Senior Citizen Scheme: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে 1 লাখ টাকা! কেন্দ্রের নতুন স্কিম! কিভাবে আবেদন করবেন, জানুন

কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এনেছে। যার মধ্যে সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে নানান জনপ্রিয় প্রকল্প (Senior Citizen Scheme). এর মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে, যেখানে আপনি আবেদন করলে প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে এক লক্ষ টাকা। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? সমস্ত বিষয়ে আজকের এই প্রতিবেদনে জানানো হলো। আসুন আরো ডিটেলসে এ বিষয়ে জানা যাক।

Central Government Senior Citizen Scheme

কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর সকলেই চিন্তা করেন কিভাবে জীবনযাপন আরও সহজ হবে। প্রতি মাসে কিভাবে ন্যূনতম একটি অর্থ চলে আসবে জীবন ধারণের জন্য। সরকারি কর্মীরা অবসরের পর পেনশন পান। তবে বেসরকারি ক্ষেত্রের কর্মীদের জন্য সর্বদা পেনশনের ব্যবস্থা থাকে না। তাঁদের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সিনিয়র সিটিজেন স্কিম (Senior Citizen Scheme).

আর এমন একটি স্কিম হল ন্যাশনাল পেনশন স্কিম বা (NPS). এটি একজন ব্যক্তির অবসরের পর একটি ভাল সঞ্চয় পরিকল্পনা, যা আপনার অবসর জীবনে স্থিতিশীল আয় পেতে সাহায্য করে। একজন ব্যক্তি NPS-এ বিনিয়োগ করে, প্রতিমাসে এক লাখ টাকা পেতে পারেন। ব্যক্তির ষাট বছর বয়স হলে ১ লাখ টাকা করে প্রতি মাসে তিনি পেনশন পেতে পারবেন।

Government National Pension Scheme আপনিও যদি ন্যাশনাল পেনশন স্কিমে টাকা জমাতে চান, তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। কারণ NPS-এ টাকা জমানোর জন্য একটি সিস্টেমে কাজ করে। একজন ব্যক্তি তাঁর অবসর গ্রহণের সময় কি পরিমান টাকা পাবেন, তা নির্ভর করবে সেই ব্যক্তি কতটা বিনিয়োগ করেন তার ওপর ও সেই ব্যক্তি যে আয় করেন তার উপর।

দশমীর পর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18,000 টাকা পাঠাচ্ছে সরকার! আপনি পেয়েছেন? কিভাবে আবেদন জানাবেন?

তবে একটি বিষয় জেনে রাখা জরুরী যে, একজন ব্যক্তির বিনিয়োগের উপর ভিত্তি করে সেই ব্যক্তির চূড়ান্ত পেনশনের অঙ্ক এই প্রকল্পের ক্ষেত্রে পরিবর্তিত হয়। আপনি যদি ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করেন তবে কর সুবিধাও পাবেন। আয়কর আইনের ধারা 80CCD(1B) এর অধীনে, একজন ব্যক্তি 50,000 টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। NPS সবার জন্যই সুবিধাযোগ্য।

এর মানে, এই স্কিমে আপনার বিনিয়োগের একটি অংশ আপনার করযোগ্য আয় যেমন কমাতে পারে, ঠিক তেমন ভাবেই আপনাকে ভবিষ্যতের জন্য টাকা প্রস্তুত করার সময় অবশ্যই বিশেষ সুবিধা দেবে। সবমিলিয়ে, ন্যাশনাল পেনশন স্কিম আপনাকে ব্যাপক সুবিধা দেবে। অবসর জীবনে নিশ্চিত আয়ের প্রবাহ বজায় থাকবে। তবে এই স্কিম থেকে আপনি কিভাবে মাসে এক লক্ষ টাকা পেতে পারেন, সেটি জানতে হলে নিম্নে ডিটেলস পড়ুন।

পুজোর মধ্যে চালু হল নতুন প্রকল্প। সরকার দেবে 5000 টাকা! কিভাবে আবেদন জেনে নিন

কিভাবে মাসে ১ লক্ষ টাকা পেতে পারবেন?

আপনি যদি অবসরের পর প্রতিমাসে ১ লক্ষ টাকা করে পেনশন পেতে চান, NPS স্কিমে আপনাকে বিনিয়োগ শুরু করতে হবে ২৫ বছর বয়স থেকে।আপনার বিনিয়োগের সময়কাল হবে ৩৫ বছর অর্থাৎ আপনার ৬০ বছর বয়স পর্যন্ত। প্রতিমাসে আপনাকে বিনিয়োগ করতে হবে ১৩,১০০ টাকা করে।

সেক্ষেত্রে ৩৫ বছরে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ৫৫.০২ লাখ টাকা পর্যন্ত। ৩৫ বছর পর সব মিলিয়ে আপনার বিনিয়োগ অনেকটাই বেড়ে যাবে। আর আপনি প্রতিমাসে ১ লক্ষ টাকা করে নিশ্চিত করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? অবসর জীবনে নিশ্চিত আয়ের প্রবাহ বজায় রাখতে, সচ্ছল জীবন যাপন করতে NPS বিনিয়োগ শুরু করুন।

Related Articles

Back to top button