Multibagger Stocks in 2022

Multibagger Stocks in 2022 : কীভাবে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব, জেনে নিন বিস্তারিত

শেয়ার বাজার নামটির সাথে (Multibagger Stocks in 2022) বর্তমানে অনেকেরই পরিচিতি রয়েছে। অনেক বিনিয়োগকারীই বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে ভালো পরিমাণ টাকা লাভ করে থাকেন। তবে এতে যেমন লাভ করা সম্ভব। তেমনি না জেনে বিনিয়োগ করলে লাভের বদলে লোকসান হওয়ারই সম্ভাবনা থাকে। তবে দেশের স্বল্প পরিচিত স্টকগুলি বিনিয়োগকারীদের চলতি বছর থেকে ভালো রিটার্ন দিতে শুরু করেছে। চলতি বছরে কীভাবে কোথায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে? তা জানতে হলে পুরো প্রতিবেদনটি অবশ্যই অরতে হবে।

আরও পড়ুন, মাত্র ৫০০ টাকায় বাজিমাত! ৫০০ টাকা বিনিয়োগেই হওয়া যাবে ১০ কোটি টাকার মালিক, কিভাবে জানুন

Ace Equity -এর ডেটা জানায়, SEL Manufacturing -এর শেয়ার গত ৫ মাসে প্রায় ২,৪৭৬% বেড়েছে। যেখানে এই কোম্পানির গত বছরের ৩১ ডিসেম্বর শেয়ার ছিল প্রায় ৩৭.৬৫ টাকা (Multibagger Stocks in 2022)। সেখান থেকে গত ২৭ মে, ২০২২ তারিখের শেয়ার হয়েছে প্রায় ৯৭০.১০ টাকা। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেঞ্চমার্ক BSE সেনসেক্স এই সময়ে প্রায় ৬% কমেছে। তবে শুধু SEL Manufacturing কোম্পানির শেয়ার নয়, আরও বেশ কয়েকটি কোম্পানির শেয়ারও বেড়েছে।

প্রসঙ্গত, সেই সব স্টকগুলির মধ্যে পড়ছে গ্যালপস এন্টারপ্রাইজ (১,০৯৮%), মিড ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ (৯২২%), সেজল গ্লাস (৯১৫%), হেমাং রিসোর্সেস (১,১০২%), অ্যালায়েন্স ইন্টিগ্রেটেড মেটালিক্স (১,০৫৭%) এবং কায়সার কর্পোরেশন (২,২৪৫%)। একইসঙ্গে BSE মিডক্যাপ এবং BSE স্মলক্যাপ সূচকগুলি (৯% এবং ১৩%) হ্রাস পেয়েছে (Multibagger Stocks in 2022)। তাই এইক্ষেত্রে পর্যবেক্ষকেরা স্মলক্যাপের থেকে লাভের পরিমাণ দেখতে গিয়ে বিনিয়োগের পরিবর্তে লার্জক্যাপের দিকে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন।

এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে বেশ ভালো রিটার্ন দেওয়ার পথে রয়েছে সিডব্লিউডি, খুবসুরাত, শঙ্কর লাল রামপাল ডাই-কেম, ধনলক্ষ্মী ফেব্রিক্স, কাটারে স্পিনিং, ডিলিজেন্ট ইন্ডাস্ট্রিজ, শান্তি শিক্ষামূলক উদ্যোগ, ক্রেসান্ডা সলিউশন, ভারিমান গ্লোবাল এন্টারপ্রাইজ (Multibagger Stocks in 2022)। যেগুলি প্রায় ৩৫০%-৬৮০% বেড়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ নিয়েও পরামর্শ দেওয়া হয়েছে।

জিওজিত ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ভি কে বিজয়কুমার জানান, মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের দরকার তাদের এসআইপি চালিয়ে যাওয়া (Multibagger Stocks in 2022)। দরকার হলে এসআইপির পরিমাণ আরও বাড়াতে হবে। এছাড়া সেক্টরে বিনিয়োগকারীদের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে। হেড পিএমএস, হেড সিকিউরিটিজ মোহিত নিগম জানান, আগামী কয়েকবছরে কিছু সেক্টর বাজারে শক্তিশালীভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। সেগুলির মধ্যে রয়েছে তথ্য-প্রযুক্তি, প্রতিরক্ষা, বৈদ্যুতিক যান এবং পরিকাথামো।

উল্লেখ্য, সর্বদাই বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলি জেনে নিতে হবে। এছাড়া বাজারে শেয়ারের শতাংশের পরিমাণ জেনে বিনিয়োগ করতে হবে (Multibagger Stocks in 2022)। বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, মাত্র 6 মাসে 1 হাজার হলো ৬২ হাজার, এই শেয়ারে বিনিয়োগ করুন এক্ষুনি।