন করি। তবে পার্সোনাল লোন (Parsonal Loan) নেওয়ার ক্ষেত্রে ব্যাংক কিংবা পোস্ট অফিসে আবেদন করা হয়। লোন নেওয়ার আগে বেশ কিছু নিয়ম মানতে হয়। যার জটিলতাও রয়েছে। কিন্তু জানেন কি, আরো একটি পদ্ধতি রয়েছে লোন নেওয়ার জন্য। আপনি প্যান কার্ড ব্যবহার করে লোনের আবেদন করতে পারেন। আর আবেদন করলে ৫০০০০ টাকা লোন পাবেন।

প্যান কার্ডের নিয়মে বড়সড় বদল, পুরোনো কার্ড কি বাতিল হবে? নতুন কার্ড কিভাবে পাবেন?

প্যান কার্ড দিয়ে কিভাবে লোনের জন্য আবেদন করবেন?

মনে করুন, কোন একটি পরিস্থিতিতে আপনার দ্রুত টাকার দরকার। আর তখন একমাত্র পথ হল পার্সোনাল লোন নেওয়া। যদি আপনার পরিবারে কেউ অসুস্থ হন, শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকার প্রয়োজন হয়, আপনার ব্যক্তিগত প্রয়োজনেও লোন গ্রহণ জরুরী হয়ে ওঠে। তবে শুধুমাত্র জরুরী পরিস্থিতিতেই নয়, শখ, স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও এই লোন গ্রহণ প্রয়োজনীয়। তাই এখন পার্সোনাল লোন নেওয়াও অনেক বেশি সহজ।

তবে আজকে আমরা আলোচনা করে নেব প্যান কার্ড লোন সম্পর্কে। আপনি প্যান কার্ড দিয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল লোন অতি সহজেই পেতে পারেন। তাই আগের থেকেই জেনে নেওয়া দরকার কীভাবে ব্যবহার করবেন নিজের প্যান কার্ডটিকে। আপনি আপনার প্যান কার্ডকে এমনভাবে ব্যবহার করতে পারেন যা দিয়ে সহজেই আপনার দরকারি লোনটি পাস হয়ে যায়।

প্যান কার্ড দিয়ে লোন নেওয়ার নিয়ম

আপনি যদি প্যান কার্ড থেকে যদি লোন গ্রহণ করবেন বলে ভেবে থাকেন, তাহলে জেনে নিন আপনি ৫০ হাজার টাকা লোনের আবেদন করতে পারবেন। আর এই লোন পরিশোধ করার জন্য আপনার যে মাসে মাসে কিস্তি হবে সেটিও কিন্তু খুব একটা বেশি হবে না। আবার, লোন শোধ করার জন্য সুদের হারও থাকবে অনেকটা কম। ফলে আপনি বাড়তি চাপ অনুভব করবেন না। যদি আপনি প্যান কার্ড থেকে লোন নিতে চান তাহলে আগে নিজের ক্রেডিট স্কোরটি দেখে নেবেন। এবার একটি নির্দিষ্ট সংখ্যার লোনের জন্য আবেদন করুন। আর সেটি কত মাসে শোধ করবেন সেটিও উল্লেখ করতে হবে। আবেদনকারী ব্যক্তি বেশ কয়েকটি সুদের হারের মধ্যে আপনার কাছে সেখানে নিজের পছন্দ করে সুদের হার বেছে নিন। আর যে প্রসেসিং ফি দিতে হবে সেটিও ভাল করে দেখে নেবেন।

বিশেষ ঘোষণা! জলদি প্যান কার্ডে এই সংশোধন না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট।

লোন নেওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত মানতে হবে। প্যানকার্ডের মাধ্যমে লোনের আবেদন করার ক্ষেত্রে আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। আপনার বয়স হতে হবে ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। এর পাশাপাশি, প্রতি মাসে আপনি কত টাকা আয় করেন সেটিও দেখাবেন। এই টাকা কমপক্ষে হতে হবে ১৫ হাজারের বেশি। আর অতি অবশ্যই আপনার ক্রেডিট স্কোর হতে হবে ৬০০-র বেশি। এছাড়াও যে যে নিয়ম রয়েছে সেই নিয়ম গুলি মেনে যদি আপনি লোনের জন্য আবেদন করেন তাহলে নিয়ম মত আপনার একাউন্টে চলে আসবে করকড়ে ৫০,০০০ টাকা।

Related Articles

Back to top button