Old Coin Sale: বাড়িতে পুরোনো নোট বা কয়েন থাকলে বাড়ি বসে আপনিও হবেন কোটিপতি। অনলাইনে বিক্রি করার সঠিক পদ্ধতি জেনে নিন
Old Coin Sale Online Process
অনেকেই হয়তো জানেন না পুরনো কয়েন কিংবা নোট বিক্রয় করে (Old Coin Sale) রাতারাতি কোটিপতি হওয়া যায়। আসলে আমাদের সবার বাড়িতেই কমবেশি পুরনো নোট কিংবা কয়েন থাকে। কিন্তু সেগুলি সঠিক ভাবে ব্যবহার আমরা করি না। তাই সেগুলি দীর্ঘদিন পড়েই থাকে। তবে এই সিক্রেট ট্রিকস জেনে গেলে আপনি অবাক হবেন নিশ্চিত। আসলে বাড়িতে পড়ে থাকা পুরনো নোট কিংবা কয়েন (Indian Currency) বাড়ি বসে অনলাইনে বিক্রি করতে পারেন। পুরোনো কয়েন বিক্রি করে লাভবান হবেন বাড়ি বসেই।
Old Coin Sale In India
আসলে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট কিংবা কয়েন বিক্রি হয়। এই কথা মনে রাখা দরকার, যেকোনো নোট বা কয়েন থেকে কিন্তু আপনি লাখ টাকা পাবেন না। এর জন্য আপনার কাছে থাকতে হবে বিশেষ ধরনের নোট অথবা কয়েন। এখন ভাবছেন কি রকমের? আসুন সেই বিস্তারিত জানা যাক।
আরও পড়ুন: ফ্রিতে UPI Transaction-এর দিন শেষ! টাকা লেনদেন করলেই দিতে হবে চার্জ। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?
আপনার কাছে যদি ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ বা ২০০০ টাকার নোট থাকে, আর তার উপর যদি লেখা থাকে ‘৭৮৬’ নম্বর, তাহলে অনলাইনে সেই নোট আপনি বিক্রি করে ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
কেন নোট লেখা ৭৮৬ নম্বরের এত মূল্য?
এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, হঠাৎ করে কেন ৭৮৬ নম্বরের এত মূল্য? আসলে এই সংখ্যাটি হল ইসলাম ধর্মে পবিত্র সংখ্যা। অন্তত তেমনটাই মানা হয়। এটি শুভ এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। শুধু তাই নয়, হিন্দু ধর্মে ৭৮৬ নাম্বারকে ত্রিমূর্তি বা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের প্রতীক হিসেবেও ধরা হয়। তাই বুঝতেই পারছেন বিভিন্ন ধর্মের মানুষ দের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই সংখ্যাটি। আর সে কারণেই এই বিশেষ ৭৮৬ নম্বর যুক্ত নোট বা কয়েন সংগ্রহ করতে মানুষ আগ্রহী থাকেন মানুষ। এর বিনিময়ে লাখ লাখ টাকাও খরচ করতে প্রস্তুত থাকেন তাঁরা।
আরও পড়ুন: 22K ও 24K সোনার দামের মধ্যে কি পার্থক্য আছে? কোনটি সবচেয়ে বিশুদ্ধ ও টেকসই জানুন
অনলাইনে কিভাবে বিক্রি করবেন?
আসুন এবার জেনে নেওয়া যাক আপনার কাছে থাকা নোট কিংবা কয়েনে ৭৮৬ নম্বর থাকলে সেই পুরনো মুদ্রা আপনি কিভাবে বিক্রি করবেন? বাড়ি বসে অনলাইনে কিভাবে এগুলি বিক্রি করা সম্ভব।
- এর জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন প্ল্যাটফর্মে। এর জন্য OLX, Quikr বা eBay-এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলোকে বেছে নিন।
- এরপর আপনার কাছে থাকা নোট বা কয়েনের পরিষ্কার করে ছবি তুলুন, যাতে ৭৮৬ নম্বর স্পষ্ট বোঝা যায়।
- এবার ওয়েবসাইটে যান আর ‘সেল’ অপশন সিলেক্ট করে আপনার নোট বা কয়েনের বিজ্ঞাপন দিন। তার সাথে সঠিক দাম উল্লেখ করুন।
- আগ্রহী ক্রেতারা আপনার এই বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করবে, কথাবার্তা বলে আপনি সেই নোট বিক্রি করতে পারবেন।
উপসংহার: অনলাইনে নোট কিংবা কয়েন বিক্রি করার ক্ষেত্রে অনেক সময় প্রতারণার ফাঁদ পাতা থাকে। তাই অবশ্যই দেখে বুঝে তবেই এগোবেন। বিশ্বস্ত ওয়েবসাইটে গিয়ে নোট বিক্রিতে অগ্রসর হন। অচেনা ওয়েবসাইট এড়িয়ে চলাই ভালো।