Metro Rail Recruitment: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ। মাসে বেতন 95,000 টাকা। সরাসরি আবেদন জমা করুন অনলাইনে
Metro Rail Recruitment 2025
মেট্রো রেলে নতুন করে কর্মী নিয়োগ (Metro Rail Recruitment) শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য এটি অবশ্যই একটি সুখবর। যারা পড়াশোনা করে চাকরির খোঁজ করছিলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় নিজ আবেদন জমা করুন। এই নিয়োগের জন্য আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো আজ এই প্রতিবেদনে।
Metro Rail Recruitment 2025
১) ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি মেট্রোরেলের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। পদের নাম হল GDMO. এখানে পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা একটি। অর্থাৎ একজন প্রার্থীকে নিয়োগ করা হবে। মনে রাখবেন, এটি একটি চুক্তিভিত্তিক কাজ।
রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। মাসিক বেতন 12,000 টাকা। এক ক্লিকে আবেদন করুন
২) শিক্ষাগত যোগ্যতা
এই নির্দিষ্ট পদের জন্য যে প্রার্থীকে বেছে নেওয়া হবে তাঁর শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করা হলো। আপনারা জেনে রাখুন, এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর কোনো রাজ্যের রেজিস্টার করা এমবিবিএস পাশ ডাক্তার হওয়া জরুরী। তবে তিনি এই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।
৩) বয়সসীমা
প্রত্যেক নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমার কথা উল্লেখ করা থাকে। আগ্রহী প্রার্থীরা জেনে রাখুন, এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে। প্রার্থীদের বয়সের হিসেব করা হবে ১/১/২০২৫ তারিখ অনুযায়ী।
৪) বেতন
এই চাকরির মাসিক বেতন কত হবে? প্রার্থীদের জেনে রাখা জরুরি, এই পদের জন্য মাসিক বেতন হচ্ছে ৯৫ হাজার টাকা। পাশাপাশি, পদের জন্য নিযুক্ত ব্যক্তিকে সপ্তাহের ছয় দিন কাজ করতে হবে আট ঘন্টা করে প্রত্যহ।
৫) নিয়োগ প্রক্রিয়া
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই চাকরির জন্য নির্দিষ্ট একটি তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। আর ইন্টারভিউ অনুযায়ী পরীক্ষা হবে।
৬) ইন্টারভিউর বিবরণ
চাকরিপ্রার্থীরা জানুন, এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৪/৩/২৫ তারিখ মঙ্গলবার। যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক, উক্ত দিনে সকাল ১১:৩০ এর মধ্যে নিম্নলিখিত স্থানে উপস্থিত হবেন। ইন্টারভিউর ঠিকানা হল-অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার, তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল, মেট্রো রেলওয়ে, ২৮/৫৫ এম এন সেন রোড, চাদিতলা, কলকাতা ৭০০০৪০।