WBCHES HS Syllabus – উচ্চমাধ্যমিক সিলেবাস 2024-25 প্রকাশিত! মাধ্যমিক পরীক্ষার্থীরা আগে ভাগে PDF সংগ্রহ করে নিন

এবছর যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের মধ্যে একটা টেনশন কাজ করছিল (WBCHES HS Syllabus) সেমিস্টারে পদ্ধতিতে সিলেবাস ও প্রশ্ন ধরন কেমন হবে! যেহেতু তারা এই পদ্ধতিতে প্রথম তাই একটা চাপা টেনশন কাজ করছিল। যদিও প্রশ্ন প্যাটার্ন নিয়ে আগেই কিছুটা ধারণা দিয়েছিল পর্ষদ। প্রসঙ্গত, গত বছরগুলোতে মাধ্যমিক পাশ করবার পর ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হলে তাদের বছরে দুটো পরীক্ষায় বসতে হতো এই নিয়ম বহুবছর ধরে কার্যকারী ছিল।

New WBCHES HS Syllabus Launch PDF Download

কিন্ত সেই নিয়ম পরির্বতন হয়ে গিয়েছে। ২০২৪-২০২৫ বর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সেমিস্টার সিস্টেমের সঙ্গে বদলে যেতে চলেছে (WBCHES HS Syllabus) সিলেবাসও।

অর্থাৎ গতবছর যে সিলেবাসের ওপর একাদশ শ্রেণী পড়াশোনা করেছে এবছর তা পুরোপুরি বদলে দেওয়া হবে। সম্পূর্ণ নতুন সিলেবাস (WBCHES HS Syllabus) প্রকাশ করবে সাংসদ এবং এই নতুন সিলেবাস খুব দ্রুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেবে বলেছিল। অবশেষে বাংলার সিলেবাস আপলোড করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলাই হয়েছিল এবছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা আর হবেনা। তার বদলে সেমিস্টার পদ্ধতি চালু করা হবে। শুধু তাই নয় একাদশ শ্রেণীতেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। সেই সেমিস্টার পদ্ধতিতে কেমন টাইপের প্রশ্ন আসবে সেই বিষয়ে অবগত হয়েছে স্কুল ছাত্ররা।

সেমিস্টার পদ্ধতির নতুন সিলেবাসে (WBCHES HS Syllabus) প্রথম ভাষা বাংলা বিষয়ের সিলেবাস আপডেট দেওয়া হল। আপনারা চাইলে পি ডি এফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো। অনেক আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছিল। এখন সিলেবাস (Wbchse) প্রকাশ করেছে। তোমরা চাইলে নিচের দেওয়া লিংক থেকে পি ডি এফ ফাইল ডাওনলোড করে নিতে পারো।

নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে শুধুমাত্র ২০২৪-২৫ একাদশ এবং ২০২৫-২৬ দ্বাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হচ্ছে। তবে যারা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের ও তাদের পরবর্তী বছরগুলিতে যারা উচ্চমাধ্যমিক দেবে তাদের নতুন সিলেবাস (WBCHES HS Syllabus) অনুযায়ী পড়তে হবে। তবে যারা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক দেবে অর্থাৎ যারা ২০২৪ সালে একাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে তাদের পড়াশোনায় কোন কিছু বদলাবে না।

প্রচন্ড গরমে স্কুলের মিড ডে মিলের মেনুতে বদল। নতুন মেনুতে কী থাকছে? পড়ুয়াদের কী পছন্দ

সিলেবাস কি কি রয়েছে?

প্রথম সেমিষ্টারে রয়েছে একটি গল্প, দুইটি কবিতা, একটি প্রবন্ধ, একটি আন্তর্জাতিক গল্প ও একটি ভারতীয় কবিতা। এর মধ্যে আন্তর্জাতিক গল্পটি পুরনো সিলেবাসে ছিল। এবং দ্বিতীয় সিলেবাসে রয়েছে দুইটি গল্প, তিনটি কবিতা, একটি নাটক, তার সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক পাঠ। এর মধ্যে একটি গল্প ও একটি কবিতা পুরনো সিলেবাসে ছিল।

PNB Scholarship তথা পি এন বি স্কলারশিপ

নম্বর বিভাজন

নতুন সেমিস্টার পদ্ধতিতে কেমন ধরনের প্রশ্ন আসবে দেখে নেওয়া যাক :- একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে ৪০ নম্বর থাকবে MCQ টাইপের প্রশ্ন। এবং দ্বিতীয় সেমিস্টার ৪০ নম্বর বড় প্রশ্ন বা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন থাকবে। এছাড়াও এর সাথে রয়েছে ২০ নম্বরের প্রজেক্ট।

মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কোনটির রেজাল্ট কবে বেরোচ্ছে? কী জানালো পর্ষদ?

তোমরা যদি চাও বাংলা সিলেবাস ডাউনলোড করে নিতে পারো। যারা এখনো এই সম্পর্কে অবগত হয়নি তাদের এই ডাউনলোড করা পি ডি এফ দিয়ে সাহায্য করতে পারো। উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ বাংলা বাদেও অন্যান্য বিষয়ের সিলেবাস আপলোড করলে আমাদের পেজে আমরা সেই বিজ্ঞপ্তি তুলে ধরব। তারজন্য ফলো করুন এই পেজের সাথে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button