প্যান আধার লিঙ্ক করা থাকলেও দেখুন, নাহলে SEBI এর সিদ্ধান্তে বিপদের সম্মুখীন হতে পারেন আপনিও।
প্যান আধার লিঙ্ক করা যে কতটা গুরুত্বপূর্ণ কাজ, তা অনেক আগেই স্পষ্ট করেছে দেশের আয়কর দফতর। দেশের আয়কর দফতরের তরফে বারংবার একাধিক বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের বলা হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে। আয়কর দফতরের সর্বশেষ নির্দেশিকা অনুসারে ভারতের সমস্ত নাগরিকদের আগামী ৩১শে মার্চের মধ্যে আধারের সাথে প্যান আধার লিঙ্ক করার নির্দেশ দিয়েছে সরকার। তবে কেবল সাধারণ গ্রাহক নয়, মার্চ মাস শুরু হতেই, এবার এই একই নিয়ম শেয়ার বা ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টরদের ক্ষেত্রেও লাগু করতে চলেছে সরকার।
প্যান আধার লিঙ্ক নিয়ে সিদ্ধান্ত জানালো SEBI.
সম্প্রতি, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সংক্ষেপে SEBI ঘোষণা করেছে যে, মার্চ মাসের শেষদিন অর্থাৎ ৩১ তারিখের মধ্যে ইনভেস্টরদের নিরবিচ্ছিন্ন এবং অবাধে বিনিয়োগ চালিয়ে যেতে নিজেদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর আধারের সাথে লিঙ্ক করিয়ে নিতে হবে। ভারতের শেয়ার মার্কেট নিয়ন্ত্রক সংস্থা বর্তমানে ইনভেস্টরদের, প্যান কার্ড ডিটেইলসকে স্টক মার্কেটের KYC ভেরিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার, সুবিধা পাবেন আপনিও! বিস্তারিত জেনে নিন।
SEBI – এর ধারণা, এই প্যান আধার লিঙ্ক করার পদক্ষেপটি আয়কর আইনের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। ভারতের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, দেশের প্রত্যেক নাগরিকের জন্য একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান বরাদ্দ করা হয়েছে, এর ফলে দেশবাসী প্যান আধার লিঙ্ক করে নিজেদের পরিচয় সঠিক রাখতে পারে।
শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এই সম্পর্কে জানিয়েছে যে, সিকিউরিটিজ মার্কেটের সমস্ত লেনদেনের জন্য প্রয়োজনীয় কেওয়াইসি ভেরিফিকেশনের অংশ হিসেবে, মার্কেটে বিনিয়োগে অংশগ্রহণকারীদের বাধ্যতামূলকভাবে এই আধার-প্যান লিঙ্কের কাজ করে ফেলতে হবে মার্চ মাসের মধ্যেই। যদি নির্দিষ্ট তারিখের মধ্যে দুটি কার্ডের লিঙ্ক না করা হয়, তবে গ্রাহকদের প্যান নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে।
বাড়ি বাড়ি কারেন্টের মিটার রিডার পদে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন করুন এখুনি।
যার ফলে, সিকিউরিটিজ মার্কেটে এই ধরনের অ্যাকাউন্টগুলি নন-কেওয়াইসি কমপ্লায়েন্ট বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে আবার প্যান-আধার লিঙ্ক সম্পন্ন না হওয়া পর্যন্ত এদের সিকিউরিটিজ বা অন্যান্য লেনদেনের উপর সীমাবদ্ধতা জারি করা হতে পারে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার দ্বারা। তাই, নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য ৩১ মার্চের আগেই নিজের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিন।
Written by Parna Banerjee.