Old coin sale India : ১ টাকার এই স্পেশাল পুরাতন কয়েন থাকলেই আপনি পাবেন এক লক্ষ টাকা, অনলাইনে বেচতে প্রেস করুন

Old coin sale India : বাড়িতে বসেই বিনা পরিশ্রমে পাওয়া যাবে ১ লক্ষ টাকা। জানুন বিস্তারিত

অতিমারী আবহে বহু মানুষ ভিন্ন ভিন্ন পেশা বেছে নিচ্ছেন (Old coin sale India)। আবার অনেকে অফিসে বসে ৯ – ৫ টার কর্ম জীবন বেছে নিয়েছেন। উদ্দেশ্য একটাই পরিবারের সদস্যদের ভবিষ্যতে যেন কোনো কাজ করতে গিয়ে টাকা পয়সার অভাব না হয় এবং সংসারে যেন অভাব না থাকে। তবে আপনি কি জানেন সারাদিন অক্লান্ত পরিশ্রম না করেও হয়ে যেতে পারেন লাখপতি!

অনেকে এমনও আছেন যারা ৬ ঘন্টার অক্লান্ত পরিশ্রম করতে একদমই চান না। কিন্তু পরিবারের কথা ভেবে টাকা রোজগার (Old coin sale India) করে থাকেন। তাদের জন্য এই খবরটি সুখবর বয়ে আনবে। কারণ আজকে এই প্রতিবেদনে বলা হবে কিভাবে বাড়িতে বসেই বিনা পরিশ্রমে লাখ টাকা রোজগার করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

পুরোনো কয়েন বা টাকা জমানোর ইচ্ছে অনেকেরই থেকে থাকে। শখের বশে পুরোনো কয়েন (Old coin sale India) জমানোর অভ্যেস যেকোনো ব্যক্তিকেই করে দিতে পারে কোটিপতি। তবে যেকোনো পুরোনো কয়েন বেচলেই যে মোটা অংকের টাকা পাওয়া সম্ভব তা নয়। কয়েনে থাকতে হবে কোনো নির্দিষ্ট সংখ্যা বা ছবি। তবেই তার চাহিদা অনুযায়ী পাওয়া যাবে টাকা। তাও আবার বাড়িতে বসেই।

কোন ধরণের পুরোনো কয়েনের মাধ্যমে পাওয়া যাবে টাকা –
ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ বা রানী ভিক্টরিয়ার ছবি যুক্ত কোনো ১ টাকার কয়েন (Old coin sale India) থাকলে তার মাধ্যমে পাওয়া যাবে টাকা। তবে তার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বিক্রেতা হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

কোথায় বিক্রি করা যাবে পুরোনো কয়েন –
ইন্ডিয়ামার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটে গিয়ে কিছু নিয়ম কানুন মেনে বিক্রি করা যাবে এই পুরোনো কয়েন (Old coin sale India)। তবে তার জন্য প্রথমে অনলাইন বিক্রেতা হিসেবে নিজের নাম রেজিস্টার করতে হবে। এরপর কয়েনের দুদিকের ছবিই তুলে আপলোড করতে হবে। পরিষ্কার ভাবে ছবি তুলে আপলোড করার পরে ঠিকানা, ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে।

2 টাকার এই স্পেশাল কয়েন বিক্রয় করে ৫ লাখ টাকা পাবেন, অনলাইনে বেচতে এখানে ক্লিক করুন

এরপর সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে। শেষে কয়েনের দাম লিখে ছবি আপলোড করতে হবে। ক্রেতারা এই ব্যাপারে বিক্রেতাদের সাথে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে নেবেন। আপনার কাছেও যদি এরকম কয়েন (Old coin sale India) থাকে এবং চান বাড়িতে বসে বিনা পরিশ্রমে মোটা অংকের টাকা রোজগার করতে তবে এই পন্থা বেছে নিতেই পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written By Manika Basak.

পশ্চিমবঙ্গ রাজ্য লটারির ফলাফল অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button