Scheme For Womens: লক্ষ্মীপুজোয় মহিলাদের জন্য নতুন প্রকল্প। আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! জেনে নিন বিস্তারিত

কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছে (Scheme For Womens). যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু হাওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়। ‌আবার কেন্দ্রীয় সরকারও নানান ধরনের জনপ্রিয় প্রকল্পের সূচনা করেছে মহিলাদের জন্য। ‌আজকের প্রতিবেদনে আমরা কেন্দ্রীয় সরকারের একটি নামকরা প্রকল্প সম্পর্কে আলোচনা করব। ‌

লক্ষ্মীপুজোর দিন সরকারের এই প্রকল্প‌ সম্পর্কে আপনারা জেনে নিন। এই প্রকল্পে আবেদন করলে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কোন প্রকল্প? আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? প্রত্যেকটি ডিটেলস তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। ‌আমরা আলোচনা করছি মহিলা সন্মান সেভিংস সঞ্চয়পত্র (Mahila Sanman Savings Certificate) নিয়ে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Central Government Scheme For Womens

মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক লাভজনক সঞ্চয় প্ল্যান রয়েছে (Scheme For Womens). আর সেই বিশেষ প্ল্যান হলো মহিলা সম্মান সঞ্চয়পত্র বা Mahila Samman Saving Certificate (MSSC). কেন্দ্রীয় সরকারের এই প্ল্যান কম সময়ে বেশি লাভ দিতে পারে আপনাকে। আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে মাত্র ২ বছরের মধ্যেই দেখবেন লাভের মুখ।

শুধু তাই নয়, লাভের সঙ্গে থাকবে ব্যাপক কর ছাড়। চলতি বছরের ২০২৩-২৪ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন এক বক্তৃতায় জানান কেন্দ্রীয় সরকারের বিশেষ প্ল্যান মহিলা সম্মান সঞ্চয়পত্র সম্পর্কে জানিয়েছেন। আপনি যদি এখানে বিনিয়োগ করেন, তবে নির্দিষ্ট হারে সুদ পাবেন এই প্রকল্পে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির বৈধতা হলো ২৪ মাস।

দশমীর পর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18,000 টাকা পাঠাচ্ছে সরকার! আপনি পেয়েছেন? কিভাবে আবেদন জানাবেন?

Mahila Samman Saving Certificate (MSSC)

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে আপনি এই প্রকল্পে যোগদান করতে পারবেন? তাই জেনে নিন, যে কোনো ১০ বছর বয়সের অধিক মহিলা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ ২ লক্ষ টাকা। আপনি যদি এই প্রকল্পে টাকা রাখেন তাহলে বার্ষিক ৭.৫% হারে শতাংশ হারে আপনি সুদ পাবেন। যা সরকারি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম কিংবা অন্যান্য সরকারি ছোট প্রকল্পের তুলনায় অপেক্ষাকৃত বেশি সুদের গ্যারেন্টি দেয়। অর্থাৎ আপনি বেশি সুদ পাবেন এই স্কিমে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করা যায় ২ বছরের জন্য। তবে মেয়াদ পূর্তির আগেও আপনি বন্ধ করতে পারবেন এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট। আপনি যখন এই অ্যাকাউন্ট খুলবেন, তার ছয় মাস আগে যদি এই অ্যাকাউন্ট বন্ধ করা হয় তাহলেও পারবেন। তবে সেক্ষেত্রে ৫.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। আবার যদি, অ্যাকাউন্টধারীর মৃত্যু হয় বা তিনি প্রাণঘাতী রোগে আক্রান্ত হন তাহলেও মেয়াদ পূর্তির আগেই বন্ধ করা যায় এই অ্যাকাউন্ট।

এছাড়াও আরও একটি বিষয় মনে রাখা দরকার, ২ বছর মেয়াদের এই প্রকল্পে পাওয়া যায় কর ছাড়ের সুবিধা। এই প্রকল্পে অ্যাকাউন্টধারী ব্যক্তি আংশিক টাকা তোলার সুবিধাও পাবেন। তবে যখন অ্যাকাউন্ট ম্যাচিওর করার আগে বন্ধ করা হবে তখন তার সুদ মিলবে ত্রৈমাসিক ভিত্তিতে। আর ২ বছর মেয়াদে যদি আপনি ২ লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেন, তবে আপনি সুদ-সহ পেয়ে যাবেন মোট ২ লাখ ৩২ হাজার ৪৪ টাকা।

এই অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন? আপনি যদি মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্টে টাকা জমাতে চান, তাহলে আপনার প্রয়জন হবে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড, আর দরকার ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি এবং আধার কার্ড জমা দিতে হবে। মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট খোলার সময়। আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দেবেন। আর তাহলেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে।

Related Articles

Back to top button