Pan Card: আধার ব্যবহার করে মাত্র 2 মিনিটে পেয়ে যান প্যান কার্ড! কিভাবে করবেন? জানুন পদ্ধতি
বর্তমানে আধার কার্ড(Aadhaar Card) এবং প্যান কার্ড(Pan Card) উভয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুই ডকুমেন্ট ছাড়া অফিসিয়াল কাজকর্ম করা সম্ভব নয়। প্রায় সর্বত্র প্রয়োজন হয় আধার এবং প্যান কার্ডের(Pan Card). অনেকেই জানেন না আধার কার্ডের দ্বারাই প্যান কার্ড পেয়ে যেতে পারবেন। এই পদ্ধতি জানা থাকলে অনেক সহজ হবে আপনার প্যান কার্ড(Pan Card) তৈরি। শুধু আপনাকে মেনে চলতে হবে কিছু স্টেপ। আর তাহলেই মাত্র কয়েক মিনিটে আপনার হাতে চলে আসবে প্যান কার্ড(Pan Card).
ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট
Pan Card News 2024
আধার কার্ড ব্যবহার করে অনলাইনে প্যান কার্ড(Pan Card) বানানোর জন্য আবেদন করা যায়। আর সেটা অনেক সহজ পদ্ধতিতে। বর্তমানে এই সুবিধাটিকে বলা হয় ই-প্যান সুবিধা। আপনিও এই সুবিধা নিয়ে কোন খরচ ছাড়াই কার্ড(Pan Card) পেয়ে যেতে পারেন।
ই-প্যান সুবিধাটি হল এরকম যেখানে এক আবেদনকারী আধার নম্বর ব্যবহার করে অত্যন্ত তাৎক্ষণিকভাবে প্যান কার্ড(Pan Card) পেয়ে যান। এখানে প্যান কার্ডটি পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়। এছাড়া, প্যান কার্ড সুবিধাটি একটি ডিজিটাল স্বাক্ষর করা প্যান কার্ড যেখানে কেওয়াইসি ডেটার উপর ভিত্তি করে কার্ড দেওয়া হয়। প্যান কার্ডটি ইলেকট্রনিকভাবে দেওয়া হয়।
দুই বছরের জন্য বন্ধ হবে আপনার সিম কার্ড! খবরদার করবেন না এই কাজ! TRAI-এর নতুন নিয়ম জানেন তো?
E-Pan Card Fecilities 2024
১) ই-প্যান হলো এটি একটি অত্যন্ত সহজ ও কাগজবিহীন। ২) এই পরিষেবার ক্ষেত্রে আপনার দরকার একটি আধার কার্ড ও একটি লিঙ্ক করা মোবাইল নম্বর৷ ৩) এছাড়া, ই-প্যান কার্ড আপনি ব্যবহার করতে পারবেন আয়কর রিটার্ন দাখিল, আর্থিক লেনদেন পরিচালনা, KYC প্রয়োজনীয়তা পূরণ-সহ যে বিভিন্ন ধরনের প্রয়োজনে প্যান কার্ড প্রয়োজন সেই সমস্ত উদ্দেশ্যে ই-প্যান আইনত বৈধ এবং ব্যবহার করা যায়।
E-Pan Card Application 2024
কিভাবে আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ড (Pan Card) পাবেন? কিভাবে অনলাইনে ই-প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করা যায়? সেটা নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতি।
প্রথম ধাপ: আপনাকে প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে ভিজিট করতে হবে। দ্বিতীয় ধাপ: এবার আপনাকে যেতে হবে ই-ফাইলিং পোর্টালের হোমপেজে। আর সেখান থেকে ক্লিক করতে হবে ইনস্ট্যান্ট ই-প্যান অপশনে। তৃতীয় ধাপ: এবার, আপনি ই-প্যান পৃষ্ঠায় ক্লিক করুন নতুন ই-প্যান অপশনে। চতুর্থ ধাপ; নতুন ই-প্যান পৃষ্ঠায় গিয়ে আপনি আপনার 12 সংখ্যার আধার নম্বরটি লিখুন। এবার চেকবক্সটি নির্বাচন করুন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এভাবেই অনলাইনে আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ড পেয়ে যাবেন।