Higher Secondary পরীক্ষার্থীদের জন্য 2টি নথি জমা করা বাধ্যতামূলক করা হল।

Higher Secondary পরীক্ষা দিতে কোন নথিগুলি বাধ্যতামূলক?

অতিমারীর আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল অফলাইনেই। তাছাড়া বর্তমানে পরীক্ষার্থীদের ও শিক্ষক-শিক্ষিকাদের সুবিধা দিতে চালু করা হয়েছে নতুন পোর্টাল। তবেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হল দুটি নথি।

কোন নথি?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২৪ সালে পড়ুয়ারা যখন উচ্চ মাধ্যমিক বা Higher Secondary পরীক্ষা দেবেন, তাদের ফর্ম পূরণ করতে হবে। ওই সময় প্রত্যেক পড়ুয়াকে আধার কার্ড ও জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে।

স্কুল ড্রেসের মতো এবারে সরকারি অফিসেও চালু ড্রেস কোড! না মানলেই মাইনে কাটার নির্দেশ

এই দুটি নথি না থাকলে?
সংসদের তরফ থেকে জানানো হয়েছে, অতিমারীর আবহে টিকা নেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক ছিল। Higher Secondary বা উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষার্থীর কাছেই আধার কার্ড থাকবে, এটি তারা ভেবেছিলেন। কিন্তু এখন জানা গিয়েছে অনেক পড়ুয়ার কাছে আধার কার্ড নেই।

এ বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অনেক স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের সময় জানা গিয়েছে অনেক পড়ুয়ার আধার কার্ড নেই। সেক্ষেত্রে বলা হয়েছে পড়ুয়াদের অসুবিধার কথা ভেবে করে আপাতত রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড ও জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক করা হচ্ছে না।

বছরের মাঝখানেই পশ্চিমবঙ্গের স্কুলে বদলে যাচ্ছে সিলেবাস, নতুন টপিক যুক্ত হলো

তবে বর্তমানে যেসকল পড়ুয়ারা একাদশ শ্রেণিতে পড়ছেন এবং ২০২৪ সালে Higher Secondary পরীক্ষা দেবে, তার আগে ফর্ম ফিলাপের সময় আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র নথি হিসেবে জমা করতেই হবে। তা না হলে ফর্ম ফিলাপ করা যাবে না।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বদলে গেল সমস্ত ধরনের পিএফ এর নিয়ম, সময় থাকলে দেখুন

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button