New LPG Gas Connection – আজ থেকে ফের বাড়ল LPG গ্যাসের দাম, অতিরিক্ত কত টাকা চোকাতে হবে আমজনতাকে? New Price 2022.
New LPG Gas Connection – রান্নার গ্যাসের সাথে আর কিসের দাম বাড়লো জানেন?
ফের আমজনতার টান পড়লো পকেটে। গত কয়েক মাসে ধাপে ধাপে দাম বেড়েছে রান্নার এলপিজি গ্যাসের (New LPG Gas Connection)। আবারও আজ থেকে নতুন দাম কার্যকর করা হল এলপিজি-র ক্ষেত্রে। এবার থেকে রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত টাকা। তবে এক্ষেত্রে আপাতত এককালীন খরচ বৃদ্ধির কথাই ভাবা হয়েছে।
কিন্তু কেন বাড়লো সিলিন্ডারের দাম? (New LPG Gas Connection)
তেল বিপণনী বিভিন্ন সংস্থা (OMCs) নতুন সিলিন্ডারের সুরক্ষা বৃদ্ধি করেছে। যার ফলে বেড়ে গিয়েছে খরচ। ফলস্বরূপ আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। একটি রিপোর্ট থেকে উঠে এসেছে, ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের সিকিউরিটি অ্যামাউন্ট ৭৫০ টাকা বাড়ানো হয়েছে ৷
এবার থেকে পাঁচ কেজি সিলিন্ডারের জন্য দিতে হবে অতিরিক্ত ৩৫০ টাকা৷ শুধু তাই নয়, গ্যাস রেগুলেটরের দাম ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে (New LPG Gas Connection) ৷ এবার থেকে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত সুবিধাভোগীরা দ্বিতীয় সিলিন্ডার নিলেও চোকাতে হবে অতিরিক্ত টাকা ৷ রান্নার গ্যাসের কানেকশনের জন্য উপভোক্তাদের দিতে হতো ১৪৫০ টাকা।
উচ্চমাধ্যমিক পাশে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে রাজ্যজুড়ে বিপুল কর্মী নিয়োগ, জলদি করুন আবেদন
তবে এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী, উপভোগ তাদের দিতে হবে ২২০০ টাকা। সিলিন্ডারের সিকিউরিটি মানে হিসেবে জমা রাখতে হবে ৭৫০ টাকা (New LPG Gas Connection)। তার সাথে পাস বইয়ের জন্য জমা রাখতে হবে ২৫ টাকা, এলপিজি পাইপের জন্য ১৫০ টাকা এবং রেগুলেটরের জন্য ২৫০ টাকা।
পহেলা জুলাই থেকে সপ্তাহে 3 দিন ছুটি, দিনে ১২ ঘন্টা কাজ, দুবার বেতন বৃদ্ধি, জানুন বিস্তারিত
সুতরাং প্রথম গ্যাস সিলিন্ডার কানেকশন নিতে গেলে উপভোক্তাকে খরচ করতে হবে মোট ৩৬৯০ টাকা এবং দুটি সিলেন্ডার নিতে গেলে সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হবে ৪৪০০ টাকা। বোঝাই যাচ্ছে, রান্নার গ্যাসের নতুন কানেকশন নিতে গেলে বেশ ভালই চাপে পড়তে হবে আমজনতাকে। একধাক্কায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে সব দিক থেকেই।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
এবার ফিক্স ডিপোজিটে সুদের হার বাড়ালো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দেখে নিন কত
মিনিস্ট্রি অফ ডিফেন্সে মাল্টি-টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ দশম পাশ থাকলেই করা যাবে আবেদন