সরকারি কর্মীদের প্রাপ্য কেন্দ্রের থেকে বেশি, পশ্চিমবঙ্গের DA প্রসঙ্গে বিধানসভায় আজই জানালেন মমতা – Dearness Allowance.
রাজ্য সরকারি কর্মীদের বেতন (Salary Hike), বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত বিষয়ে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) অন্যদের থেকে অনেকটা বেশি দরদ এবং যুক্তি নিয়ে বিচার করেন তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। রাজ্যে বকেয়া মহার্ঘ (Dearness Allowance) ভাতা নিয়ে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের তুমুল আন্দোলন এবং সাথে অনশন। প্রায় এক মাস পর রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সবার সামনে জানালেন তার মন্তব্য।
সরকারি কর্মীদের জন্য মমতা অনেক বেশি দিচ্ছেন কেন্দ্রের থেকে, Dearness Allowance ইস্যুতে বিধান সভায় জানালেন।
রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। কিন্তু তারা কোলকাতা শহীদ মিনারে গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে চালাচ্ছেন লাগাতার অবস্থান বিক্ষোভ। এরই সাথে সাথে অনেকে আবার করছেন অনশন। তাদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহবায়ক ভাস্কর ঘোষ মহাশয় গত রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী আজই বিধানসভাতে জানিয়েছেন যে, ত্রিপুরা এবং উত্তর প্রদেশ রাজ্যে ডিএ দেয় না। এই মন্তব্য রাজ্য সরকারি কর্মীদের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বিক্ষোভ মঞ্চে যান এবং সেখানে গিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে আসেন। গত 5ই মার্চ তারিখে রাজ্যের অন্যান্য দলের নেতা, নেতৃত্বরাও সেখানে সমর্থন জানান। যদিও তিনি জানান, ত্রিপুরায় ৭ম বেতন কমিশন চলছে, কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজই বিধানসভাতে জানান, যে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের সরকারি কর্মীদের তুলনায় কাজ অনেক কম করতে হয়। অর্থাৎ তিনি বলেন যে, রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীর তুলনায় অনেক ছুটি বেশি দেন। তিনি আরও বলে দিলেন যে, “99% ও 6% মিলিয়ে রাজ্যে 105% ডিএ দেওয়া হচ্ছে”।
আজ সোমবার রাজ্যের অর্থমন্ত্রী মহার্ঘ ভাতা প্রসঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন যে, “ডিএ নিয়ে অনেক কথা বলা হয়। তা নিয়ে কটাক্ষ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা হয়েছিল ডিএ। প্রস্তাব হয়নি। পঞ্চম পে কমিশনে যা বকেয়া রেখে গিয়েছিল তাও দিয়েছি। কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। আমাদের রাজ্যে দেওয়া হবে। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? এটাই কি চাইছেন বিরোধীরা?”
পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়লো, জেনে নিন 14.2KG ঘরোয়া রান্নার গ্যাসের দাম কত?
তিনি আরও জানান যে, রাজ্যের সরকারি কর্মীদের পেনশন দিচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। এই পেনশন না দিলে রাজ্যের 20 হাজার কোটি টাকা বেঁচে যেত। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে বাজেট ঘোষণার দিনই চন্দ্রিমা ভট্টাচার্য 3% ডিএ ঘোষণা করেন। কিন্তু তা বাজেটে আগে থেকে উল্লেখ না করায় কর্মীরা বেশ অসন্তোষ প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরও জানান যে, তিনি রাজ্যে দুর্গা পূজাতে 10 দিন ছুটি দেন, ছট পূজাতে ছুটি দেন। রাজ্যে সিপিএম আমলে ডিএ বাকি ছিল। 34 বছরে তারা পুরো ডিএ দেয় নি। 99% ও 6% মিলিয়ে তিনি 105% ডিএ দিয়েছেন সরকারি কর্মীদের। তিনি আরও জানান যে, ত্রিপুরা এবং উত্তর প্রদেশ রাজ্য ডিএ দেয় না।
3টি নতুন রিচার্জ প্ল্যান Jio AirTel Vi এর, কে বেশি সস্তায় দিচ্ছে দেখুন।
তিনি আরও জানান যে, টাকা আকাশ থেকে পড়বে না। তিনি বলেন, “দশ বছরে একবার সরকারি কর্মচারীদের শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড যাওয়ার সুযোগ দিয়েছি”। তিনি আরও জানান, “টাকা নেই। আবাসন, রাস্তা, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। মুসলিম ছেলেমেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে।” তবে এই বিষয়ে আন্দোলনকারীরা কি জানাবেন, তা জানতে হলে দেখতে থাকুন সুখবর বাংলায়। ধন্যবাদ।
Written by Mukta Barai.