এবারে ATM Card ব্যবহার সম্পূর্ণ ফ্রি করে দিল রিজার্ভ ব্যাঙ্ক। যত খুশি টাকা তুলুন অনায়াসে! বিস্তারিত দেখুন।
দেশের সাধারণ মানুষের কথা ভেবে কোনায় কোনায় পৌঁছে গেছে ATM Card এর মাধ্যমে টাকা তোলার মেশিন। আধুনিকতার ছোঁয়ায় ভারতে আবার নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে ডিজিটাল কারেন্সি। দেশ দিনে দিনে উন্নততর পরিষেবার সুযোগে ভরিয়ে তুলছে সমাজকে।
ATM Card ব্যবহার না করেই মেশিনে তোলা যাবে টাকা।
আপনার কি ATM Card নেই? নাকি কোথাও বেড়াতে গিয়ে ফেসে গেছেন। টাকার খুব দরকার। এখন থেকে আর চিন্তা করতে হবে না আপনাকে। এবার থেকে আপনি ATM Card ছাড়াও টাকা তুলে নিতে পারবেন ATM মেশিন থেকে। কিভাবে একাজ করবেন? আসুন বিস্তারিত পদ্ধতি জেনে নেওয়া যাক।
এভাবে টাকা তুলতে (Withdrawal) কত টাকা লাগবে?
এক্ষেত্রে জানিয়ে রাখি, এভাবে টাকা তুলতে নিজের ব্যাঙ্কের মেশিনে আপনার কোন অতিরিক্ত টাকা দিতে হবে না। আপনি কোন চার্জ ছাড়াই আপনি টাকা তুলতে পারবেন অনায়াসে। তাই আধুনিক নিয়ম কানুন সকলেরই জেনে রাখা ভালো।
এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে কি করতে হবে?
আপনি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার ব্যবহার করেই আপনার আন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেই টাকা তুলতে পারবেন যেকোনো ব্র্যাঞ্চের মেশিন থেকে। আসুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।
১. প্রথমে যে কোনও এটিএমে (ATM) যান।
২. বেছে নিন Withdraw অর্থাৎ অপশন।
৩. এবার সিলেক্ট করুন ইউপিআই (UPI) অপশন।
৪. এবার এটিএমের ডিসপ্লে-তে ভেসে উঠবে কিউআর কোড অপশন।
অল্প করে কোথায় টাকা জমালে সব দিক থেকে বেশি লাভবান? দেখে নিন।
৫. এবার নিজের ফোনের ইউপিআই অ্যাপটি খুলুন। এটিএম মেশিনের ডিসপ্লে-তে ভেসে ওঠা কোডটি স্ক্যান করুন।
৬. যে পরিমাণ টাকা তুলতে চান, তা বেছে নিন। তবে এভাবে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তুলতে পারবেন।
৭. ইউপিআই পিনটি দিন, প্রসিড বটনে ক্লিক করুন।
৮. ব্যস এবারই পেয়ে যাবেন ক্যাশ টাকা।
প্রসঙ্গত, এই পদ্ধতিতে টাকা তোলা হলে সাধারণত গ্রাহককে কোনও অতিরিক্ত অর্থ দিতে হয় না। তবে অন্য ব্যাংকের কার্ড ব্যবহারে যা চার্জ কাটা হয়, ইউপিআই লেনদেনের (UPI Transaction) ক্ষেত্রেও তা একই। একই ব্যাংকের এটিএমের ক্ষেত্রে 5 বার ও অন্য ব্যাংকে 3 বার গ্রাহকেরা বিনামূল্যে টাকা তুলতে পারেন। তারপর প্রতি ট্র্যান্স্যাক্সন (Money Transaction) জন্য গুনতে হয় 21 টাকা।
এককালীন টাকা রেখে সারাজীবন প্রতিমাসে 20,000 টাকা পেনশন! এই অফার কেউ দেবেনা।
অনেক সময় দেখা যায় যে, গ্রাহকেরা মেশিনে ATM Card সোয়াইপ করলে সেই কার্ড মেশিনে কোন কারণে গৃহীত হয়না। সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এমন আরও বিষয় জানতে আমাদের সাথে থাকুন। নিজের মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.