WB Scholarship 2022 – পড়ুয়াদের জন্য সুখবর, এই স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবেন 7200 টাকা।

WB Scholarship 2022 – জেনে নিন কিভাবে করা যাবে আবেদন।

শিক্ষা হল জাতির ভিত্তি। আর এই শিক্ষা (WB Scholarship 2022) যদি সম্পূর্ণ না হয় তবে জাতি নিমজ্জিত হয় চরম অন্ধকারে। আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যারা সন্তানদের মেধা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা করাতে পারেন না। আর্থিক অবস্থা শিক্ষা গ্রহণের অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে আজ আলোচনা করতে চলেছে এমন একটি স্কলারশিপের সম্বন্ধে যেটিতে পশ্চিমবঙ্গের সকল জেলা থেকে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।

আজ আলোচনা করতে চলেছি আলো স্কলারশিপ (WB Scholarship 2022) নিয়ে। এটি একটি জনপ্রিয় স্কলারশিপ যেটি ২০০৭ সালের রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা শুরু করা হয়। তাদের মূল লক্ষ্য ছিল অর্থের অভাবে যাতে কোন বড়ুয়ার পড়াশোনা বন্ধ না হয় তা দেখা। বর্তমানে আলো ফাউন্ডেশন (স্থাপিত হয়- ২০১২ সালে) ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয় এই স্কলারশিপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আলো স্কলারশিপে আবেদনের বিস্তারিত তথ্য।

স্কলারশিপের নাম- আলো স্কলারশিপ (Aalo Scholarship)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা-
১) মাধ্যমিক পাশের পর একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। (WB Scholarship 2022)
২) মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা কলা (Arts) বিভাগে পড়াশোনা করলে ৭০ শতাংশ নম্বর এবং বিজ্ঞান এবং বাণিজ্য (Science & Commerce) বিভাগে পড়াশোনা করলে অবশ্যই ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।

পশ্চিমবঙ্গে অগ্নিবীর নিয়োগের র‍্যালি কবে ও কোথায়, কি কি লাগবে, বিস্তারিত জেনে নিন

কারা করতে পারবে না আবেদন?
১) যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২২ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারা এ বছরের জন্য এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। (WB Scholarship 2022)
২) তার সাথে সাথে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
স্কলারশিপ থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ-
স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীরা পাবেন বার্ষিক ৭২০০ টাকার আর্থিক অনুদান।

আবেদন পদ্ধতি-
১) শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে এই স্কলারশিপের জন্য আবেদন। এজন্য প্রথমে আবেদনকারীদের আলো ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট http://aalo.org.in/ ওপেন করতে হবে। (WB Scholarship 2022)
২) মেনু থেকে স্কলারশিপ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর যে ওয়েব পেজটি আসবে সেখান থেকে আলো স্কলাশিপের বার্ষিক অনুদানের জন্য প্রয়োজনীয় ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।

৪) এই ফর্মটিতে আবেদনকারীর নাম, ঠিকানা, পরিবারের বার্ষিক আয়, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, অ্যাকাডেমিক ডিটেইলস ইত্যাদি সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
৫. এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। (WB Scholarship 2022)
৬) ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করার পর প্রদান করা ইমেইল অ্যাড্রেসে একটি কনফার্মেশন মেইল আসবে। এটি ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দিতে হবে।

60% নম্বর পেলেই পড়াশোনার জন্য 50 হাজার টাকা স্কলারশিপ পাবেন, অনলাইনে আবেদন করুন

নির্বাচন পদ্ধতি-
আবেদনকারীদের পরীক্ষার নম্বর পরিবারের বার্ষিক আয় ইত্যাদি বিষয়গুলির উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীর নামের তালিকা (WB Scholarship 2022) আগামী নভেম্বর মাসে প্রকাশ করা হবে। তালিকায় উল্লেখ করা ছাত্র-ছাত্রীদের পরবর্তীকালে ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলে পাওয়া যাবে আলো ফাউন্ডেশনের তরফে এই স্কলারশিপ।

উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নাম দেখা যাবে এই ওয়েবসাইটে- http://aalo.org.in/
আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?
২০২২ সালের আলো স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী আগস্ট মাস থেকে। (WB Scholarship 2022)
আবেদনের জন্য ক্লিক করুন
প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

50 টাকার নোট করবে শ্রীবৃদ্ধি, পাওয়া যাবে 15 লাখ

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button