Online PF Account – পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও শিক্ষকেরা এক ক্লিকেই নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যাল্যান্স চেক করে নিন।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও শিক্ষকেরা এবার Online PF Account পরিষেবার মাধ্যমে অনলাইনে ঘরে বসেই এক গুচ্ছ পরিষেবা বা সুবিধা উপভোগ করতে পারবেন। শুধু প্রভিডেন্ট ফান্ডের ব্যালান্স ই নয়, এছাড়াও লোন, আগাম পেমেন্ট সহ একাধিক সুবিধা পাবেন।

OSMS DPPG NGIPF Online PF Account approval

অনলাইনে লোনের জন্য এপ্লাই (Online Loan Approval) করে ফেলতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের দপ্তর, স্থানীয় প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে এই ধরনের অফিসের কর্মচারীদের জন্য এবার NGIPF চালু হতে চলেছে। ১২ ই জুলাই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ দপ্তর জানিয়েছে, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যে কোনো বিষয়ের দ্রুত মীমাংসা করা সম্ভব হবে।

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি

অর্থ দপ্তরের গাইডলাইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এই অনলাইন প্রভিডেন্ট ফান্ড (Online PF Account) সংক্রান্ত প্রক্রিয়াটি ডাইরেক্টরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্সুরেন্স (DPPG) দ্বারা পরিচালিত হবে। পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পূর্ণ করা হবে। অফিস লেভেল থেকে শুরু হয়ে DPPG দ্বারা Approve করা হবে।

বর্তমানে Online PF Account বা প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স এন্ট্রি করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীরা নিজেদের OSMS ID দিয়ে লগইন করতে পারবেন।

আরও পড়ুন, আগস্ট মাসে 14 দিন বন্ধ থাকবে ব্যাংক, ছুটির তালিকা দেখে নিন

এর ফলে রাজ্য সরকারের কর্মচারীরা কি ধরনের সুবিধা পাবেন:
প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স অনলাইনেই জানা যাবে।
অনলাইনেই PF- এর বছরের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ডের লোন এর জন্য আবেদন করা যাবে।
অবসর নেওয়ার পরে অনলাইনে PF- এর ফাইনাল পেমেন্টের জন্য অনুমোদন করা হবে।
রাজ্য সরকারের কর্মচারীদের এই অনলাইন পিএফ প্রক্রিয়ায় কোন কোন দপ্তরের কর্মচারীরা সুবিধা পাবেন, একবার দেখে নেওয়া যাক:

LIC Dhan Briddhi Plan details (এলআইসি পলিসি)

Panchayat and Rural Development Department
Urban Development and Municipal Affairs Department
Agriculture
Health and Family Welfare
Mass Education Extn. and Library Services

West Bengal Higher Education Department
West Bengal School Education Department
Minority Affairs and Madrasa Education
Department of Technical Education Training and Skill Development

Click Here

সুতরাং এবার থেকে সরকারি কর্মীরা অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এর একাউন্ট ব্যালান্স চেক ও একাধিক সুবিধা নিতে পারবেন। এই বিষিয়ে আপনার মতামত নিতে কমেন্ট করে জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button