mutual-fund ( মিউচুয়াল ফান্ড )

এই যুগে Mutual Fund এ বিনিয়োগে মানুষ গাঁ ভাসিয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমের মধ্যে একটি। মানুষ এখন অতিরিক্ত টাকা, অনেক বেশি বেশি রিটার্ন পাওয়ার আশায় একাধিক মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও করছেন। কিন্তু দেশে এখনো কিছু শতাংশ মানুষ রয়েছেন যারা মিউচুয়াল-ফান্ডে বিনিয়োগ করেন না শুধুমাত্র এটি একটি ঝুঁকি সাপেক্ষ বিনিয়োগ স্কিম বলে।

Mutual Fund Investment to get Maximum Return

যে সকল ব্যাক্তির দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মতো সময় এবং ঝুঁকি নেওয়ার মতো ক্ষমতা থাকে তাদের জন্য মিউচুয়াল-ফান্ড আদর্শ। ইয়ং জেনারেশন থেকে ওল্ড জেনারেশন এই ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করেন। ঝুঁকি থাকলেও বাকি স্কিমগুলির তুলনায় অনেক বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায় মিউচুয়াল-ফান্ড থেকে। এর রিটার্নের পরিমাণ সময়ের ওপর নির্ভর করে। অর্থাৎ যে ব্যাক্তি যত বেশি সময় ধরে টাকা বিনিয়োগ করে রাখবেন তার সুদের পরিমাণও বেশি।

LIC এর প্রিমিয়াম না দিলেও LIC Policy বন্ধ হবেনা। নতুন নিয়ম জারি হলো।

Mutual Fund এ দীর্ঘসময় ধরে বিনিয়োগ করলে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যায়। ফলে সাধারণ স্কিমের তুলনায় অনেক বেশি পরিমাণে রিটার্ন মেলে। দুভাবে ব্যাক্তিরা মিউচ্যুয়াল-ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। একটি হলো এসআইপি এবং আরেকটি হলো লাম্পসাম। এসআইপিতে আপনারা নিয়মিতভাবে অর্থ বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ মাসে মাসে টাকা জমা করতে পারবেন।

যারা এককালীন একসাথে অনেকটা টাকা বিনিয়োগ করতে পারবেন না তারা এইভাবে বিনিয়োগ করতে পারেন। আর লাম্পসামে এককালীন বৃহৎ অংকের টাকা আপনারা বিনিয়োগ করতে পারেন। যারা নতুন নতুন Mutual Fund এ টাকা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সবথেকে সুবিধাজনক। যাদের আর্থিক দিক থেকে তেমন জ্ঞান নেই তারা সহজেই এখানে বিনিয়োগ করতে পারবেন। এবং এসআইপি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।

কোনো ব্যাক্তি যদি তার চাকরির প্রথম দিক থেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে থাকেন তাহলে অল্প অল্প টাকা দিয়ে এককালীন মোটা টাকা আপনারা পেতে পারেন। মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ স্কিমে দীর্ঘমেয়াদে গড় বার্ষিক রিটার্ন থাকে ১২ শতাংশ। এইদিকে কেউ যদি মিউচুয়াল-ফান্ডে ৫ বছর মেয়াদে ৫ লাখ টাকা বিনিয়োগ করে তাহলে বিনিয়োগ থেকে ১২ শতাংশ রিটার্ন ধরলে ৮,৮১,১৭০.৮৪২ টাকা আপনারা শেষে পাবেন।

অর্থাৎ সুদ বাবদ পাচ্ছেন ৩,৮১,১৭০ টাকা। অনলাইনে সেবি নিবন্ধিত প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা এখন খুব সহজেই ঘরে বসে ২ মিনিটে বিনিয়োগ শুরু করে দিতে পারবেন। বড় বড় স্বপ্ন পূরণ, গাড়ি কেনা, বাড়ি বানানো, ছেলে মেয়েদের শিক্ষার জন্য আপনারা অনায়াসেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
Written by Sathi Roy.