Government Scheme: রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের ঘোষণা। সরকার দেবে 12,000 টাকা। শীঘ্রই অনলাইনে আবেদন করুন

State Government New Scheme Update

সাধারণ মানুষের জন্য সরকার মাঝে মধ্যেই নিত্য নতুন প্রকল্পের (Government Scheme) ঘোষণা করে থাকে। এই প্রকল্পগুলি সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে প্রতিমাসে আর্থিক সাহায্য করে থাকে। সম্প্রতি রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প নিয়ে চারিদিকে শোরগোল। এই প্রকল্পে সরকার সমস্ত আবেদনকারীকে ১২,০০০ টাকা দেবে। আপনিও কি অন্যান্যদের মতো এই প্রকল্প সম্পর্কে জানতেন না? তাহলে আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

New Government Scheme Announcement

আসলে রাজ্য সরকার সম্প্রতি বয়স্ক মানুষদের জন্য একটি প্রকল্পের ঘোষণা করেছেন। অনেকেই জানেন বয়স্ক মানুষদের জন্য চালু থাকা এই স্কিম আর্থিক নির্ভরশীলতা প্রদান করে। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য পেনশন পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে একজন সুবিধাভোগী ব্যক্তি প্রতিবছর ১২০০০ টাকা করে পাবেন। অর্থাৎ সেই ব্যক্তি প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে। এই প্রকল্পটি চালু হতে চলেছে আগামী ১ এপ্রিল থেকে। অতএব এখনো পর্যন্ত এই প্রকল্প নতুন স্কিম নামেই পরিচিত।

এই প্রকল্প থেকে কিভাবে সুবিধা মিলবে?

রাজ্য সরকারের (State Government) তরফে চালু হওয়া প্রকল্প বয়স্ক মানুষদের আর্থিক নির্ভরশীলতা প্রদান করবে। এই বার্ধক্য পেনশন প্রকল্পের অধীনে উপকৃত হবেন একজন ৬০ বছরের বেশি বয়সী কোনও বয়স্ক ব্যক্তি। যদি সেই ব্যক্তি বিপিএলধারী হন, তাহলে সরকার সেই ব্যক্তিকে প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেবে। আর এই পেনশনের এক অংশ রাজ্য সরকার এবং অন্য অংশ কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হবে।

আরও পড়ুন: প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। ছেলে, মেয়ে সবাই পাবেন। কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের আবেদন যোগ্যতা কী কী?

আসুন দেখে নেওয়া যাক, কিভাবে এই প্রকল্পের জন্য একজন ব্যক্তি যোগ্য হয়ে উঠবেন। অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে সেই ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

  1. এই প্রকল্পের আবেদনকারীকে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে ৬০ বছর।
  3. আবেদনকারী ব্যক্তি যেন অবশ্যই দারিদ্র্যসীমার নীচে (বিপিএল) হন।
  4. গ্রামীণ এলাকার ক্ষেত্রে বার্ষিক আয় ৪৬,০৮০ টাকার বেশি হওয়া উচিত হবে না।
  5. শহরাঞ্চলে বার্ষিক আয়ের ক্ষেত্রে মাপকাঠি ৫৬,৪৬০ টাকার বেশি হওয়া উচিত নয়।
  6. আবেদনকারী ব্যক্তি যেন অন্য কোনও ধরণের পেনশন না পান।

আরও পড়ুন: মহিলারা ১০০০০ টাকা পাবে। নতুন সুভদ্রা যোজনায় অনলাইনে কীভাবে আবেদন করলে টাকা পাবেন?

প্রকল্পের আবেদন জমা করবেন কিভাবে?

  1. প্রকল্পের আবেদন জমা করতে হলে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
  2. এরপর হোম পেজ থেকে আপনাকে ক্লিক করতে হবে ‘বৃদ্ধাশ্রম পেনশন’ ট্যাবে।
  3. আপনি দেখতে পাবেন অনলাইনে আবেদন করুন এই লেখাটি। এবার সেখানে ক্লিক করুন।
  4. এরপর একটি ট্যাবে খোলা ফর্মটিতে আপনার বিবরণ পূরণ করে নিতে হবে।
  5. আপনাকে উল্লেখ করতে হবে আপনার জেলা, তহসিল, নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং মোবাইল নম্বরের মতো তথ্যগুলি।
  6. এবার পূরণ করে নিন আপনার ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড।
  7. এবার সেখানে দেখতে পাবেন ‘আয়ের বিবরণ’ বক্স। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  8. এবার আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ এবং বয়স প্রমাণের সার্টিফিকেটের একটি কপি।
  9. এবার টিক চিহ্ন দিন ঘোষণাপত্রে এবং ক্যাপচা পূরণ করে ফর্মটি জমা দিয়ে দিন।

উপসংহার: এই নয়া প্রকল্পটি উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে। অতএব সেই রাজ্যের সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ সরকার বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প চালু রেখেছেন। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের
সেই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে হবে।

Related Articles

Back to top button