Nokia NASA contract in 4G : মহাকাশে বসেও করা যাবে বাড়িতে ফোন, কীভাবে সম্ভব! জেনে নিন এক ঝলকে
Nokia NASA contract in 4G : মহাকাশ থেকে করা যাবে পৃথিবীতে ফোন। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি।
এবার থেকে মহাকাশচারীরা সরাসরি ফোন করতে পারবেন পৃথিবীতে। এটা অবশ্য আগেও করা যেত কিন্তু এবার নির্দিষ্ট কোনও নেটওয়ার্কের সাহায্যে নয় (Nokia NASA contract in 4G), 4G নেটওয়ার্ক ব্যবহার করে এটি করা যাবে। এই প্রকল্পের নেতৃত্বে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত নিশান্ত বাত্রা। নাসার সহযোগিতায় NOKIA এই প্রকল্পটি চালু করতে চলেছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন, গুগল এর পর ইউটিউব এক এক করে বন্ধ হচ্ছে সবই, তবে কি সারা বিশ্বে একঘরে হতে চলেছে এই দেশ।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম ব্রিটিশ নভোচারী টিম পিক মহাকাশ থেকে স্ত্রীকে ফোন করতে (Nokia NASA contract in 4G) গিয়ে ভুল করে রং নম্বরে ফোন করে বসেছিলেন। তবে বর্তমানে এই প্রকল্প চালু হলে বেতার তরঙ্গের সাহায্যে নয়, এর থেকেও আরও নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমের দ্বারা করা যাবে ফোন।
সূত্র অনুযায়ী, নিশান্ত বাত্রার মতে, মহাকাশে ফোরজি নেটওয়ার্কের সাথে সামঞ্জস্য বজায় রাখতে তৈরি (Nokia NASA contract in 4G) করা হচ্ছে একটি বিশেষ কার্যকরী ডিভাইস। নভোচারীরা এটিকে মহাকাশে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে পৃথিবীতে কল করতে পারবেন।
আরও পড়ুন, যে কোন চাকরিকেই পিছনে ফেলে দেবে এই ব্যবসা। পাবেন স্বল্প বিনিয়োগে বেশি মুনাফা।
এ ডিভাইসটি নেটওয়ার্ক সিস্টেমের (Nokia NASA contract in 4G) জন্য খুব নিরাপদ হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। মহাকাশে যদি 4G নেটওয়ার্ক চালু করা হয় তবে ভবিষ্যতে সেটি 5G নেটওয়ার্কেও রূপান্তরিত হতে বেশি সময় নেবে না। আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকবে এবং এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।