পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে দারোয়ান নিয়োগ, 9000 শুন্যপদে সরকারি চাকরি, কিভাবে আবেদন করবেন?
Darwan Recruitment -দারোয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু, কি জানালেন মুখ্যমন্ত্রী
সাম্প্রতিক এক ঘটনায় পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে দারোয়ান নিয়োগ এর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। চলছিল ক্লাস আচমকাই ক্লাসরুমের মধ্যে ঢুকে এক হাতে পিস্তল, টেবিলের উপর দুটো বোতল রেখে সমস্ত ছাত্রছাত্রী আর শিক্ষককে প্রাণে মারার হুমকি দিচ্ছিল এক ব্যক্তি। আতঙ্কে একেবারে জড়োসড়ো হয়ে গিয়েছিল পড়ুয়ারা। ছোট ছোট ছাত্র ছাত্রীদের মুখে তখন রীতিমতো আতঙ্কের ছাপ। আর ঠিক সেই সময় ছোট ছোট পড়ুয়া আর শিক্ষকদের বাঁচাতে ওই পিস্তল হাতে রাখা ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়েন মালদহের ডিএসপি আজহারউদ্দিন খান। চোখের নিমেষে একেবারে ওই ব্যক্তি পুলিশের হাতে পাকড়াও হয়ে যায়। বিনা রক্তপাতেই অপারেশন সফল।
এতটুকু ক্ষতি হয়নি কারো। ছাত্র ছাত্রীদের সঙ্গে সঙ্গে ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মালদহের মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে। আর এরপরেই শুরু হয়ে গেছে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আর তারপরেই জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী Mamata Banerjee স্কুলে দারোয়ান নিয়োগ করতে উদ্যোগী হয়েছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক চলাকালীন এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ৯ হাজারের বেশি স্কুলে কিভাবে দারোয়ান নিয়োগ করা যেতে পারে, তাই নিয়েই প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে আলোচনা। একটা সময় স্কুলগুলিতে দারোয়ান বা নিরাপত্তা রক্ষী রাখার নিয়ম ছিল। ঝাড়ুদার নিয়োগ করা হতো। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, ১৯৮০ সালের আগে প্রতিটি স্কুলেই দারোয়ান নিয়োগ এবং ঝাড়ুদারের পদ ছিল।
এসএসসির মাধ্যমে নিয়োগ শুরু হওয়ার পর সেই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। তারপর কিছু স্কুল নিজেদের তহবিল থেকেই দারোয়ান রাখার চেষ্টা করে। তবে অনেক স্কুলেরই নিয়মিত বেতন দেওয়ার ক্ষমতা নেই। ফলে দারোয়ান আর ঝাড়ুদারের পদ এখন আর অধিকাংশ স্কুলেই নেই। তবে মুখ্যমন্ত্রী Mamata Banerjee অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর পরে সাংবাদিক সম্মেলনে স্কুলগুলিতে দারোয়ান নিয়োগ প্রসঙ্গে জানান, প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে (Darwan Recruitment).
ডোনেশান ছাড়াই বন্ধন ব্যাংকে চাকরির সুযোগ, বেতন 25000 টাকা। এই ভাবে আবেদন করুন,
স্কুলের ভিতরে আইডি কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেওয়ার কথা নয়। পড়ুয়াদের তো আইডি কার্ড দেওয়া আছে। প্রসঙ্গত, বেসরকারি স্কুলগুলিতে আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হয় না। এক্ষেত্রে সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলিতেও আইডি কার্ডের ব্যবস্থার কথা বলেন মুখ্যমন্ত্রী। সাধারণত গ্রুপ ডি পদ থেকে অনেককেই দারোয়ান নিয়োগ (Darwan Recruitment) করা যায়।
তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতির জেরে গ্রুপ সি, গ্রুপ ডি পদের চাকরি বাতিল হয়েছে। তবে স্কুলগুলিতে দারোয়ান নিয়োগের বিষয়টি নিয়ে সেই প্রস্তাব নবান্নতে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রায় তিন বছর আগে পাঠিয়েছিল। সেই প্রস্তাব অর্থ দপ্তরে এখনো পর্যন্ত বিবেচনাধীন হিসেবেই পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। শহরাঞ্চলের বহু স্কুলে সিসিটিভি লাগানো রয়েছে।
1 লা মে থেকে বদলাতে চলেছে গুরুত্বপূর্ণ 4 টি নিয়ম, মধ্যবিত্তের পকেটে টান পরার সম্ভাবনা।
কিন্তু গ্রামাঞ্চলের অধিকাংশ স্কুলেই সিসিটিভি এখনো লাগানো যায়নি। তার ফলে মাঝেমধ্যেই বহু গুরুত্বপূর্ণ নথিও চুরি হতে দেখা গিয়েছে। তবে স্কুলগুলিতে দারোয়ান নিয়োগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। প্রধান শিক্ষকদের একাংশ দ্রুত এই সিদ্ধান্ত কার্যকরী করার প্রয়োজন রয়েছে বলেও জানান।