রেশন কার্ড নিয়ে বিরাট সুখবর, সুপ্রীম কোর্টের নির্দেশে লাভবান হবেন সাধারণ মানুষ।

রেশন কার্ড নিয়ে সুপ্রিম নির্দেশ, কি বলা হয়েছে?

সারা দেশের রেশন কার্ড (Ration Card) নিয়ে বড়সড় আপডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে। কি বলেছে সুপ্রিম কোর্ট? শীর্ষ আদালত নির্দেশ জারি করে বলেছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড (Ration Card) দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি হাসান উদ্দিন আমানুল্লাহ নির্দেশ জারি করে বলেছেন, রাজ্য সরকার এবং জাতীয় সুরক্ষা কমিশনের আওতায় সমস্ত পরিযায়ী শ্রমিকেরা যাতে সমস্ত সুবিধা পেতে পারে সেই দিকে নজর দিতে হবে।

প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকেরা করোনার সময় ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে এসেছিল। সেই সময়ে বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিল তারা। প্রসঙ্গত, করোনা সংক্রমনের লকডাউনের সময় বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকেরা নিজের রাজ্যে ফিরতে বাধ্য হয়েছিল। সেই সময়ে একদিকে কাজ চলে যাওয়া, অন্যদিকে সংসার চালানোর জন্য আয়ের বন্দোবস্ত করা, এই দুই পরিস্থিতির মধ্যে পড়ে যে সমস্যা তৈরি হয়েছিল তখন অন্ততপক্ষে এই রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সুরক্ষা আইনের আওতায় তারা কিছুটা হলেও সূরাহা পেয়েছিলেন। তবে পুরোপুরি সেই সমস্যার সমাধান হয়নি।

এখনো পর্যন্ত বহু পরিযায়ী শ্রমিক রেশন কার্ডের এই সুবিধা পান না। কেন্দ্রীয় সরকারের রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে, এখন পর্যন্ত ৮ কোটি শ্রমিকের কাছে Ration Card নেই। NFS- এর আওতায় ৭৮ কোটি উপভোক্তাকে আনা হয়েছে। এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, যে সমস্ত শ্রমিকেরা কার্ড পাননি তাদের রেশন কার্ড দেওয়ার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। আগামী তিন মাসের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের কার্ডের বন্দোবস্ত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

দেশের ৮০ কোটি মানুষ Ration Card এর মাধ্যমে নিয়মিত খাদ্যদ্রব্য সংগ্রহ করেন। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই রেশন কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের খাদ্যের সুরক্ষা প্রদান করা হয়ে থাকে এই রেশন ব্যবস্থার মাধ্যমে। এর মধ্যেই দেশজুড়ে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের ব্যবস্থা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তি রেশনে সামগ্রী তুলতে পারেন।

জাগো প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন প্রতিমাসে 5 হাজার টাকা।

বর্তমানে ই শ্রম পোর্টালে (E-Shram Portal) ২৮.৮কোটি পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। এখনো পর্যন্ত ৮ কোটি শ্রমিকের নাম নথিভুক্ত হয়নি। আর এই রিপোর্ট সামনে আসার পরেই সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করে জানায়, সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার বন্দোবস্ত করতে হবে।

জাগো প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন প্রতিমাসে 5 হাজার টাকা।

এদিকে সারা রাজ্য জুড়ে ২ টাকায় চাল দিচ্ছে রাজ্য সরকার। এর মেয়াদ আরও বাড়তে পারে বলে জানা গেছে। যদিও কেন্দ্র রাজ্যের পাওনা টাকা দিচ্ছেনা। তবুও গরীব মানুষ যাতে সরকারি পরিষেবা নিয়মিত পায়, তার জন্য বদ্ধ পরিকর রাজ্য সরকার।
Written By Satadal Ghosh.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button