new driving lincense rules 2022

Driving License Rules : সাথে ড্রাইভিং লাইসেন্স নেই! নো টেনশন! সাথে রাখুন এই অ্যাপ। জানুন বিস্তারিত।

বর্তমান সময়ে দেশের প্রায় ৬০ শতাংশ (Driving License Rules) লোক আজ গাড়ি ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে সকলকেই গাড়ি চালানোর সময় সর্বদাই তাদের ড্রাইভিং লাইসেন্স বহন করতে হয়। আর যদি কেউ কখনও তার ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে যান তাহলে তার আর বিড়ম্বনার শেষ থাকে না। পুলিশি হেনস্তা থেকে শুরু করে ফাইন নানা রকম সমস্যা পড়তে হয়। এই সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো এক অভিনব পদ্ধতি। আসুন জেনে নেওয়া যাক কি সেই অভিনব পদ্ধতি সমদ্ধে।

এ বছরের শুরুতে পশ্চিমবঙ্গ সরকার, নতুন (Driving License Rules) এই নিয়ম নিজেদের রাজ্যে চালু করেছে। ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে মানুষদের কাগজপত্র নিয়ে ট্র‍্যাভেল করার ঝামেলা এবার শেষ। এবার থেকে ট্রাফিক পুলিশকে আপনার স্মার্টফোনে থাকা ডিজিটাল লাইসেন্স ও RC দেখালেই হবে। খুবই সহজ উপায়ে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স নিজের মোবাইলে রাখা যায়, কয়েকটি পদ্ধতি জানা থাকলেই আপনার ফোনেও চলে আসবে আপনার লাইসেন্স ও RC কাগজ।

স্মার্টফোনে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে (Driving License Rules)। সরকারি এই অ্যাপটির নাম mParivahan। ড্রাইভিং লাইসেন্সের মধ্যেই একটি QR কোড থাকবে। আপনার স্মার্টফোনের অ্যাপস্টোরের সার্চ অপশনে গিয়ে mParivahan লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি। এরপর ইন্সটল করুন সরকারি অ্যাপটি। mParivahan অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন।

অ্যাপটিতে আপনার ফোন নম্বর দিয়ে সাইন আপ করুন। সাইন আপে ক্লিক করলে একটি OTP আসবে। OTP টি ঠিক জায়গায় দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন কম্পলিট করুন।

 এরপর DL অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স এবং RC অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটি অপশন দেখতে পাবেন (New driving licence rules)। DL অপশনে নির্দিষ্ট বক্সে আপনার DL নম্বরটি লিখুন। ভার্চুয়াল DL জেনারেট করার জন্য ‘Add To My Dashboard’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট বক্সে আপনার জন্মতারিখ লিখুন।

এরপর আপনার কাজ শেষ। সরকারি অ্যাপটিতে ভার্চুয়াল ড্রাইভিং লাইসেন্স যোগ হয়ে যাবে। আপনার রেজিষ্ট্রেশন সার্টিফিকেটটিও একই পদ্ধতিতে যোগ করে নিন।Driving License Rules এরপর DL অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স এবং RC অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটি অপশন দেখতে পাবেন (New driving licence rules)।

DL অপশনে নির্দিষ্ট বক্সে আপনার DL নম্বরটি লিখুন। ভার্চুয়াল DL জেনারেট করার জন্য ‘Add To My Dashboard’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট বক্সে আপনার জন্মতারিখ লিখুন। এরপর আপনার কাজ শেষ। সরকারি অ্যাপটিতে ভার্চুয়াল ড্রাইভিং লাইসেন্স যোগ হয়ে যাবে। আপনার রেজিষ্ট্রেশন সার্টিফিকেটটিও একই পদ্ধতিতে যোগ করে নিন।

এই অ্যাপে আপনার ডকুমেন্টস অ্যাড করা থাকলে, ট্রাফিক পুলিশ আপনার লাইসেন্স দেখতে চাইলে শুধুমাত্র mParivahan অ্যাপটি খুলে ড্যাশবোর্ড থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখালেই চলবে। ড্রাইভিং লাইসেন্সের মধ্যেই একটি QR কোড থাকবে, যা চালান কাটার জন্য বা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্যে ব্যাবহার করা হয়. Driving License Rules

আরও পড়ুন – বেকার থাকার দিন শেষ। পূর্ব রেলে মাধ্যমিক পাশে বিশাল নিয়োগ! আজই আবেদন করুন।

গত বছর এই নতুন নিয়ম কেন্দ্রীয় সরকার চালু করলেও এই রাজ্যের অনেক অঞ্চলেই তা মানা হয়নি (New driving licence rules)। বেশ কিছু জায়গায় প্রিন্টেড ডকুমেন্টস না দেখালেই হচ্ছিল ফাইন। তবে রাজ্য সরকারের নতুন নির্দেশের পর এখন রাজ্যের যেকোনো প্রান্তে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সই যথেষ্ট। আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন পদক্ষেপটি কতটা সাধুবাদ পাওয়ার যোগ্য। দয়াকরে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাবেন। ধন্যবাদ।

আরও জানতে চোখ রাখুন – বেতন বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের, কত বাড়ছে দেখুন।