New Business Idea 2024

২০২৪ সালে পৌঁছে অনেকেই ভাবছেন নতুন করে ক্যারিয়ার গড়ে তুলবেন। তাই চাকরির পথ ছেড়ে অনেকেই আসছেন ব্যবসার দুনিয়ায় (Business Idea). অনেকেই মুঠো মুঠো টাকা আয় করছেন। আবার অনেকে বুঝতে পারছেন না কোন জিনিস-এর ব্যবসায় লাভবান হবেন।

আজকের প্রতিবেদন তাঁদের সবার জন্য যারা ব্যবসা করতে চাইছেন, কিন্তু কম পুঁজির ব্যবসার উপকরণ পাচ্ছেন না। দুর্দান্ত বিজনেস আইডিয়া(Business Idea) রইল আপনাদের জন্য। ২০২৪ সালের লাভজনক ব্যবসা এটি। আপনিও শুরু করতে পারেন। কিছু দিনের মধ্যে লাখপতি হয়ে যেতে পারেন। আসুন তাহলে বিস্তারিত জানা যাক।

নতুন বিজনেস করবেন বলে ভাবছেন? 500 টাকায় শুরু করুন এই ব্যবসা, মাসে মাসে ইনকাম হবে 50,000!

New Business Idea 2024

আপনি যদি ভেবে থাকেন কম পরিসরে নতুন একটি ব্যবসা শুরু করবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে কার্ডবোর্ডের ব্যবসা। বর্তমানে অনেকেই এই ব্যবসা শুরু করেছেন(Business Idea). আর এই বিজনেস থেকে লাভও আসছে ভালোই(Business Idea). আমাদের দেশে ক্রমশ বাড়ছে কার্টনের চাহিদা।

তাছাড়া বেশ কয়েক বছর ধরে অনলাইন কেনাকাটার আগ্রহ বেড়েছে সবার। যেহেতু ছোট বড় অধিকাংশ জিনিস এখন বক্সের মধ্যে ডেলিভার করা হয়, তার জন্য দেশজুড়ে বৃদ্ধি পাচ্ছে কার্টনের চাহিদা। অনলাইন ডেলিভারির হাত ধরে ঊর্ধ্বমুখী হচ্ছে এই ব্যবসার প্রতি আগ্রহ। আর এই ব্যবসা শুরু করা যায় স্বল্প পরিসরে। আপনার আগ্রহ থাকলে এই ব্যবসা থেকে আপনি লাখপতি হতে পারবেন।

অল্প সময়ে বড়লোক হতে চান? জেনে নিন সেরা বিজনেস আইডিয়া! প্রতি মাসে মোটা টাকা ইনকাম হবে ‌

New Business Idea 2024 Details

বর্তমানে ভারতের বাজারে প্রচুর চাহিদা রয়েছে কার্টনের(Business Idea). কারণ দেশীয় বাজারে প্যাকেজিং কার্টনের চাহিদাও বাড়ছে। আপনি যদি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কার্টনের ব্যবসা শুরু করেন, তবে এই ব্যবসা থেকে প্রচুর মুনাফা পেতে পারবেন(Business Idea). আগামী দিনেও এই ব্যবসার ভবিষ্যৎ খুব ভালো। বিশেষজ্ঞদের মত, ভারতে যত এই অনলাইন শপিং জনপ্রিয় হয়ে উঠবে, ততই কার্টনের জনপ্রিয়তাও বাড়বে। আর সেটাই ব্যবসার জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভাল মুনাফা পাওয়ার সম্ভাবনা বাড়াবে।

এই বিজনেস শুরু করার আগে কারখানা চালু করতে হবে। আর তার জন্য কার্ডবোর্ডের বাক্স গুলি তৈরি করতে আপনার প্রয়জন হবে প্রায় ৫,৫০০ ফুটের মতো জায়গার। তবে এটি শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে সেটি হলো MSME -তে রেজিস্টার করতে হবে। আপনি যদি এটি করেন, তবে সরকারি সাহায্য পাবেন। এ ছাড়াও আপনার বিজনেসের জন্য জিএসটি পাওয়ার সার্কিট এবং জিএসটি রেজিস্টারের জন্যও প্রয়োজন হতে পারে।

এবার স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবে, এই ব্যবসা শুরু করতে হলে আপনার কত টাকা পুঁজি প্রয়োজন হবে অর্থাৎ কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। যারা ব্যবসা শুরু করছেন তাঁরা জেনে রাখুন, এই জিনিসের কারখানা চালু করতে কার্টন তৈরির কাঁচামাল ছাড়াও প্রয়োজন হবে মেশিনের।

আর একটি অটো মেকানিক মেশিন ক্রয় করতে আপনার খরচ হবে ২০ লক্ষ টাকা। আর যদি আপনি ফুল অটো মেশিন ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার বাজেট কিছুটা বাড়তে পারে। আর যদি চিন্তা করেন রোজগারের কথা, তাহলে জেনে রাখুন এই ব্যবসা থেকে আপনার মাসে মাসে দুই লাখ টাকার কাছাকাছি ইনকাম আসা সম্ভব। আবার এর চেয়ে বেশিও রোজগার হতে পারে।