Online Courses – সুখবর! এবার এই অনলাইন কোর্স করলে মিলবে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা, এখনই জানুন। Special Educational Course 2022.

Online Courses – থাকছে বিশেষ ফ্যাকাল্টির ব্যবস্থা, কোন কোর্সে জানেন?

ছাত্রজীবন (Online Courses) আমাদের সকলেরই পছন্দের একটি অধ্যায়। যেখানে প্রতি নিয়ত শেখা যায় নতুন নতুন নানান অধ্যায়। কোনটা শুধুমাত্র জ্ঞান অর্জনের খাতিরে। আবার কোনটা জীবনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায়।

এবারে এই ছাত্রজীবনকে নতুনভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য সুযোগ করে দিচ্ছে পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়া থেকে শুরু করে কলেজের প্রফেসর, এমনকি রিসার্চ ফেলো (Online Courses)- সকলেই করতে পারবে এই কোর্স। মিলবে কোর্স শেষে সার্টিফিকেটও। সানতালি জেনে নেওয়া যাক জীবনদায়ী এই কোর্সের বিষয়ে।

কোর্সটির নাম- ইন্টিগ্রেটেড সাসটেইনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট (Integrated Sustainable Disaster Management)।
কোর্সটির সময়কাল- ছাত্র-ছাত্রীদের ছয় মাসের জন্য মোট ৩৬ ঘন্টা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ কোর্সটির (Online Courses) ব্যাপারে জ্ঞান প্রদান করা হবে। কোর্সটি করার মাধ্যমে ভবিষ্যতে ব্যক্তিগত জীবনে, এমনকি কর্মজীবনেও মিলবে অনেক সুবিধা।

কি কি টপিকে পড়ানো হবে? (Online Courses)
১) আন্ডারস্ট্যান্ডিং সাসটেইনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট।
২) ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনফরমেশন সোর্স।
৩) জিওমেট্রিক অ্যান্ড আইসিটি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট।
৪) ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন মাইনিং।
৫) ক্রাইসিস ইন্টারভেনশন অ্যান্ড সাইকোলজিকাল সাপোর্ট ডিউরিং ডিজাস্টার।
৬) এডুকেশন ডিউরিং ডিজাস্টার।
৭) গ্রিন কেমিস্ট্রি, কেমিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার।

কোর্সটির বিষয়ে বিশেষ ধারণা- বর্তমানে যেভাবে পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে তাদের সর্বদা প্রস্তুত থাকতে হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে। প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের দিনে নানা অঙ্গীকার নেওয়া হয় পরিবেশ রক্ষার্থে। কিন্তু কতগুলিই বা পালন করা হয় প্রকৃত অর্থে! এই কোর্সের মাধ্যমে (Online Courses) মূলত প্রকৃতি এবং মানব সভ্যতা- এই দুটিকে কিভাবে রক্ষা করা যায় তা-ই শেখানো হবে সকলকে।

প্রকৃতি এবং মানব সভ্যতার নীতিগত দিকের শিক্ষা যেমন দেওয়া হবে, তেমনই আনুষঙ্গিক শিক্ষাও প্রদান করা হবে। শেখানো হবে দুর্যোগের কবল থেকে বাঁচতে কিভাবে টেকনোলজি ব্যবহার করা উচিত। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শেখানো (Online Courses) হবে দূষণ রোধে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায় বা দূষণ রোধ করতে কি কি পদক্ষেপ করা প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য, পুরো কোর্সটি ছাত্র-ছাত্রীদের নানারকম তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পড়ানো হবে।

মোট আসন সংখ্যা- ১০০ টি।
ক্লাসের সময়- এটি একটি সান্ধ্যকালীন কোর্স। কোর্সটির ব্যাপারে আরো বিশদে জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। (Online Courses)
ক্লাসের জন্য প্রয়োজনীয় জিনিস- অনলাইনে করানো এই কোর্সটি সমস্ত স্টাডি মেটেরিয়াল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের রেজিস্টার্ড ইমেইল আইডিতে পাঠানো হবে। ইমেইল আইডিটি পাঠানো হবে ক্লাসের জন্য অনলাইন লিংক।

কারা করতে পারবেন আবেদন?
১) উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়ারা এই কোর্সটির জন্য করতে পারবেন আবেদন। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকে তাদের বিজ্ঞান বিভাগের পড়ুয়া হতে হবে। (Online Courses)
২) যেকোনো ইউজিসি বা এআইসিটি অ্যাপ্রুভ কলেজের প্রফেসর, রিসার্চ ফেলো এবং বিভিন্ন রিসার্চের সঙ্গে যুক্ত প্রার্থীরা এই কোর্সটির জন্য করতে পারবেন আবেদন।
৩) যে সমস্ত পড়ুয়ারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, তারাও এই কোর্সটির জন্য আবেদন করতে পারবেন।

লাগবেনা বড় ডিগ্রী, দশম অথবা দ্বাদশে 50 শতাংশ নম্বরেই মিলবে রেলে চাকরি, জানুন বিস্তারিত

কোর্স ফ্যাকাল্টি- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপকরা এই কোর্সটি সম্পন্ন করাবেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভূগোল, প্রাণিবিজ্ঞান, মাইনিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড সাইকলজি, এডুকেশন এবং কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধানরা এই কোর্সটি পরিচালনা করবেন। পাশাপাশি থাকবেন কিছু বিশেষ আমন্ত্রিত ফ্যাকাল্টি। (Online Courses)

আবেদন প্রক্রিয়া- কোর্সটিতে আবেদন করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে অ্যাডমিশনের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে ৬০০ টাকা (কোর্সটির মোট খরচ) ফি জমা দিতে হবে। ভর্তির জন্য প্রথম আবেদনের ভিত্তিতে আসন নির্ধারণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই কোর্সের (Online Courses) ক্রেডিট পয়েন্ট ২ নির্ধারণ করা হয়েছে।

লটারি কাটার গোপন সুত্র, এই নিয়মে সংখ্যা বাছুন, ম্যাজিক দেখুন

মোট উপস্থিতির সংখ্যা- ছাত্র-ছাত্রীদের কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে এই কোর্সটি সম্পন্ন করার জন্য। (Online Courses)
কোর্স শেষে পরীক্ষা পদ্ধতি- কোর্স শেষে ছাত্র-ছাত্রীদের দিতে হবে ১০০ নম্বরের পরীক্ষা। যেখানে পুরোটাই মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ MCQ ভিত্তিক প্রশ্ন করা হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা অসফল হবেন, তাদের জন্য ৩ মাস পর আবার একটি কম্প্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করা হবে।
সার্টিফিকেট প্রক্রিয়া- পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থী ৫০ শতাংশ বা তার অধিক নম্বর পেয়ে পাশ করবেন তাদেরকে প্রদান করা হবে এই কোর্সের সার্টিফিকেট।

বিশ্ববিদ্যালয়ের এবং আবেদনপত্র পূরণের অফিসিয়াল ওয়েবসাইট
আরো বিশদে জানতে অথবা যেকোনও সমস্যায় মেইল করা যাবে এই ইমেইল আইডিতে- asamanja.chattoraj@gmail.com
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ঠিকানা-
Kazi Nazrul University, Nazrul Road, Kalla Bypass More, P.O.- Kalla (C.H.) Asansol. Pin Code- 713340, District – Paschim Bardhaman, West Bengal.

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

বাকি সব প্ল্যান ফেল, ২০ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button