NIT Recruitment 2022 : সকল চাকুরিপ্রার্থীদের জন্য সেরা সুযোগ! উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিক্ষা দপ্তরে বড় নিয়োগ।
NIT Recruitment 2022 : উচ্চমাধ্যমিক পাশেই মিলবে NIT -তে চাকরি, জানুন আবেদনের শেষ তারিখ।
রাজ্যের চাকুরিপ্রার্থী অপেক্ষা এবার শেষ হতে চলেছে (NIT Recruitment 2022)। কারণ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অ্যাডভারটাইজমেন্ট নম্বর Advt. No. NITD/Estt./02/10/Non-Teaching/2022। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (NIT) -এ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এটি। নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। এছাড়া আবেদনের শেষ তারিখ জানতে হলে অবশ্যই এই খবরটি পুরোটা পড়তে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হতে হলেই আবেদন করতে পারবেন।
নিয়োগ পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ১৪ টি (UR- ১০ টি,OBC- ৩ টি,EWS -১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে (NIT Recruitment 2022)। সাথে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিটের কাজ এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩৫ টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ২২ টি (UR- ১২ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ৫ টি, EWS- ১ টি, PWD- ১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে নোটিশে উল্লেখিত B.E/B. Tech / MCA কোর্স করা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- টেকনিশিয়ান
মোট শূন্যপদ- ২৫ টি (UR- ১১ টি, SC- ৩ টি, ST- ১ টি, OBC- ৭ টি, EWS- ২ টি, PWD- ১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- সায়েন্সে যেকোনো স্বীকৃত (NIT Recruitment 2022) বোর্ড থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- সিনিয়র টেকনিশিয়ান
মোট শূন্যপদ- ১২ টি (UR- ৭ টি, OBC- ৩ টি, EWS- ১ টি, PWD- ১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- সায়েন্সে যেকোনো স্বীকৃত বোর্ড (NIT Recruitment 2022) থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- অফিস অ্যাটেনডেন্ট
মোট শূন্যপদ- ৫ টি (UR- ৩ টি, SC- ১ টি, ST- ১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- ল্যাব অ্যাটেনডেন্ট
মোট শূন্যপদ- ১১ টি (UR- ৬ টি, SC- ১ টি, ST- ১ টি, ওবিসি- ৩ টি, EWS-১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- সুপারিনটেনডেন্ট
মোট শূন্যপদ- ৪ টি (UR)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখার স্নাতক কোর্সে প্রথম বিভাগ বা 1st class পেতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ১ টি (OBC)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি পাশ হতে হবে। এছাড়া কাজের ক্ষেত্রে স্টেনোগ্রাফারে প্রতি মিনিটে ১০০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- SAS অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ১ টি (EWS)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কোনও প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল (NIT Recruitment 2022)এডুকেশনে প্রথম বিভাগ বা 1st class নিয়ে স্নাতক ডিগ্রি পাশ করা হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- লাইব্রেরী এন্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদের সংখ্যা- ১ টি (OBC)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ/ আর্টস/ কমার্স নিয়ে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স করা হতে হবে। এছাড়া লাইব্রেরী অ্যান্ড ইনফরমেসন সাইন্সে স্নাতক কোর্স করা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- জুনিয়ার ইঞ্জিনিয়ার
মোট শূন্যপদ- ২ টি (SC- ১ টি, OBC- ১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক (NIT Recruitment 2022) ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং -এ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে 1st class নিয়ে B.E/ B.Tech কোর্স করা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের নাম- স্টেনোগ্রাফার
মোট শূন্যপদের সংখ্যা- ১ টি (UR)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিটের কাজ জানতে হবে (NIT Recruitment 2022) এবং কাজের ক্ষেত্রে স্টেনোগ্রাফারে ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২২ এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদের বেতন- এই ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে পে লেভেল ৭ অনুসরে বেতন ঠিক করা হবে।
আবেদন পদ্ধতি- উপরোক্ত পদগুলিতে আবেদনকারীরা (NIT Recruitment 2022) শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করার সুযোগ পাবেন। NIT এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য লিঙ্ক নীচে দেওয়া হয়েছে। তবে আবেদন করার সময় অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর অবশ্যই দিতে হবে।
আবেদনের ফি- ল্যাব এটেনডেন্ট/অফিস এটেনডেন্ট পদের ক্ষেত্রে আবেদন ফি ৮০০ টাকা। অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা। SC/ST/ PWD/Ex- Serviceman এবং মহিলা প্রার্থীদের পদগুলিতে আবেদনের ক্ষেত্রে কোনও প্রকার ফি জমা দিতে হবে না।
আরও পড়ুন, মাত্র ৪৯ টাকার রিচার্জে চলবে সারা মাস, বিএসএনএল এর অবাক করা রিচার্জ প্ল্যান।
উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর নামক সংস্থায় বিভিন্ন পদে আবেদন করতে হলে আবেদনকারীকে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের নোটিশ এবং আবেদন করার লিঙ্ক- https://nitdgp.ac.in/p/careers