মমতার নতুন আবাস যোজনা রাজ্যে! কেউ বাদ যাবেনা, ধীরে ধীরে সবাই টাকা পাবে।
রাজ্যে আবাস যোজনা নিয়ে মমতা করে দিলেন নতুন নিয়ম। এই নিয়মে আবেদন করলেই আবাস যোজনা তথা PM Awas Yojona এর টাকা পেয়ে যাবেন সরাসরি আপনার একাউন্টে। রাজ্যে এই সরকারি প্রকল্প নিয়ে সব কিছু জানিয়ে দেওয়া হল। আসুন তবে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কি কি নতুন নিয়ম হল।
রাজ্যে আবাস যোজনার টাকা পাওয়া খুব সহজ করে দিল রাজ্য।
দেশের মানুষের বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে কেন্দ্র আবাস যোজনা তথা PM Awas Yojona এর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের মাধ্যমে সারা দেশে প্রচুর ঘর দেওয়া শুরু করেছে অনেক আগে থেকেই। তবে এই নিয়েও প্রচুর অভিযোগ উঠেছে অতীতে।
অনেকেই তুলেছেন স্বজন পোষণের কথা। তবে এবারে সেই দিক থেকে বিশেষ নজরদারি চালাতে শুরু করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর। এবারে কারা কারা এই টাকা পেতে পারে, তার একটা বিস্তারিত গাইডলাইন তৈরি করে দিয়েছে সরকার। আর এই নিয়ে যদি কোন রকমের দুর্নীতি ধরা পরে, তাহলে হতে পারে কঠোর শাস্তি।
কত সংখ্যক মানুষ পাবেন এই আবাস যোজনার টাকা?
তথ্য অনুসারে জানা গেছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার লখ্য পূরণী নিমিত্তে সরকার রাজ্যের 11 লক্ষ 36 হাজার 488 টি বাড়ি দেবার কথা বলেছে। এই সকল বাড়ি গুলি দেওয়া হবে গ্রামাঞ্চলের গরিব অসহায় মানুষদের জন্য। এক্ষেত্রে দুর্নীতিবাজদের চিহ্নিতকরণ করা হবে যাতে এই ধরণের প্রকল্পের সঠিক উদ্দেশ্য বাস্তবায়িত হয়।
কিভাবে চিহ্নিত করা হবে গ্রাহক?
রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের একটি লিস্ট তৈরি করে রেখেছে। তবে সেই লিস্টে নাম আছে 49 লক্ষ 22 হাজার। এতো বিপুল পরিমাণ নামের তালিকা থেকে কাদের দেওয়া হবে এই সরকারি আবাস যোজনার সুযোগ! এক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
আর এই নিয়েই হল আজকের প্রতিবেদনের মূল আলোচনা। এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ Ways to select Candidate এর বিষয়টি আলোচনায় দেখে নেওয়া যাক।
1. আবেদনকারীর পাকা বাড়ি থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
2. ইন্দিরা আবাস যোজনা, PM আবাস যোজনা ইত্যাদি কোন প্রকল্পের টাকা পেলে আবার এই আবেদন নেওয়া হবে না।
3. নাম ধরে ধরে আবেদনকারীর সকল তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
4. গ্রামে গ্রামে তৈরি করা হবে নতুন 5-10 জনের একটি দল। এরাই এই সকল কাজে সাহায্য করবে।
5. দলে রাখা হবে স্থানীয় সরকারি এবং গ্রামীণ লোকজনদের।
6. পরিবারের কেউ সরকারি চাকরীর সাথে যুক্ত থাকলেও এই টাকা পাওয়া যাবে না।
7. ইনকাম ট্যাক্স দিয়ে থাকলেও বাতিল করা হবে আবেদন।
দুর্নীতির কারনে রাজ্যে বন্ধ হয়ে গেল, রেশন দেওয়া। জনগনের মাথায় হাত। এবার কি হবে?
8. কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 50 হাজার টাকার বেশি ঋণ নেবার ক্ষমতা থাকলেও নেওয়া হবে না আবেদন।
9. বোট, স্টিমার, ইত্যাদি যন্ত্র চালিত নৌকা থাকলে ক্রয়া যাবে না আবেদন।
10. এই সকল যাচাইকরণের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলা শাসক, মহাকুমা শাসক, বিডিও দেরকেও যুক্ত করা হচ্ছে।
11. পারিবারিক মাসিক আয় 10 হাজারের বেশি হলে পাওয়া যাবে না এই টাকা।
এবার ডিমের দাম রেকর্ড ভাঙবে, গরিব মানুষ খাবে কি, হুশ নেই কারোর।
এই সকল নিয়ম কানুন মেনে আবেদন যোগ্য হলে তবে আবেদন করতে হবে। নাহলে অফিস থেকেই আবেদন বাতিল করে দেওয়া হবে। আর এক্ষেত্রে যদি কোন রকমের স্বজন পোষণ হয়, তাহলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এমন আরও বিষয়ে জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। আপনার কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.