NMMSS Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ। পাবেন 12,000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন
কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় বৃত্তি প্রকল্প ন্যাশনাল মেরিট মিনস স্কলারশিপ (NMMSS Scholarship) দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার (Scholarship For Students). অনেক মেধাবী ছাত্র-ছাত্রী যারা আর্থিক প্রতিবন্ধকতার জন্য নিজেদের স্বপ্নপূরণ করতে পারছেন না, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া স্কলারশিপ প্রকল্পগুলি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, এর পাশাপাশি, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ স্কিম চালু করেছেন। প্রত্যেকটি প্রকল্প ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণ করছে।
Government Scholarship For Students 2024
আমাদের দেশের সমাজের অন্যতম বড় একটি সমস্যা হলো স্কুল ছুট। অনেক ক্ষেত্রেই দেখা যায় আর্থিক অভাবের কারণে পরিবারগুলি ছোট ছোট ছেলেমেয়েদের অনেক কম বয়সেই কর্মক্ষেত্রে নিযুক্ত করে দেন। যার ফলে ছেলে-মেয়েদের পড়াশোনা সম্পন্ন হয় না। আর তাই দেশের সরকার এই সমস্যা সমাধানের জন্য বৃত্তি প্রকল্প চালু করেছেন (Scholarship For Students).
কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝেছেন, দেশে শিক্ষার মান বাড়াতে গেলে এই সমস্যার সমাধান করা অতি অবশ্যই প্রয়োজনীয়। বিশেষ করে এই সমস্যা গ্রামের দিকে অত্যন্ত প্রকট।
শহরাঞ্চলে এই সমস্যা খুব একটা দেখা যায় না। আবার অনেক সময় লক্ষ্য করা যায়, কোনো একটি পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো কিন্তু পারিবারিক সচ্ছলতা না থাকায় তাঁদের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায়, তারা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। ফলে এই শিক্ষার্থীদের স্বপ্নপূরণ বাধাপ্রাপ্ত হয়। তাই আপনিও যদি নিজ সন্তানকে সঠিকভাবে পড়াশোনা করাতে চান কিন্তু অর্থের অভাবে বারংবার পিছিয়ে যাচ্ছেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আপনি একেবারেই চিন্তা করবেন কারণ, জনসাধারণের পাশে রয়েছে সরকার।
আর কেন্দ্রীয় সরকারি স্কলারশিপে আপনার সন্তানের পড়াশোনা কখনোই বাধাপ্ত হবে না। পড়াশোনাকে সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের তরফে দেওয়া হবে ১২,০০০ টাকার বৃত্তি। কিভাবে পাবেন আর কারা পাবেন সেই বিষয়ে আলোচনা করা হল। তাই এখন যারা মেধাবী ছাত্র-ছাত্রী তাদের আর চিন্তা নেই। চলতি বছরেও কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেবে। কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপ প্রকল্পে? কারা স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য? কিভাবে জমা করতে হবে আবেদন? সম্পূর্ণ তথ্য জানতে আজকের এই প্রতিবেদন পড়ে নিন।
প্রধানত, ভারতবর্ষে প্রতিনিয়ত বাড়তে থাকা স্কুলছুট সমস্যার সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকার স্কলারশিপের (Scholarship For Students) ব্যবস্থা করেছে। ভারতবর্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এর তরফে গৃহীত এই উদ্যোগকে প্রশংসা করতেই হয়। যে সকল পড়ুয়া এই স্কলারশিপের আওতায় আসবেন তাঁদের বার্ষিক ১২,০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এই নামজাদা প্রকল্পের আওতায় প্রায় এক লাখ স্কলারশিপ দেওয়া হয়েছে। যারা চলতি শিক্ষাবর্ষ ২০২৪-২৫ সালের ‘ন্যাশনাল মিনস-মেরিট স্কলারশিপ স্কিম’ (NMMSS) এর জন্য আবেদন জানাতে চাইছেন, সেই সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা নিজেদের আবেদন জমা করতে পারবেন ৩১শে অক্টোবর পর্যন্ত। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত মোট ৮০ হাজারের বেশি নতুন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নিজের আবেদন জমা করেছেন।
Central Government Scholarship Eligibility
এই স্কলারশিপের আবেদন জানানোর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন? ১) নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য নিজ আবেদন জমা করতে পারবেন। স্কলারশিপ স্কিমে আবেদন জানানোর জন্য শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩,৫০,০০০ টাকার কম। তবে আপনি এই স্কলারশিপ পাওয়ার যোগ্য।
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা প্রতিমাসে ৪০০০ টাকা পাবে। আবেদন করুন জগদীশ
Central Government Scholarship Application
১) ন্যাশনাল মিনস-মেরিট স্কলারশিপে আবেদন জমা করার জন্য আবেদনকারীদের প্রথমে এনএসপি পোর্টালে ভিজিট করে এককালীন রেজিস্ট্রেশন (ওটিআর) করতে হবে ২) এরপর শিক্ষার্থীদের আবেদন করতে হবে নির্বাচিত বৃত্তি প্রকল্পের জন্য। ৩) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। ৪) পোর্টাল থেকে আবেদনপত্রটি ফিল আপ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সাবমিট করে দিতে হবে। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনিও স্কলারশিপ পেয়ে যাবেন।