Hydro Power Job – জলবিদ্যুৎ দপ্তরে সারা ভারত জুড়ে কর্মী নিয়োগ। অনলাইনেই করুন আবেদন।
নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এবার কর্মী নিয়োগের (Hydro Power Job) বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ভারতের যেকোনো প্রান্তের যেকোনো জেলার প্রার্থী এই পোস্টে আবেদন জানাতে পারবেন। যেসকল চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছিলেন তারা এই পদগুলিতে আবেদন করতে পারেন। সুতরাং আর দেরি না করে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন পদের নাম, শূন্যপদ, যোগ্যতা, আবেদন সহ আরো একাধিক তথ্য।
NEEPCO Hydro Power Job Recruitment Apply Online
- পদের নাম
- বয়স ও বেতন
- যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- আবেদনের শেষ তারিখ
পদের নাম
নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল এবং মেক্যানিকাল এক্সিকিউটিভ পদে কর্মীদের নিয়োগ করা হবে। মোট ২৪ টি শূন্যপদ রয়েছে যেখানে তপশিলি জাতিদের জন্য, তপশিলি উপজাতিদের জন্য, UR ক্যাটাগরীদের জন্য এবং বাকি পদ সাধারণ শ্রেণীদের জন্য আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে।
বয়স ও বেতন
Hydro Power Job এ আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ হতে হবে এবং ৩০ বছরের মধ্যে যেকোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। মাসিক বেতন ৫০ হাজার থেকে শুরু। এছাড়া প্রত্যেকটি পদের বেতন বিভিন্ন ধরনের ভাতা সম্পর্কে জানতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
গ্রামীণ ব্যাংকে 7000 শূন্যপদে নিয়োগ হবে। আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন
যোগ্যতা
Hydro Power Job এর এই পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে বা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে হবে। এবং সেখান থেকে ৬৫ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের শতাংশ হলো ৫৫.
আবেদন পদ্ধতি
১) আবেদন করার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এর পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালো ভাবে পরে নিতে হবে।
৩) এর পর জেনারেল এবং EWS ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে।
৪) সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করার পর ফর্মটি সাবমিট করে দিতে হবে।
৫) নিচে উল্লিখিত সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে জমা করতে হবে।
৬) মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এর সার্টিফিকেট।
৭) কাজের জন্য যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার সম্পূর্ণ সার্টিফিকেট।
৮) Gate/ UGC NET/ CA/ CMA এর সার্টিফিকেট এবং মার্কশিট।
৮) কাস্ট সার্টিফিকেট।
৯) রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। যা ২০kb থেকে ১০০ kb র মধ্যে থাকবে
১০) অবশেষে লাগবে প্রার্থীর সিগনেচার। এটির সাইজও ২০kb থেকে ১০০ kb র মধ্যে থাকবে।
জেনারেল, EWS এবং OBC ক্যাটাগরিদের আবেদনের জন্য ৫৬০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে। আবেদন প্রক্রিয়া ৮/০৬/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে যে চলবে ২৮/০৬/২০২৪ তারিখ পর্যন্ত।
Written by Sathi Roy.