New Business Idea – একেবারে ন্যূনতম পুঁজিতে শুরু করা এই ব্যবসা থেকে মাসে আয় করতে পারেন অন্তত 30 হাজার টাকা।

New Business Idea – একটি ব্যবসা থেকে একাধিক উপায়ে আয়ের দুর্দান্ত উপায়।

ছোটবেলা থেকেই ব্যবসা (New Business Idea) করার একটা স্বপ্ন প্রায় অধিকাংশ ব্যক্তির মধ্যেই থাকে। কিন্তু অনেকে ভেবে পান না ঠিক কোন সময় কি নিয়ে শুরু করা যায় ব্যবসা। তার কারণ একাধিক। কেউ যেমন ব্যবসায়ীর অনিশ্চয়তা ভরা আয় থেকে মুখ ফেরাতে চান, তেমন কেউবা আবার ভয় পান লোকসানের। তাই বেশিরভাগ মানুষই কম পুঁজিতে ফাটাফাটি ব্যবসার খোঁজ করেন।

আপনিও যদি এমন হয়ে থাকেন তবে এই প্রতিবেদন আপনার জন্য। এই ব্যবসাতে (New Business Idea) আপনি খুবই সামান্য অর্থ বিনিয়োগে আজকের দিনে দাঁড়িয়ে আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। আজকালকার দিনে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ ছাড়া তথ্যপ্রযুক্তি ভিত্তিহীন। তাই আপনি অনায়াসেই এই দিয়েই গড়ে তুলতে পারেন আপনার সাইবার ক্যাফের ব্যবসা।

কি এই সাইবার ক্যাফের ব্যবসা?
অনেকেই হয়তো জানেন সাইবার ক্যাফে কি। তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি একটি কম্পিউটার, প্রিন্টার, জেরক্স মেশিন নিয়ে তৈরি একটি দোকান (New Business Idea) যেখানে সাধারণ মানুষ নিত্যদিন বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ছুটে আসেন। এখানে কম্পিউটার ইন্টারনেট সংযোগে নানা ধরনের অনলাইন কাজকর্ম এবং তার সঙ্গে জেরক্স প্রিন্ট আউট ইত্যাদি করা হয়।

কি কি কাজ করা যায়?
সাইবার কাফের ব্যবসা খুলতে হলে কম্পিউটার এবং অনলাইন কাজকর্মে বেশ পারদর্শী হতে হবে। এখানে করা হয়: (New Business Idea)
১) অনলাইনে ফর্ম ফিলাপ,
২) ট্রেনের টিকিট বুকিং,
৩) কোনো প্রকল্পে বা স্কলারশিপে আবেদন,
৪) ইনকাম সার্টিফিকেট বের করা,
৫) আধার-ভোটার-প্যান কার্ড সংক্রান্ত কাজ,
৬) ফর্ম বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রিন্টিং,
৭) অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা,
৮) এটিএম কার্ডের জন্য আবেদন ইত্যাদি কাজকর্ম।

পোস্ট অফিসে মাত্র 50 টাকা বিনিয়োগে পান 35 লক্ষ টাকা

বেসিক কাজগুলো করলেও পরবর্তীকালে ব্যবসা কে আরও বড় করতে কোন ব্যাংকের CSP বা কাস্টমার সার্ভিস পয়েন্ট নিয়ে বা কোন বড় কোম্পানির সঙ্গে লিঙ্ক করে সেই বিষয়ক যাবতীয় কাজ করতে পারেন। তবে যারা অনলাইনে (New Business Idea) এই ধরনের কোন কাজ করতে জানেন না তারা নিশ্চিন্তে ইউটিউব থেকে নানান ভিডিও দেখে যাবতীয় কাজ শিখে যেতে পারেন। এক্ষেত্রে প্রথম দিকে কাজ করতে একটু সময় লাগলেও মাত্র এক মাসের মধ্যেই আপনিও হয়ে উঠবেন বাকিদের সমতুল্য এবং গতি আসবে কাজে।

ব্যবসার জন্য কি কি প্রয়োজন?
সাইবার ক্যাফের ব্যবসা খুলতে যেগুলি একান্ত ভাবে প্রয়োজনীয় সেগুলি হল:
১) ডেস্কটপ কম্পিউটার, (New Business Idea)
২) প্রিন্টার,
৩) কিছু ভালো রঙিন কালি।
৪) এবং অবশ্যই ভালো ইন্টারনেট সংযোগ ইত্যাদি।
পরবর্তীকালে ব্যবসা ভালো চললে ব্যবসায় যোগদান করানো যেতে পারে:
১) জেরক্স মেশিন,
২) বাইন্ডিং মেশিন,
৩) ফটো ক্যামেরা,
৪) ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইত্যাদি।

কোথায় সাইবার ক্যাফের ব্যবসা করলে বেশি লাভবান হবেন?
অফিস, আদালত, স্কুল-কলেজ বা অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি জনবহুল জায়গায় এই ব্যবসা শুরু করলে প্রথম থেকেই বেশ লাভবান হতে শুরু করবেন। তবে শুধু দোকান (New Business Idea) খুললেই হল না আপনাকে কাজটিও অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যেতে হবে যাতে মানুষ সেই পরিষেবায় সন্তুষ্ট হতে পারেন। তবেই হবেন লাভবান এবং ব্যবসা হবে বড়। এই ব্যবসা শুরু করার জন্য দোকান কিনতে হবে এমন কোন মানে নেই। একটি ঘর ভাড়া নিয়ে শুরু করা যাবে ব্যবসা।

পশ্চিমবঙ্গের মাঝারী মেধার পড়ুয়াদের জন্য লঞ্চ হলো নতুন স্কলারশিপ, অনলাইনে করুন আবেদন

কত টাকা বিনিয়োগ করতে হবে?
প্রথমদিকে ব্যবসা শুরু করতে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার প্রয়োজন। পরে ব্যবসা আরো বড় হলে নিজের ইচ্ছে মত প্রয়োজনীয় জিনিস এবং যন্ত্রপাতি কি নিয়ে আরো নতুন করে সাজানো যেতে পারে। চাইলে প্রথমদিকে ভালো অথচ সেকেন্ড হ্যান্ড কম্পিউটার এবং প্রিন্টার মেশিন কেনা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অবশ্যই মেশিনগুলি যাচাই করে নেওয়া একান্ত ভাবে প্রয়োজন। এক্ষেত্রে খরচও কিছুটা কমবে। (New Business Idea)

ব্যবসা থেকে আয়ের পরিমাণ-
একটি ভালো জায়গা নির্বাচন করে মন দিয়ে এবং ভালো করে এই ব্যবসা করলে মাসে অন্তত ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে প্রথম প্রথম ব্যবসা শুরু করার পর হঠাৎ হলে একেবারেই চলবে না। ব্যবসায় (New Business Idea) লাভবান এর মূল চাবিকাঠি হল ধৈর্য এবং দক্ষতা। এক্ষেত্রে আপনি যদি একা কাজ না করে অন্য কাউকে সঙ্গী হিসেবে ব্যবসায় যোগদান করান বা দোকানের কাজ করান, সে ক্ষেত্রে ব্যবসা আরও তাড়াতাড়ি বড় করা সম্ভব।

তাহলে আর দেরি না করে চটপট বিনিয়োগ করে ফেলুন আপনার নতুন ব্যবসায় এবং প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যাবে ২৯,৭০০ টাকা করে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button