Indian Oil Limited – গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ খরচ একসঙ্গে বাঁচাতে চান? দেরি না করে এখনি দেখুন।
Indian Oil Limited – দ্বিগুণ সাশ্রয় করতে বাজারে নতুন রূপে হাজির ইন্ডিয়ান অয়েল।
প্রতি মাসেই বাড়ছে পেট্রোপণ্যের (Indian Oil Limited) দাম। কার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্না করার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। বর্তমানে গৃহস্থে ব্যবহার্য এলপিজি গ্যাসের দাম ১ হাজার টাকার ওপরে। এমত অবস্থায় সবাই চান সিলিন্ডার কম খরচ করতে। তাই অনেকে ব্যবহার করে থাকেন ইন্ডাকশন ওভেন।
তবে সেদিকেও রয়েছে খরচের (Indian Oil Limited) ঝঞ্ঝাট। বিদ্যুৎ বিলের খরচ নেহাতই কম নয়। এমতাবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তুত ভারতের শীর্ষস্থানীয় তেল কোম্পানি ইন্ডিয়া অয়েল কর্পোরেশন। সম্প্রতি তারা বাজারে এনেছে এমন একটি সোলার স্টোভ যেটি সহজেই চার্জ করা যেতে পারে।
সোলার অর্থাৎ সৌরশক্তি চালিত স্টোভ (Indian Oil Limited) হওয়ায় ঘরে যে কোন স্থানে রেখেই এটি ব্যবহার করা যেতে পারে। সম্প্রতি পেট্রোলিয়া মন্ত্রী হরদীপ সিং পুরি তার সরকারি বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে সকলকে এই স্টোভের মাধ্যমে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছিল।
সৌরশক্তি চালিত এই স্টোভের নাম-
নতুন এই সোলার স্টোভের নাম দেওয়া হয়েছে ‘সূর্য নূতন’।
দারুণ সুযোগ! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই মিলবে ৬.৭ হারে সুদ
কিভাবে করা যাবে সংযোগ এবং ব্যবহার?
‘সূর্য নূতন’ নামে এই স্টোভটির সংযোগ একটি তারের সঙ্গে (Indian Oil Limited) বাইরে বা ছাদের সোলার প্লেটের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। তারপর সোলার প্লেট থেকে সৌরশক্তি পাইপ বা তারের মাধ্যমে সোলার স্টোভে আসবে। এরপর সৌরশক্তি প্রথমে এখানে তাপশক্তি আকারে থার্মাল প্লেটে সংরক্ষণ করা হবে। তার ফলে দিন-রাত যে কোনো সময়ই করা যাবে সমস্ত ধরনের রান্না।
কোথায় রাখা যেতে পারে এই স্টোভ?
এই স্টোভকে দিনের বেলায় সূর্যালোকে (Indian Oil Limited) রাখার প্রয়োজন পড়ে না। বরং ছাদের পিভি প্যানেল থেকে সৌরশক্তি নিয়ে চলে স্টোভ। রাতেও এতে রান্না করার কোন ঝঞ্ঝাট নেই। একই উপায়ে সেই সোলার প্যানেল থেকেই শক্তি সঞ্চয় করে করা সম্ভব যেকোনো রান্না। সুতরাং একবার বিনিয়োগ করে বিনা সঞ্চয়ে ২৪ ঘন্টা x ৩৬৫ দিন নেওয়া যাবে সুবিধা।
লঞ্চ হলো ষ্টেট ব্যাংকের তাক লাগানো প্ল্যান, মাসে 2 হাজার জমান, মেয়াদ শেষে পান 30 লাখ টাকা
‘সূর্য নূতন’-এর দাম কত?
ইতিমধ্যেই এই ‘সূর্য নূতন’ সোলার চালু করা হয়েছে। সারা দেশের মোট ৬০ টি জায়গায় আনার চেষ্টা করা হয়েছে। সংবাদ মাধ্যমে দেওয়ার তথ্য অনুযায়ী, স্টোভটির দাম (Indian Oil Limited) বর্তমানে ১৮ হাজার থেকে ৩০ হাজার টাকা হলেও সরকারি সাহায্যের পর তা কমে হবে ১০ থেকে ১২ হাজারের মধ্যে। এটি কমপক্ষে ১০ বছর দেবে বিন্দাস পারফর্মেন্সও।
তাহলে আর দেরি কিসের চটপট অর্ডার দিয়ে ফেলুন আপনার পরিবারের জন্য ‘সূর্য নূতন’ এবং করতে শুরু করুন দ্বিগুণ সাশ্রয়। আর প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
দারুন সুখবর, পোস্ট অফিসের MIS, PPF, SCSS বিভিন্ন স্কিমে লেনদেন সংক্রান্ত নয়া নিয়ম