Primary TET Scam – প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধরা পড়লো বড় নাম। তোলপাড় রাজ্য রাজনীতি।
এর আগে Primary TET Scam মামলায় দেশ তথা রাজ্য রাজনীতি উজার হয়ে গিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বর্তমান রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তদন্তকারী সংস্থার তরফের দাবি অনুযায়ী পার্থবাবুর পাশাপাশি এই কাণ্ডের সাথে জড়িত ছিলেন একাধিক নেতারা। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত তিনটি তালিকার কথা প্রকাশ্যে এসেছে। সম্ভাব্য সেই তালিকায় যে সকল নেতাদের নাম রয়েছে সেগুলি দেখলে চমকে যাবে সকলে।
More Name Found in WBBPE Primary TET Scam
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সাথে যারা যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেকের নামের যে দুটি তালিকা প্রকাশ হয়েছে তাদের মধ্যে প্রথম তালিকায় রয়েছে প্রভাবশালী সব ব্যক্তিদের নাম এবং দ্বিতীয় তালিকায় রয়েছে মিডেলম্যান ও তৃতীয় তালিকায় রয়েছে এজেন্টদের নাম। তো চলুন আর বেশি দেরি না করে এই Primary TET Scam এর ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
প্রথম তালিকা
Primary TET Scam মামলায় প্রভাবশালী সেই সমস্ত ব্যক্তি বর্গের যে সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। যারা গ্রেফতার হয়েছে তাদের নামসহ পুরো তালিকাটি দেখুন –
- পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
- তাপস সাহা (বিধায়ক)
- জীবন কৃষ্ণ সাহা (বিধায়ক)
- নবকুমার সাহা।
- কানাই মন্ডল (বিধায়ক নবগ্রাম)
- মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)
- প্রবীর কয়াল (ব্যক্তিগত সচিব, বিধায়ক)
- অমল আচার্য (প্রাক্তন বিধায়ক)
- দেবরাজ চক্রবর্তী (কাউন্সিলর)
- চন্দন সিনহা (মন্ত্রী)
- জয়দীপ দাস (ব্যারাকপুর পুরপিতা)
- বাপ্পাদিত্য দাসগুপ্ত (কাউন্সিলর)
- জাফিকুল ইসলাম (বিধায়ক ডোমকল)
প্রাইমারী টেট পরীক্ষায় মানতে হবে 11 টি নিয়ম। অন্যথায় খাতা বাতিল।
দ্বিতীয় তালিকা
এই নিয়োগ মামলার দ্বিতীয় তালিকায় রয়েছে Primary TET Scam মামলার সাথে জড়িত থাকা তাপস মন্ডল গ্রেপ্তার হয়েছেন। তাঁর এজেন্ট হিসেবে যে সমস্ত ব্যক্তিরা জড়িত ছিলেন তারা হলেন –
- অমিয় মাইতি (কাঁথি)
- মান্তু দাস মহাপাত্র
- পিরুলাল পাড়ুই
- কুন্তল ঘোষ (Kuntal Ghosh)
- সমীরণ চক্রবর্তী
- নিলাদ্রি ঘোষ
- আরণ্যক আচার্য
- নবকুমার সাহা
- উমাপদ ভুঁইয়া
- হৃদয় সাহা (মুর্শিদাবাদ)
তৃতীয় তালিকা
দুর্নীতি মামলার এজেন্ট হিসেবে যে সকল ব্যক্তিদের যোগাযোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে, তাদের তালিকাটি হল–
- নুরুল হাসান (রায়গঞ্জ)
- শ্য়ামপদ পাত্র (হাওড়া)
- তন্ময় গোস্বামী
- দিব্যেন্দু বাগ (হুগলি)
- সুজল (মুর্শিদাবাদ)
- সন্তু গঙ্গোপাধ্য়ায় (হুগলি)
- অরবিন্দ (এসআই)
- জীতেন রায় (রায়গঞ্জ)
- সুখেন রানা (বীরভূম)
- অনুপম (রায়গঞ্জ)
42000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের কড়া নির্দেশ। কি সিদ্ধান্ত নিলো পর্ষদ।
নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে একের পর এক রাজ্য সরকারের নেতা কর্মীদের নাম সামনে আসছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আঙ্গুল তুলে বলছে যে এই চুরির টাকা কি শুধুমাত্র এই সমস্ত মানুষদের পকেট ভরিয়েছে, না অন্যত্র জমা হয়েছে?
Written by Nupur Chattopadhyay.