Mutual Fund থাকলেই সোনায় সোহাগা! বিরাট সুবিধা পাবেন আপনিও। এক ক্লিকে জেনে নিন

Mutual Fund Loan Application

লোন নেওয়ার জন্য আবেদন করবেন বলে ভাবছেন? সাহায্য করতে পারে আপনার মিউচুয়াল ফান্ড (Mutual Fund). এমন এক উপায় রয়েছে যে আপনি মিউচুয়াল ফান্ড বন্ধক রেখেও লোনের জন্য আবেদন (Loan Application) করতে পারবেন। অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি। এখনো পর্যন্ত অনেকেই তো জানেন না কিভাবে মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে লোনের আবেদন করা যায়। আপনিও যদি না জেনে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন পড়ে নিন।

Mutual Fund Loan 2025

আপনারা হয়তো জানেন, লোন নেওয়ার জন্য গয়না, বাড়ি বন্ধক রেখে লোনের আবেদন করা যায়। কিন্তু লোন নেওয়ার আরও একটি উপায় হলো মিউচুয়াল ফান্ড লোন সম্পর্কে জানতেন? মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে লোন নেওয়া। মিউচুয়াল ফান্ড বন্ধক রেখে দেশের প্রথম সারির একাধিক ব্যাঙ্ক লোন দিয়ে থাকে। আর তালিকায় রয়েছে ভারতের বৃহত্তর রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও।

10 হাজার রাখলে রিটার্ন 2 কোটি। এখানে ইনভেস্ট করলে হাতেগোনা কয়েক বছরে আপনিও মালামাল!

মিউচুয়াল ফান্ড দিয়ে কিভাবে লোন নেবেন?

এখন প্রশ্ন হলো, মিউচুয়াল ফান্ড দিয়ে কিভাবে লোন নেওয়ার জন্য আবেদন করবেন? আপনি এর জন্য ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। আবার, আবেদন জমা করা যাবে অনলাইনেও। অনেক ক্ষেত্রেই অনলাইন আবেদনের মাধ্যমে লোন পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় মিউচুয়াল ফান্ড থেকে লোন মেলে। লোন নেওয়ার জন্য মিউচুয়াল ফান্ড বিক্রি করার কোনও দরকারও পড়বে না।

মিউচুয়াল ফান্ড দিয়ে লোন নেওয়ার শর্তাবলী

তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের ধরন অনুযায়ী লোনের অঙ্কের তারতম্য হতে পারে (Mutual Fund Loan) উদাহরণস্বরূপ বলা যায়, লার্জ ক্যাপ ইক্যুইটি ফান্ড, ডেট ফান্ড এবং লিক্যুইড ফান্ডে আপনার যদি লগ্নি থাকে তাহলে এই ধরনের লোন পাওয়া সহজ হবে। এই ধরনের মিউচুয়াল ফান্ড তুলনায় কম ভোলাটাইল হিসাবে বিবেচিত হয়ে থাকে।

আবার নোট বাতিল? নতুন ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড় ঘোষণা

আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের বিনিময়ে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা লোন নিতে পারবেন। ডেট মিউচুয়াল ফান্ডের বিনিময়ে পাবেন ৫ কোটি টাকা পর্যন্ত লোন। স্টেট ব্যাঙ্কের এ সংক্রান্ত একটি তালিকাও রয়েছে। সেই তালিকায় রয়েছে প্রায় ১৭টি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার নাম। আপনি ওই সব সংস্থায় মিউচুয়াল ফান্ড করলে সেক্ষেত্রে আপনার স্টেট ব্যাঙ্ক থেকে লোন পাওয়া অপেক্ষাকৃত অনেক বেশি সহজ হবে।

Related Articles

Back to top button