Oasis Scholarship

পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু স্কলারশিপ স্কিম চালু করেছে। তার মধ্যে অন্যতম হলো ওয়েসিস স্কলারশিপ(Oasis Scholarship). প্রতিবছর প্রচুর ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন জমা করেন(Oasis Scholarship). এই স্কলারশিপের সাহায্য পান। নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

অনেক ছাত্র-ছাত্রী চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩ -২৪ সালে আবেদন করেছিলেন। তাঁরা অপেক্ষায় আছেন, কবে তাঁদের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা আসবে। ছাত্র-ছাত্রীদের জন্য এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট। কবে ওয়েসিস স্কলারশিপের(Oasis Scholarship) টাকা আসবে, কিভাবে সেই টাকার আপডেট চেক করতে পারবেন সমস্ত তথ্য ‌ আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।

রাজ্যের যুবশ্রী প্রকল্পে নাম তুলবেন কিভাবে? প্রতিমাসে 1500/- টাকা ও সরকারি ট্রেনিং পেতে এইভাবে আবেদন করুন

Oasis Scholarship 2023-24 | ওয়েসিস স্কলারশিপ ২০২৩-২৪

পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ স্কলারশিপ ওয়েসিস বৃত্তি প্রকল্প(Oasis Scholarship). এই বৃত্তিকে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলা চলে। দশম শ্রেণী পাস করলে এই স্কলারশিপ এর আর্থিক সাহায্য পান(Oasis Scholarship). স্কলারশিপের অর্থের ৬০ শতাংশ টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।

আর বাকি ৪০ শতাংশ অর্থ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। রাজ্যবাসী তপশিলি জাতি উপজাতি ও ওবিসি অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের(Oasis Scholarship) টাকা পেয়ে থাকেন তাঁদের উচ্চশিক্ষা অর্জনের জন্য। অনেক ছাত্র-ছাত্রী গত শিক্ষাবর্ষে ‌২০২৩-২৪ বৃত্তির সাহায্য পাওয়ার জন্য আবেদন করেছিলেন।

কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। চলতি বছরের জন্য ২০২৪-২৫ নতুন করে আবেদন শুরু হয়ে গিয়েছে। ‌যারা এখনো স্কলারশিপ এর টাকা পাননি তাঁরা কবে, কিভাবে পাবেন এবং কিভাবে চেক করবেন, সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে‌।

ট্যাবের জন্য বরাদ্দ হলো ১৫০০ কোটি টাকা। ছাত্র ছাত্রীরা পাবে ১০০০০ টাকা করে

Oasis Scholarship New Update

ওয়েসিস স্কলারশিপের(Oasis Scholarship) আবেদনরত একজন দশম শ্রেণীর ওবিসি পড়ুয়া ৪০০০/- টাকার স্কলারশিপ পান। যার মধ্যে ১৬০০ টাকা দেয় কেন্দ্রীয় সরকারের এবং বাকি ২৪০০/- টাকা দেয় রাজ্য সরকার। ইতোমধ্যে খবর, আগের অর্থাৎ ২০২৩-২৪ বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়েসিস স্কলারশিপ(Oasis Scholarship) এর পেমেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য ফাইল জেনারেট করে দেওয়া হয়েছে।

ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রী স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়ার কথা সেটা। আর তাই টাকা পাওয়ার জন্য কিছুদিন আরও অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। জানতে পারবেন আর কতদিন পরে তাঁরা টাকা পাবেন সে বিষয়ে।

সম্প্রতি যে আপডেট পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই একটা লট ফান্ড ছাড়া হবে। আগস্ট মাসের শেষের দিকেই ফান্ড ছাড়া হতে পারে। সবার প্রথমে কোন জেলাগুলি প্রাধান্য পাবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের মধ্যে স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।

তাই এখনো পর্যন্ত বৃত্তির টাকা যারা পাননি তারা চিন্তা করবেন না। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা স্কলারশিপ-এর অর্থ পেয়ে যান। সরকারি দপ্তরে অনুদান চলে এলেই ‌ ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারেন। স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিষয়ে নতুন আপডেট পেতে পারেন। ‌