Old Coin Sale : ২ টাকার কয়েন করবে বাজিমাৎ, বাড়ি বসেই হতে পারেন ৫ লাখ টাকার মালিক

Old Coin Sale : কোথায় গিয়ে বিক্রি করা যাবে এই পুরনো কয়েন? জানুন বিস্তারিত

অতিমারী পরিস্থিতিতে অনেক মানুষকেই অভাবের সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয়েছিল (Old Coin Sale)। পেটের দায়ে বেছে নিতে হয়েছিল নতুন কোনও পেশা। অতিমারীর প্রভাব কিছুটা কমলেও বাড়িতে বসে বিনা পরিশ্রমে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে ভবিষ্যত নিয়ে চিন্তা কিছুটা হলেও কমে। আজকে এই প্রতিবেদনে বলা হবে, কীভাবে পুরনো কয়েন বিক্রি করে ৫ লাখ টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন, ১ টাকার এই স্পেশাল পুরাতন কয়েন থাকলেই আপনি পাবেন এক লক্ষ টাকা, অনলাইনে বেচতে প্রেস করুন

অনেকেই আছেন যারা শুধুমাত্র শখের বশে পুরনো কয়েন, টাকা জমিয়ে থাকেন। আবার অনেকের কাছে পুরনো কয়েন (Old Coin Sale) থাকা সত্বেও তার মূল্য ঠিক কতটা, তা বুঝে উঠতে পারেন না। কয়েনের পরিবর্তে নতুন কোনও জিনিস কিনে ফেলেন। কিন্তু একটি পুরনো কয়েন বিক্রি করার মাধ্যমে পাওয়া যাবে ৫ লাখ টাকা। কত টাকার কয়েন হতে হবে? কোথা থেকেই বা কয়েন বিক্রি করা যাবে? তা জানেন না? তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কত টাকার কয়েন হতে হবে –
মাত্র ২ টাকার কয়েন (Old Coin Sale) বাড়িতে বসেই ৫ লাখ টাকা আয় করার সুযোগ করে দেবে। তবে ভারতে এই পুরনো ২ টাকার কয়েনটিতে লেখা থাকবে একটি নিদিষ্ট সাল। হ্যাঁ, ২ টাকার কয়েনটি ১৯৯৪ সালের তৈরি হতে হবে। কয়েনটির পেছনে থাকতে হবে ভারতের তেরঙ্গা।

কোন ওয়েবসাইটে বিক্রি করা যাবে এই কয়েন –
Quickr বা কুইকার ওয়েবসাইটে এই ২ টাকার কয়েনের (Old Coin Sale) দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। এই ওয়েবসাইটে গিয়ে কয়েনটি বিক্রি করা হলে বাড়িতে বসেই বিক্রেতা পেয়ে যাবেন ৫ লাখ টাকা। তাও আবার কোনও রকম পরিশ্রম ছাড়াই।

উল্লেখ্য, ভারত স্বাধীনতা প্রাপ্তির আগে মহারানী ভিক্টোরিয়ার ছবি যুক্ত কয়েন বিক্রি করা হয় ২ লাখ টাকায়। এছাড়া পঞ্চম জর্জের ছবি সংবলিত ১৯৯৮ সালের একটি কয়েন ৯ লাখ টাকায় বিক্রি করা হয়। কয়েন (Old Coin Sale) বাজার ওয়েবসাইট থেকে এই ধরণের কয়েন বিক্রি করা হচ্ছে।

বিশেষ সতর্কতা –
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) -এর তরফ থেকে কয়েন (Old Coin Sale) বিক্রির ক্ষেত্রে বিশেষ সতর্কবাণী দেওয়া হয়েছে। বলা হয়েছে, এক্ষেত্রে অনেকে জাল নোট বা কয়েন বিক্রি করে থাকেন। তাই সকলকেই বলা হয়েছে প্রতারণার জালে যাতে পা না ফেলেন কেউ।

আরও পড়ুন, এই সপ্তাহে যারা Jio তে আনলিমিটেড প্ল্যান রিচার্জ করবে, ১০০ টাকা ছাড় পাবে, Cashback

আপনার কাছেও যদি এই কয়েন (Old Coin Sale) থাকে, তাহলে নিমেষের মধ্যে আপনিও হতে পারবেন ৫ লাখ টাকার মালিক। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written By Manika Basak.

Related Articles

35 Comments

  1. I’m interested for Aadhar card franchises and Indian Post Office franchises(both inlet & outlet type);Kindly inform me in detail with your mail id & cont.no. how to apply for above immediately.
    With regards,
    Govind, Kolkata south
    ms.govindb@rediffmail. com;

    1. Note sale krbo kivbe ,, prossed ta ki ace ..( how is to the prosed of old coin ,,nd note sale ..social side .? Tell me

    1. আমার কাছে একটা 150 বছরের পুরনো 1 পয়সার কইন আছে পইসাটি রানী ভিক্টোরিয়ার আমলের এমনকি এতে রানী ভিক্টরিয়ার ছাপ আছে এই কোইন টি কি আমি বিক্রি করতে পারি আর এর কত মূল্য হবে একটু বলতে পারলে খুবই উপকৃত হতাম

  2. Note sale krbo kivbe ,, prossed ta ki ace ..( how is to the prosed of old coin ,,nd note sale ..social side .? Tell me

  3. আমার কাছে একটা কয়েন আছে ভিক্টোরিয়া ইমপ্রেস ব্রিটিশ শাসনের সময়ে তৈরি রানি ভিক্টোরিয়া বদলে ভিক্টোরিয়া ইমপ্রেস রাখা হয়েছিল আমার কয়েন টি রুপার তৈরি আমি এইটা বিক্রি করতে চাই/01960047036

  4. I have 786 no note 100rupis and 50rupis. I have so many old coin and note. Im looking for sale. Any one is interesting please contract my number -: 9874578743 on whatsApp
    My name :- Abhijit Chakraborty

  5. I have some old coins.1rs.Queen Victoria and V/Vl George coins10 pcs.2rs.coins.1993 to 2000 years.24 pcs.5rs.Mata Vaishnodebi coins 2pcs.Now I can sale these coins My cont.no.9564546515/9933531062

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button