আবার নতুন ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে, একটানা সরকারি অফিস, স্কুল, কলেজ সব বন্ধ।

রাজ্য সরকারি কর্মীদের নতুন বছরের উপহার হিসেবে একদিনের নতুন ছুটি ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল থেকে শুরু করে সরকারি অফিস। তবে কি কারণে এই ছুটি প্রশ্নের উত্তরে মেলে যে, এই ছুটি দেওয়া হচ্ছে সরস্বতি পূজো উপলক্ষে। বিস্তারিতভাবে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক।

রাজ্যে নতুন ছুটি ঘোষণায় বেশ খুশির মেজাজ চারিদিকে।

বাংলা পঞ্জিকা অনুসারে এবারের সরস্বতী পূজোর তারিখ আগামী 26শে জানুয়ারি, 2023 তারিখে। আবার ঐ একই দিনে রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের একই দিনে 2 ধরণের অনুষ্ঠানের তারিখ পড়ার ফলে সরকারি কর্মীদের 1 দিনের ছুটি অতিরিক্ত দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।

এর ফলে রাজ্যে নতুন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। এবারে এই অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছেন একটানা 4 দিনের ছুটি। কারণ সরস্বতী পূজো এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যে 26শে জানুয়ারি তারিখে ছিল 1 দিনের সরকারি ছুটি। এবারে নতুন এই ছুটি দেওয়া হচ্ছে 27শে জানুয়ারি, 2023 তারিখের জন্য। আর এই দিনটি হল শুক্রবার।

Vi ভোডাফোন গ্রাহকদের দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে পরিষেবা, সিম বন্ধের আগে দেখুন।

আবার স্বাভাবিক নিয়মে বহু সরকারি অফিসে থাকে শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন ছুটি ঘোষণা হবার ফলে তারা একটানা আগামী 26শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে 29শে জানুয়ারি রবিবার পর্যন্ত সরকারি ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা।

নবান্নের তরফ থেকে জারি হওয়া এই নতুন ছুটি ঘোষণা হবার ফলে বেশ খুশির দেখা মিলেছে সরকারি কর্মীদের মধ্যে। তবে ডিএ পাবার আশায় এখনো তারা তাকিয়ে আছেন সরকারের দিকে। নতুন বছরে রাজ্যের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী কি অন্যান্য রাজ্যের মতো ঘোষণা করবেন এক কিস্তি ডিএ! পাবেন কি রাজ্যের পেনশনার্সেরা বেতন বৃদ্ধির খবর?

ডিএ ও বেতন বৃদ্ধির আশায় বুক বাঁধছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা, বকেয়া DA নিয়ে দারুন খবর।

এই নিয়ে আপনারা নিজ নিজ সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া সরকারি ও বেসরকারি নানা প্রকল্প, স্কুল কলেজ, টেলিকম অফার, রাশিফল, ব্যবসা, পার্ট টাইম ইনকামের নানা খবরের সন্ধান পেতে পারেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

3 Comments

  1. দিদি,জেল ধরে থাকবেন না।আপনার স্নেহের ভাই-বোনেদের অনেক প্রত্যাশা আপনার কাছে।জানি রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়।দরিদ্রমানুষের জন্য যে প্রকল্পগুলি চলছে,চলুক।
    পঞ্চম বেতন কমিশন নিয়ে যে মামলা সুপ্রীমকোর্টে চলছে চলুক।
    শুধু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় AICPI অনুযায়ী মহার্ঘ্যভাতাটা আপনি মিটিয়ে দিন।

  2. কেন না জেনে খবর করেন, 27শে জানুয়ারি নয় ছুটি দেওয়া হয়েছে 25শে জানুয়ারি। দয়া করে সঠিক তথ্য জেনে খবর করুন, জনগণকে বিভ্রান্ত করবেন না। ছুটি দিয়েছে তো আপনাদের ফাটছে কেন?

  3. সরস্বতী পুজোর পরের দিন স্কুল-কলেজ এর ক্ষেত্রে নতুন ছুটি বা অতিরিক্ত ছুটি,
    কোনোটিই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button