পোস্ট অফিসে টাকা রাখলে অবশ্যই দেখুন। এবার থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ কাটবে একাউন্ট থেকেই।

সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন শ্রেণীর মানুষের অর্থনৈতিক দিক থেকে ভরসার এক অন্যতম নাম হল ভারতীয় পোস্ট অফিস। বর্তমানে ডিজিটালাইজেশন হবার ফলে পোস্ট অফিস সেজেছে নতুন সাজে। তবে সুবিধা দিতে গেলে বিভিন্ন ক্ষেত্রেই একটা চার্জ বা ফি নেওয়া হয়। সেই বিষয়গুলি একে একে জেনে নেওয়া যাক।

ভারতীয় পোস্ট অফিস এর গ্রাহক হলে অবশ্যই দেখুন।

দেশের প্রতিটি প্রান্তে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে সারা ভারত জুড়ে প্রায় 1.5 লক্ষেরও বেশি শাখা রয়েছে পোস্ট অফিসের। ভারতীয় Post office যেমন চিঠি, পার্সেল বিলির কাজ করে তেমন এটি একটি ব্যাংক হিসেবেও কাজ করে থাকে। এখানেও অন্যান্য ক্ষেত্রের মতো সেভিংস একাউন্ট থেকে শুরু করে সমস্ত পরিষেবায় দেওয়া হয়।

আপনি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা-তোলা, মেয়াদি সঞ্চয়, ঋণ গ্রহণ সংক্রান্ত কাজও হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে এখানে অর্থ বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। এছাড়া বিভিন্ন স্কিমে চমৎকার সুদের হারও দেয় পোস্ট অফিস।

পোস্ট অফিসের সুযোগ সুবিধা গুলি সম্পর্কে তো জানা গেল। কিন্তু Post office এর বিভিন্ন সার্ভিসের জন্য কত টাকা চার্জ করে গ্রাহকের থেকে? সে বিষয়ে আগে থেকে জেনে নেওয়া ভালো। আসুন সেগুলি বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক।

পোস্ট অফিসের সকল ধরণের গ্রাহকেরা সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, জাতীয় সঞ্চয় শংসাপত্র, টার্ম ডিপোজিট, জাতীয় সঞ্চয় মাসিক স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কিষাণ বিকাশ পত্রের মতো স্কিমে বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিসের গ্রাহকদের সার্ভিস চার্জ সম্পর্কে অবগত থাকা উচিত। পোস্ট অফিসের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, 8 টি বিভিন্ন ধরণের চার্জ নিয়ে থাকে Post office। প্রতিটি ক্ষেত্রে চার্জের পরিমাণের ওপর আলাদা করেই কর ধার্য করা হয়ে থাকে। আসুন সেগুলি জেনে নেই।

পাশবুক হারিয়ে ফেলে বা ছিড়ে গেল ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য প্রতিবারে 50 টাকা দিতে হয় গ্রাহককে। এছাড়া জমার রসিদ বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইস্যু করতে 20 টাকা করে লাগে। অর্থাৎ, একসঙ্গে উভয় নথি চাইলে Post office আপনার থেকে একবারে 40 টাকা চার্জ নিয়ে নেবে।

বিকৃত বা খারাপ হয়ে যাওয়া শংসাপত্রের বদলে নতুন পাস বই ইস্যু করতে রেজিস্ট্রেশন প্রতি 10 টাকা করে খরচ হবে। এদিকে শংসাপত্র না থাকলেও পাস বই ইস্যু করতে এই একই পরিমান সার্ভিস চার্জ লাগবে। এবার দেখে নেওয়া যাক অন্যান্য সার্ভিস চার্জগুলি।

প্রত্যেকেরই নিজের স্থায়ী বা অস্থায়ী সকল বিনিয়োগ, সেভিংস একাউন্টের সাথে নমিনি করে রাখা উচিত। প্রাথমিক ক্ষেত্রে এর জন্য কোন বাড়তি চার্জ লাগে না। তবে পরবর্তীকালে নমিনেশন বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে চার্জ 50 টাকা।

মধ্যবিত্তেরা অল্প অল্প করে কোথায় টাকা রাখলে সব দিক থেকে বেশি লাভবান হবেন?

ঠিকানা পরিবর্তন করতে গেলেও সার্ভিস চার্জ লাগে। আপনি যদি কোন কারণে নিজের বাসস্থান পরিবর্তন করেন, সেক্ষেত্রে নিজের একাউন্ট পরিবর্তন করতে হয়। এই একাউন্ট ট্রান্সফার করার ক্ষেত্রে চার্জ 100 টাকা নেওয়া হয়।

একাউন্ট বন্ধক রাখার জন্য ফি 100 টাকা। Post office এর তরফ থেকে সেভিংস অ্যাকাউন্টে এক বছরে 10 পৃষ্ঠার একটি চেক বই বিনামূল্যে পাওয়া যায়। এরপর চেক বই প্রতি 2 টাকা করে চার্জ দিতে হয় গ্রাহককে।

মাত্র 5000 টাকা পোষ্ট অফিসে রেখে, এই ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করুন।

এছাড়া আপনি যদি কাউকে অর্থ করতে গিয়ে চেক ব্যবহার করেন কিন্তু ঐ চেক ক্যাশ করতে গিয়ে যদি আপনার ঐ চেকটি বাউন্স হয়,  সেক্ষেত্রে 100 টাকা চার্জ ধার্য করা হয়। এছাড়াও চেক বাউন্স হলে আপনার ক্রেডিট লেভেলে খারাপ প্রভাব পড়ে। তাই এ বিষয়ে বিশেষ সতর্ক থাকুন।

আর্থিক নানা রকমের বিনিয়োগ, সরকারি ও বেসরকারি প্রকল্প, পড়াশোনা, নানা ধরণের স্কলারশিপ, টেলিকম নিউজ, রাজ্য সরকারি কর্মী তথা বিবিধ বিষয়ে আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নজরে রাখুন। আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button