পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ছুটি, আবার 3 দিনের জন্য বন্ধ থাকবে। তবে কবে, কারা পাবেন? জানতে দেখুন।
রাজ্য সরকারি কর্মীদের ছুটির চমকে আনন্দের ফোয়ারা ছুটছে সবার মনে।
অক্টোবরে পুজোর পর পুজো থাকায় রাজ্য সরকারি কর্মীদের বেশ ছুটি থাকে সারা মাস জুড়েই। আবার 17.10.2022 তারিখে নবান্ন থেকে 4252-F(P2) – মেমো নাম্বার দিয়ে নতুন করে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ছুটির ঘোষণা করা হলো। এর ফলে বেশ খুশি রাজ্যবাসী। তবে হঠাৎ কিসের এই ছুটি? কারা পাচ্ছেন এই ছুটি? জেনে নিন বিস্তারিত।
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ছুটি সংক্রান্ত বার্ষিক তালিকা বছর শুরুর আগেই ঘোষণা করা হয়ে থাকে। অর্থাৎ, 2022 সালের ছুটি তালিকা প্রকাশিত হয়েছিল 26.11.2021 সালে যার মেমো নাম্বার ছিল 3640-F(P2). উক্ত ছুটির তালিকার রাজ্যের ছুটির তালিকায় ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে কোন ছুটি উল্লেখ করা ছিল না।
পশ্চিমবঙ্গে বকেয়া DA এর চুলচেরা হিসেব, 2016 সালের পরেই 3 লাখ, তাহলে আগে কত?বিশদে জানুন।
তবে এবারে উক্ত তালিকায় রাজ্য সরকারি কর্মীদের বার্ষিক ছুটিতে আনা হচ্ছে সংশোধনী। এক্ষেত্রে বলা হচ্ছে, আগামী 27.10.2022 (বৃহস্পতিবার) তারিখে রাজ্য জুড়ে “পাবলিক হলিডে” ঘোষণা করা হল। তবে স্কুল গুলির ক্ষেত্রে কি হবে? রাজ্যের প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলির ছুটির তালিকায় এই ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে ছুটি আগে থেকেই তালিকাভুক্ত রয়েছে। তাই এর প্রভাব পড়বে না শিক্ষাক্ষেত্রে।
পশ্চিমবঙ্গে 38% DA দেওয়ার বিজ্ঞপ্তি নবান্নের, কোন কর্মীদের কত টাকা বাড়ছে বেতন, ভালো করে বুঝে নিন।
তবে প্রাথমিকে আবার ছুটি পড়ছে আগামী 24.10.2022 (সোমবার) থেকে। তার আগের দিন রবিবার। অর্থাৎ, হিসেব মতো 22.10.2022 (শনিবার) হচ্ছে শেষ স্কুল। আবার 4 দিনের ছুটির পরে প্রাথমিক বিদ্যালয় খুলবে 28.10.2022 (শুক্রবার)। এরপরেই প্রাথমিকে আবার ছুটি পড়ছে 2 দিনের। ছট পুজা উপলক্ষে আগামী 3010.2022 এবং 31.10.2022 প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এই 17.10.2022 তারিখের সংশোধনী বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার পশ্চিমবঙ্গে ছুটির ঘোষণা করেছে তাতে রাজ্য সরকারি কর্মীরাই শুধুমাত্র উপকৃত হবেন। এমন আরও আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না। আর আপনার মুল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.