Old Note Sell – 1 টাকার নোট থাকলেই আপনি হতে পারেন লাখপতি! কিভাবে, জেনে নিন।
নিজের অজান্তেই হয়তো আপনার কাছে রয়েছে পুরনো নোট। এই Old Note Sell করেই আপনি হয়ে যেতে পারেন লাখপতি! কিন্তু উপায় না জানা থাকলে কি করে হবে। কিভাবে নোট বাছবেন, কোথায় বিক্রি করবেন বা কতই বা তার দাম – এই সব জানতে হলে দেখতে হবে আজকের এই প্রতিবেদন।
Old Note Sell করতে পারলে বিরাট লাভ!
আপনার কি পুরোনো নোট বা পয়সা জমানোর স্বভাব আছে? তাহলে সেই পুরনো কয়েন বা পুরনো নোটগুলি (Old Note Sell) বিক্রি করে আপনি আয় করতে পারেন বিপুল টাকা। বর্তমান সময়ে পুরনো দিনের নোট এখন আর বাজারে ব্যবহারযোগ্য না হলেও, এই ধরনের নোটের একটা আলাদা বাজার তৈরি হয়েছে।
অনেকেই আছেন যাঁরা পুরনো নোট ও কয়েন ক্রয় করতে পছন্দ করেন। তবে, ভারতে এখন এমন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখানে খুব সহজেই Old Note Sell করে খুব সহজেই আয় করতে পারবেন। আপনার কাছে যদি জমানো পুরানো ১ টাকার নোট থাকে, তবে তা বিক্রি করে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
তবে সেই নোটে কিছু বিশেষত্ব থাকতে হবে। সেই বিশেষত্বগুলি থাকলে টাকা আপনার হাতের মুঠোয়। বর্তমানে অনেক অনলাইন ওয়েবসাইটে এখন এক টাকার নোট লাখ টাকায় নিলাম হয়। আপনার কাছে যদি গোলাপী রঙের পুরনো ১ টাকার নোট থেকে থাকে, তাহলে অনলাইন সাইটে সেই নোট বিক্রি করে আপনি প্রচুর টাকা পেতে পারেন।
আজ থেকে LPG Price বেড়ে গেল অনেকটাই, কোথায় কত বাড়ছে, জেনে নিন।
‘ইবে’, ‘OLX’, ‘Quickr’ হল এমন কয়েকটি ওয়েবসাইট। অনলাইনে Old Note Sell করতে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে-
১. সবার প্রথমে Quickr বা OLX বা ইবে আপনার পছন্দের যে কোনও একটি ওয়েবসাইটের হোমপেজে যান।
২. হোমপেজে যাওয়ার পরে নিজেকে বিক্রেতা হিসাবে রেজিস্ট্রার করুন।
৩. সাইটে নীজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করুন।
৪. লগইন করার পরে বিক্রেতা হিসাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
৫. অ্যাকাউন্টটি তৈরি করার পরে, সেই ওয়েবসাইটে বিক্রির জন্য এক টাকার কয়েন বা নোটের একটি পরিষ্কার ছবি তুলুন।
পশ্চিমবঙ্গে বদলে গেল রেশন তোলার নিয়ম, হাতের ছাপ লাগবে না, দোকানে যাওয়ার আগে জেনে নিন।
সেই ছবিগুলো অনলাইনে আপলোড করতে হবে, তাই ছবি যেন স্পষ্ট হয়, সেদিকে খেয়াল রাখবেন।
৬. এবার অনলাইন প্ল্যাটফর্মে নিজের তোলা সেই নোটের ছবি আপলোড করুন।
৭. ছবি আপলোড করার সাথে আপনি নোটটি কত দামে বিক্রি করতে চাইছেন, সেটিও লিখে দেবেন।
৮. যেসব ক্রেতারা এই নোট কিনতে চাইছেন, তারা সরাসরি আপনার বিজ্ঞাপন দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন।
Written by Parna Banerjee.
পুরনো 1 টাকার নোট আছে, ওটার দাম তাও কত হতে পারে?
পুরনো 1 টাকার নোট এর দাম তাও কত হতে পারে?