Old Pension Scheme – বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা স্ট্যাটাস চেক করুন মোবাইল থেকে। নতুনদের বার্ধক্য ভাতার টাকা কবে পাবেন?

ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে Old Pension Scheme নিয়ে দেওয়া হলো বড় আপডেট। যুক্ত হতে চলেছেন আরো 50 হাজার নতুন আবেদনকারী। 1998 সাল থেকেই ভারত সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতার সূচনা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বয়সজ্যেষ্ঠ ব্যাক্তিদের তাদের বয়সকালে আর্থিক দিক থেকে সুবিধা প্রদান করা। আর্থিক অনুদানের মাধ্যমে তাদের পুষ্টি ও চিকিৎসা সরবরাহ করা।

Advertisement

Old Pension Scheme Beneficiary Increased

চলতি আর্থিক বছরে Old Pension Scheme এর জন্য 20 লক্ষ 65 হাজার মানুষের জন্য বরাদ্দ ছিল। কিন্তু তা বাস্তবে রূপান্বিত হয়নি। বাস্তবে 20 লক্ষ 15 হাজার মানুষকে বার্ধক্য-ভাতা দেওয়া হচ্ছে। সুতরাং এই মুহূর্তে 50 হাজার মানুষ বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত রয়েছেন যারা এখনো এই প্রকল্পের আয়তাভুক্ত হয়নি। বার্ধক্য-ভাতা কারা পাবে? 60 বছর বা তার বেশি বয়সঊর্ধ্য ব্যাক্তিদের বার্ধক্য ভাতা প্রদান করা হয়।

শারীরিকভাবে অক্ষম ব্যাক্তিদের ক্ষেত্রে 55 বছর নূন্যতম হলেই যথেষ্ট। এদের ক্ষেত্রে 60 বছর হওয়ার আবশ্যকতা নেই। এবং অবশ্যই যে রাজ্যের সরকার আপনাকে এই ভাতা প্রদান করছেন সেই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বার্ধক্য-ভাতা কে দেয়? Old Pension Scheme এর পুরো টাকাটাই রাজ্য প্রদান করেনা। এর কিছুটা প্রদান করে কেন্দ্র সরকার এবং বাকিটা প্রদান করে রাজ্য সরকার।

Ads

রাজ্যে শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024। কবে থেকে হবে পরীক্ষা জেনে নিন।

আগে 60 থেকে 80 বছরের ব্যাক্তিদের জন্য বার্ধক্য-ভাতা বাবদ প্রদান করা হতো 200 টাকা করে এবং 80 বছরের বেশি বয়স্কদের জন্য প্রদান করা হতো 300 টাকা। কিন্তু 2021 সালে রাজ্য সরকার এই বার্ধক্য ভাতা 1000 টাকায় এনে বৃদ্ধি করেছে। এই 1000 টাকাই যৌথভাবে কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে সমন্বয়ভাবে সুবিধাভোগীদের প্রদান করা হয়। তবে এই টাকার মধ্যে বেশিরভাগটাই প্রদান করে রাজ্য সরকার।

Advertisement

1000 টাকার মধ্যে 600-700 টাকাই রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করে। এখানেই রাজ্য সরকারের কোষাগারে চাপের সৃষ্টি হচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে থেকেও রাজ্য সরকার বরাদ্দকৃত টাকা সঠিক জায়গায় পৌঁছে দিতে চাইছে। তাই কেন্দ্রীয় বার্ধক্য-ভাতার এই অফিশিয়াল পোর্টালে রাজ্য সরকারের কর্মকর্তারা আরো 50 হাজার ব্যাক্তিদের নিবন্ধিকরনের কাজ শুরু করেছে।

Advertisement

সেই অনুযায়ী নতুন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ভাতার টাকা ঢুকতে শুরু করবে। আপনার পরিবার, বা আসে পাশেও যদি এমন কোনো ব্যাক্তি থেকে থাকেন যিনি বার্ধক্য-ভাতার থেকে এখনোও বঞ্চিত, তাদেরকে আপনারা এই বিষয়ে জানান দিয়ে টাকা পেতে সাহায্য করতে পারেন।
Written by Sathi Roy.

Ads

সম্পাদক

Leave a Comment

Advertisement