FD Interest Rate – এবার ফিক্স ডিপোজিটে সুদের হার বাড়ালো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দেখে নিন কত বাড়বে টাকা। New Update 2022.
FD Interest Rate – গ্রাহকদের জন্য বড় সুসংবাদ নিয়ে এলো এই ব্যাংক।
চাকরিজীবী হোন বা ব্যবসায়ী, সঞ্চয় বিনিয়োগ সকলেই করে থাকেন। কেউবা সঞ্চয় করেন সেভিং স্কিমে, আবার কেউ বা করেন ফিক্স ডিপোজিট স্কিমে (FD Interest Rate)। তবে সেভিংস স্কিম হোক বা ফিক্স ডিপোজিট, কেউ পছন্দ করেন ব্যাংকে খাতা খুলতে, কেউবা করেন পোস্ট অফিসে।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্স ডিপোজিটে (FD Interest Rate) বাড়িয়েছে সুদের পরিমাণ। এবার ভারতের অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থায়ী আমানত অর্থাৎ ফিক্স ডিপোজিট স্কিমে বৃদ্ধি করলে সুদের হার। গত ১৪ জুন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাংকের তরফে।
সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের প্রতিষ্ঠা দিবসে তা গ্রাহকদের জন্য বেশ কিছুসুবিধা এনেছিল। এবার আবারো মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকরা পেতে চলেছেন এফডি-তে অতিরিক্ত সুদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কত দিনের মেয়াদে গ্রাহকরা পেতে চলেছেন কত শতাংশ সুদ। (FD Interest Rate)
১) ৭-৪৫ দিনের মেয়াদে সুদের হার- ৩ শতাংশ।
২) ৪৬-৯০ দিনের মেয়াদে সুদের হার- ৩.২৫ শতাংশ।
৩) ৯১-১৭৯ দিনের মেয়াদে সুদের হার- ৪ শতাংশ।
৪) ১৮০-৩৬৪ দিনের মেয়াদে সুদের হার- ৪.৫০ শতাংশ।
এটিএম কার্ড দিয়ে টাকা তোলার নিয়ম পাল্টে দিলো সরকার, ফাইন এড়াতে জলদি দেখুন
৫) ১-২ বছরের মেয়াদে সুদের হার- ৫.২০ শতাংশ।
৬) ২-৩ বছরের মেয়াদে সুদের হার- ৫.৩০ শতাংশ।(FD Interest Rate)
৭) ৩-৫ বছরের মেয়াদে সুদের হার- ৫.৫০ শতাংশ।
৮) ৫-১০ বছরের মেয়াদে সুদের হার- ৫.৬০ শতাংশ।
তাহলে এবার চটপট ঠিক করে ফেলুন কত বছরের মেয়াদে জমাবেন আপনার কষ্টার্জিত অর্থ। যত বেশি সময়ের মেয়াদে অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করা হবে ততো বেশি পরিমাণে মিলবে সুদের হার। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
মাত্র কয়েক বছরেই ল্যাপটপ-কম্পিউটার হয়ে গেছে Slow? নতুনের মত স্পিড আনতে ফলো করুন এই 5 টি টিপস
জেলাশাসকের অফিসের মহিলা কর্মী নিয়োগ, বেতন ৩০,০০০ টাকা, জানুন বিস্তারিত