Online Exam – পশ্চিমবঙ্গে অনলাইনে পরীক্ষা হবে, তবে অফলাইনে কোন কোন পরীক্ষা হবে এক নজরে দেখে নিন। Big news!

 Online Exam – অফলাইনেই পরীক্ষার সিদ্ধান্ত যাদবপুর- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের, অন্য বিশ্ববিদ্যালয়গুলির এ বিষয়ে কি সিদ্ধান্ত? এক ঝলকে জেনে নিন

বেশ কিছুদিনের ধরে অনলাইনে পরীক্ষার দাবি উঠছিলো (Online Exam) । সম্প্রতি সেই সম্পর্কিত পরীক্ষার সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয়গুলি। কার্যত বিশ্ববিদ্যালয় গুলির ভিন্ন সিদ্ধান্তে পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিক পাশে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

অনলাইনে পরীক্ষা হবে নাকি অফলাইনে, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উচ্চ শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় গুলির উপরেই ছেড়ে দিয়েছিলো (Online Exam) । তারপরই অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্রছাত্রীদের একাংশ  চাপ সৃষ্টি করতে থাকে। এই অবস্থায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেমিস্টার এর অনলাইন অফলাইন পরীক্ষা হবে সেই সম্পর্কিত সিদ্ধান্ত জানাল।

 সংবাদমাধ্যম সূত্রে খবর, অফলাইন পদ্ধতিতেই পরীক্ষা নিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও এই বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা প্রায় শেষের দিকে (Online Exam)। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে কলা বিভাগের পরীক্ষা।এর পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে (ইসি) সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাকি সব সেমেস্টারের পরীক্ষা অফলাইনে নেওয়া হবে।

এ বিষয়ে আরবিইউ -এর উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী সংবাদমাধ্যমে বলেন, পরীক্ষা সংক্রান্ত সরকারি পরামর্শ নিয়ে ইসি-তে আলোচনা করা হয়েছে (Online Exam)। ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে সব স্তরের ইভেন সেমেস্টার পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রবিবার বিদ্যাসাগর, কল্যাণীর মতো বিশ্ববিদ্যালয় জানায়, স্নাতকে ইভেন সেমেস্টার পরীক্ষা হবে অনলাইনে। এ প্রসঙ্গে অভিজ্ঞ শিক্ষা প্রশাসকরা দাবি জানান, ডিগ্রীর ক্ষেত্রে ইউজিসি-র বৈধতা পেতে পরে কোন সমস্যা হবে না তো?

 এ প্রসঙ্গে সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক তরুণ নস্কর সংবাদ মাধ্যমে জানান, কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্তের ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের কোনও বৈঠক হয়নি। এমনকি বোর্ড অফ স্টাডিজগুলির মতামত নেওয়া হয়নি (Online Exam)। তিনি আরো বলেন, ‘রাতারাতি এ ভাবে সিদ্ধান্ত বদল নিয়ে ইউজিসি প্রশ্ন তুললে, তার উত্তর দিতে পারবে তো বিশ্ববিদ্যালয়গুলো?’ পরীক্ষা পদ্ধতি নিয়ে আগামী ২০ মে বৈঠক ডেকেছে কলকাতা।

পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি দেবাশিস সরকার বলেন, ”করোনা পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই শেষ চারটি পরীক্ষা রাজ্যজুড়ে সম্পন্ন হয়েছে অভিন্ন পদ্ধতিতে (Online Exam)। এখন অনলাইন থেকে অফলাইনে বদলের সময়। রাজ্যস্তরে যদি অভিন্ন কোনও নির্দেশিকা না থাকে, তা হলে পড়ুয়াদের পাশের হার ও প্রাপ্ত নম্বরে বৈষম্যের আশঙ্কা থাকছেই।”

অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও অনলাইনে পরীক্ষার দাবীতে রাস্তায় নেমে আন্দোলন করছে। যদিও এ বিষয়ে নতুন কোন আপডেট পাওয়া যায়নি। এসম্পর্কিত আনন্দ খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করুন এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak.

আরও পড়ুন, চাকরীর চিন্তা বাদ দিয়ে, মাত্র ৫ হাজার টাকা দিয়ে ব্যাবসা শুরু করার মত একেবারে নতুন বিজনেস আইডিয়া।

Related Articles

One Comment

  1. Why on line exam.will be taken? It has no justification.All the colleges open from February and the graph of corona is too low. There is a scope of regular off line class in the colleges.In case of on line exam.paper has been solved by private tutor and there is no knowledge of the students in the subjects.Only degree has been obtained by them with high % knowing nothing.In future students will deprive and not getting any job, causing frustrated by them.Those who demands on line examination pl.clarify what is the reason behind this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button