রাজ্যের মহিলাদের মোবাইল কিনতে 8000 করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে কিভাবে পাবেন এই টাকা?

পুজোর আগেই রাজ্যের মহিলাদের জন্য দারুন সুখবর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষীর ভান্ডারের ৫০০ এবং ১০০০ টাকার পাশাপাশি এবার রাজ্যের মহিলাদের ৮ হাজার করে টাকা প্রদান করতে চলেছে সরকার। এইরকমই একটি ঘোষণা কয়েকদিন আগে করেছেন খোদ মুখ্যমন্ত্রী।

রাজ্যের মহিলাদের ৮০০০ টাকা দিচ্ছে সরকার

তার বক্তব্য অনুযায়ী জানা গেছে এবার থেকে পড়ুয়াদের পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মহিলাদেরও বিনামূল্যে স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়ার। এর জন্যই তাদেরকে নগদ ৮০০০ করে টাকা টাকা দেওয়া হতে চলেছে। শোনা যাচ্ছে দুর্গাপুজোর আগেই নাকি এই সুবিধা লাভ করতে চলেছেন রাজ্যের মহিলারা। কিন্তু আদৌ কি সকলে পাবে এই টাকা? এ ব্যাপারে কি বললেন মুখ্যমন্ত্রী জেনে নেওয়া যাক।

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনকল্যান এর উদ্দেশ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। ২০১১ সালে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ৭০ টিরও বেশি জনমুখী প্রকল্প তিনি চালু করেছেন রাজ্যজুড়ে। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মা-বোনেদের প্রতি মাসে ৫০০ এবং ১০০০ টাকা করে প্রদান করে থাকে আমাদের রাজ্য সরকার।

২০২১ সালে তৃতীয় বার ভোটে নির্বাচিত হওয়ার আগেই মুখ্যমন্ত্রী এই প্রতিজ্ঞা দিয়েছিলেন। আর ভোটে জেতার পর তিনি নিজের কথাও রেখেছেন। এখনও পর্যন্ত রাজ্যের কয়েক কোটি মহিলা এর সুবিধা ভোগ করে চলেছেন। আর এবার মহিলাদের উদ্দেশ্যে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন তিনি।
বিশ্বে অতিমারী শুরু হবার পর থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার প্রচলন করেন মুখ্যমন্ত্রী। কারণ সেই সময় পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা ইত্যাদি যাবতীয় হত অনলাইন মারফত।

LPG Subsidy - রান্নার গ্যাসের দাম

অন্যদিকে গরিব ছেলেমেয়েদের স্মার্টফোন কেনার পয়সা না থাকায় তারা ঠিকভাবে পড়াশোনা চালাতে পারত না। তাই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেন তখন। তবে এখনো বন্ধ হয়নি তার এই কর্মসূচি। প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের এই সুবিধা দেয় রাজ্য সরকার। সেই অনুকরণেই রাজ্যের মহিলাদের জন্য এবার এই সুবিধা দেওয়ার সূচনা করলো রাজ্য সরকার। তবে এক্ষেত্রে সকল মহিলারা পাবেন না এই সুবিধা, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে। কারা পাবেন? এবার দেখে নেওয়া যাক।

আরও পড়ুন,  রাজ্য সরকারের নয়া উদ্যোগ! পূজোর মাসে বাড়তি রেশনের ঘোষণা, দেখেনিন আপনি কতটা পরিমাণ রেশন পাবেন।

কারা পাবেন মোবাইল ফোন কেনার টাকা

রাজ্যের অঙ্গনওয়ারি এবং আশা প্রকল্পের সঙ্গে যুক্ত সকল মহিলা কর্মীদের এই সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন যারা এই ধরনের কাজ করেন তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে অনেক রকম কাজ সারতে হয়। কিন্তু বেশিরভাগ মহিলাই দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীভুক্ত হওয়ায় একটি ভালো স্মার্টফোন তারা কিনতে পারেন না। ফলে কাজে অনেক ক্ষতি হয় তাদের।

আরও পড়ুন, পুজো উপলক্ষ্যে ফ্রি করে দিলো AirTel. জলের দামে মোবাইল রিচার্জ।

এই অসুবিধা দূর করতেই সেই সকল কর্মীদের নগদ ৮০০০ টাকা স্মার্টফোন কেনার জন্য দেবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। সঙ্গে এটিও জানা যাচ্ছে যে আসন্ন দুর্গোৎসব এর আগেই হয়তো সেই সকল মহিলাদের একাউন্টে ঢুকতে পারে এই টাকা। ফলে এ বছর পূজো অত্যন্ত আনন্দে কাটতে চলেছে তাদের।
আমাদের WhatsApp এ ফলো করুন।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button