New Banks rules : বদলে যাচ্ছে ব্যাংক থেকে টাকা জমা-তোলার নিয়ম, এখন থেকে মানতে হবে নতুন নিয়ম, জানুন বিশদে
New Banks rules : কারেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রেও রাখা হয়েছে নতুন নিয়ম, জেনে নিন এক্ষুনি
ভবিষ্যৎ জীবনের সুরক্ষার কথা ভেবে প্রত্যেকেই ব্যাংক (New Banks rules) কিংবা পোস্ট অফিসের একাউন্টে টাকা সঞ্চয় করে থাকেন। তবে এই ক্ষেত্রে আনা হলো বড়োসড়ো বদল। এবার থেকে নগদ টাকা তোলা এবং জমার ক্ষেত্রে গ্রাহকদের মানতে হবে নতুন নিয়ম।
আরও পড়ুন, মাত্র ৬ টাকার টিকিট কেটে কে হলেন আজকের কোটিপতি, আপনি নন তো? জেনে নিন
এ ব্যাপারে কেন্দ্রের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে (New Banks rules)। এভাবেই গ্রাহকেরা নগদ টাকা তোলা এবং জমা দিতে চাইলে নিজেদের প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর সাথে কোট করে দিতে হবে। নতুন নিয়ম ধার্য করা হয়েছে গতকাল অর্থাৎ ২৬ মে, ২০২২ থেকে। কত টাকা তোলার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য করা হবে? এ বিষয়ে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি।
প্রসঙ্গত পূর্বে গ্রাহক ৫০ হাজারের বেশি নগদ টাকা তুললে প্রয়োজন হত প্যান কার্ডের (New Banks rules)। সেই সময়ে ১১৪ বি ধারায় নগদ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে, বার্ষিক টাকার অংকের বিবরণ সম্পর্কে বলা হয়নি। এই নিয়ম শুধুমাত্র ব্যাংকে নগদ টাকা জমা করার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।
নতুন নিয়ম অনুযায়ী ১৩৯ এ ধারায় বলা হয়েছে বেশি অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের মাধ্যমে গ্রাহককে আবেদন করতে হবে এবং সাথে যথাযথ নম্বর প্রদান করতে হবে (New Banks rules)। সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে।
নতুন নিয়মে কি বলা হয়েছে – সিবিডিটি বা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের তরফ থেকে জানানো হয়েছে-
১) গ্রাহককে ফর্মের নিচের দিকে নির্দিষ্ট টেবিলের কলামে প্যান কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর উদ্ধৃত করতে হবে (New Banks rules)।
২) বেশি অঙ্কের টাকা লেনদেনের সময় গ্রাহককে নিজের প্যান কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর উদ্ধৃত করতে হবে।
উল্লেখ্য, প্রত্যেক গ্রাহককে উদ্ধৃত করা নিজেদের প্যান আধার কার্ড নম্বরটি ঠিক কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
কত টাকা জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে নিয়ম –
নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিস কিংবা সমবায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কোনো গ্রাহক ২০ লক্ষ টাকার (New Banks rules) বেশি নগদ তোলেন, সেক্ষেত্রে মানতে হবে এই নতুন নিয়ম। এছাড়াও কারেন্ট একাউন্ট খোলার সময়ও গ্রাহকদের মানতে হবে এই নিয়ম।
Taxbuddy.com প্রতিষ্ঠাতা সুজিত বাঙার এ বিষয়ে জানান, কোন গ্রাহক যদি ২০ লক্ষ টাকার বেশি নগদ জমা করতে বা তুলতে বা একাউন্ট খুলতে ইচ্ছুক থাকেন, তাদের যদি প্যান কার্ড থাকে, টাকা লেনদেনের সময় বা একাউন্ট খোলার সময় অবশ্যই প্যান কার্ড নম্বরটি উদ্ধৃত করতে হবে (New Banks rules)। তিনি আরো জানান, যারা এই নিয়ম মেনে টাকা লেনদেন করবেন, সে সকল গ্রাহকদের যদি প্যান কার্ড না থাকে তবে লেনদেন করার কমপক্ষে ৭ দিন আগে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সিবিডিটির জারি করা নতুন নিয়মের ফলে জালিয়াতি কমার আশা রয়েছে (New Banks rules)। এই সংক্রান্ত অন্যান্য খবরের নতুন আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak
আরও পড়ুন, আগামীকাল থেকে ব্যাংক পোষ্ট অফিসে বদলে যাচ্ছে টাকা জমা-তোলার নিয়ম