New vacancy 2022 : কেন্দ্র সরকারের বড় নিয়োগ। এই সুযোগ হাত ছাড়া করলে সত্যিই পস্তাবেন।
New vacancy 2022 : কলকাতা সায়েন্স মিউজিয়ামে নিয়োগ, বয়সসীমা সর্বাধিক ৩৫, জানুন বিস্তারিত
সকল চাকুরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর (New vacancy 2022)। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কলকাতা সায়েন্স মিউজিয়ামে নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন, বাড়িতে গবাদি পশু থাকলেই মিলবে কমপক্ষে ৬০ হাজার টাকা। এসে গেলো সরকারের নতুন স্কীম।
এ বিষয়ে মিউজিয়ামে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, (New vacancy 2022) বয়সসীমা, আবেদন ফি সকল বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই পুরো লেখাটি পড়তে হবে।
নিয়োগ পদ- ১) কিউরেটর বি (Curator ‘B’)
২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (Assistant Executive Engineer)
৩) সেকশন অফিসার (Section Officer)
৪) অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I (Office Assistant Gr. I)
বয়সসীমা – কিউরেটর বি এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-এর পদে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩৫ বছর হতে হবে এবং সেকশন অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I পদে আবেদন করতে হলে (New vacancy 2022) আবেদনকারীর বয়স সর্বাধিক ৩০ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা – ১) কিউরেটর বি (Curator ‘B’)-
M.Sc.-তে 1st ক্লাস অথবা B.E. ডিগ্রি থাকতে হবে। এছাড়া B.Tech পাশ করা প্রার্থীরাও আবেদন যোগ্য হবেন এবং (New vacancy 2022) প্রত্যেক ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
শূন্যপদ – ৫ টি।
২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (Assistant Executive Engineer)-
1st ক্লাসসহ সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ব্যাচেলর ডিগ্রি পাশ করা থাকতে হবে।
শূন্যপদ – ১ টি।
৩) সেকশন অফিসার (Section Officer)-
এক্ষেত্রে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
শূন্যপদ – ২ টি।
৪) অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I (Office Assistant Gr. I)-
এক্ষেত্রেও যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শূন্যপদ – ১ টি।
বেতন- ১) কিউরেটর বি (Curator ‘B’)- পে লেভেল 10 অনুযায়ী বেতন প্রতি মাসে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (Assistant Executive Engineer)- পে লেভেল 10 অনুযায়ী বেতন প্রতি মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
৩) সেকশন অফিসার (Section Officer)- পে লেভেল 10 অনুযায়ী বেতন প্রতি মাসে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।
৪) অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I (Office Assistant Gr. I)- পে লেভেল 10 অনুযায়ী বেতন প্রতি মাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া – আবেদন করতে গেলে প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। এরপর নোটিশে দেওয়া ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। সাথে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি (New vacancy 2022)। তারপর সেটি খামে ভরে অফলাইন পদ্ধতিতে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা –
The Controller of Administration
National Council of Science Museums
Block- 33 GN, Sector-V, Salt Lake
Kolkata– 700091.
আবেদন ফি – কিউরেটর বি (Curator ‘B’) এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (Assistant Executive Engineer)- এই দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ৫০০ টাকা দিয়ে ফর্ম পাঠাতে হবে।
আরও পড়ুন, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর, সবাইকে টেট সার্টিফিকেট দেওয়া হবে।
সেকশন অফিসার (Section Officer) এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I (Office Assistant Gr. I)- এই দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ৩০০ টাকা দিয়ে ফর্ম (New vacancy 2022) পাঠাতে হবে।
আবেদন ফি জমা করার পদ্ধতি – ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবেদন ফি জমা করতে হবে।
আবেদন করার শেষ তারিখ – ২৪ মার্চ, ২০২২।
চাকুরি সংক্রান্ত অন্যান্য খবর পেতে এই ওয়েবসাইটে অবশ্যই নজর চোখ রাখতে ভুলবেন না।